ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে হলদিবাড়ির কোনপাত্রী সর্দারপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম নবিউল কালাম। তার বাড়ি ওই এলাকাতেই। ১২ মে ভক্তিনগর থানার শরৎচন্দ্র পল্লির বাসিন্দা নগেন্দ্রনাথ রায়ের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মায়া স্কুলে বেরিয়ে ফেরেনি। পরিবারের অভিযোগ, কিছুদিন আগে তাঁদের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন সূর্য সরকার ও তাঁর স্ত্রী। সূর্যবাবু মায়াকে অপহরণ করেছেন বলে পুলিশে অভিযোগ হয়। সূর্যবাবুর স্ত্রী পিঙ্কি দেবীও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছেন। পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তির আসল নাম সূর্য সরকার নয়। মহম্মদ জাহাঙ্গির আলম। বাড়ি জলপাইগুড়ির ঝাপগঞ্জে। তিনি মিথ্যা পরিচয় দিয়ে এই পর্যন্ত ছয়টি বিয়ে করেছেন। পুলিশ জানতে পারে, তিনি কোনপাত্রীতে ধৃতের বাড়িতে আছেন। পুলিশ হানা দেওয়ার আগে অবশ্য তিনি ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান।
|
জেলা সম্মেলনের চার মাসের মাথায় জলপাইগুড়ি জেলা সম্পাদকমন্ডলী গড়ল সিপিএম। সোমবার সিপিএমের দুই রাজ্য নেতা মৃদুল দেব এবং দীপক দাশগুপ্তের উপস্থিতিতে নতুন সম্পাদকমন্ডলী গঠন করা হয়। এর আগে দলের জেলা সম্পাদকমন্ডলীতে ১২জন সদস্য থাকলেও এবারে ১৫ জনের সম্পাদকমন্ডলী গঠন করা হয়েছে। দলীয় সূত্রের খবর, আগের সম্পাদকমন্ডলীর কোনও সদস্যকেই থেকে বাদ দেওয়া হয়নি। নতুন ৩ সদস্য বিদ্যুৎ গুন, বীরপাড়ার চা শ্রমিক নেতা রবিন রাই এবং নাগরাকাটার চা শ্রমিক নেতা রামলাল মুর্মু।
|
সম্প্রতি বার অ্যাসোসিয়েশন ভোটে হার সত্ত্বেও তৃণমূল আইনজীবী সেলের সভাপতি পদে থাকলেন পীযূষকান্তি ঘোষ। সোমবার শিলিগুড়ি বয়েজ স্কুলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে তৃণমূল আইনজীবী সেলের সভা হয়। সেখানে তিনি সভাপতি মনোনীত হন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন প্রবীর শিকদার।
|
মহকুমা আইনি সচেতনতা কমিটি এবং দার্জিলিং জেলা লিগাল এড ফোরামের উদ্যোগে রবিবার পাহাড়গুমিয়া চা বাগানে একটি কর্মশালা হয়। কর্মশালায় শিশু শ্রম, শিশুদের অপরাধ, যৌন নির্যাতন নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন মন্ত্রী সুনীল তিরকি, দার্জিলিং জেলা বিচারক সুব্রত মিত্র, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অসীম পাল, সুকুমার রায়, সৌম্য চট্টোপাধ্যায়, কৌস্তভ মুখোপাধ্যায়, বাণী দেব। অনুষ্ঠান পরিচালনা করেন অমিত সরকার। |