টুকরো খবর
তিন সিপিএম সদস্য কংগ্রেসে
সিপিএমের তিন প্রাক্তন সদস্য-সহ বেশ কয়েকজন সমর্থক রবিবার সন্ধ্যায় রীতিমতো সভা করে শান্তিপুরের ১১ নম্বর ওয়ার্ডের বেরপাড়ায় কংগ্রেসের যোগ দিলেন। প্রাক্তন সদস্যরা হলেন, বুলবুল ইসলাম, মইনুল রহমান ও সমীর দত্ত। বুলবুল ইসলাম বলেন, “আমরা মনে করি সিপিএমের ভ্রান্ত নীতি মেনে চললে দেশের ক্ষতি হবে। তাই কংগ্রেসে যোগ দিলাম।” এই ঘটনায় শান্তিপুরের জোনাল কমিটির সেক্রেটারি শান্তনু চক্রবর্তী বলেন, “ওঁরা তলায় তলায় কংগ্রেসে যোগ দিয়েছেন জানতে পেরেই ওদের সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছে।”

সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠান রানাঘাটে
তৃণমূলের পক্ষ থেকে বর্ষপূর্তি উৎসব পালন করা হল রবিবার সন্ধ্যায়। নদিয়ার রানাঘাটের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, আবীররঞ্জন বিশ্বাস-সহ বিশিষ্টেরা। বক্তারা রাজ্য সরকারের এক বছরের কাজের মূল্যায়ন করেন এবং সরকারের উপরে আস্থা রাখার আবেদন জানান। মিষ্টি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

কৃষি সমবায়ের ভোটে জয়ী কংগ্রেস
কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হল কংগ্রেস। নদিয়ার গাংনাপুরের রুপপুরে রবিবারের ওই নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৮টিই পেয়েছে তাঁরা। বাকি ১টি আসন পেয়েছে তৃণমূল। গতবার ক্ষমতায় ছিল কংগ্রেস-তৃণমূল জোট।

অস্ত্র-সহ গ্রেফতার

উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র।
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে লালগোলার যশোইতলা থেকে ধৃত ওই যুবকের নাম রেজাউল শেখ। বাড়ি ডোমকলের বর্তনাবাদ গ্রামে। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ধৃত ব্যক্তি ক্যারিয়ারের কাজ করে। তার কাছ থেকে ৫টি রিভালবার, একটি সার্টার ৩২ রাউন্ড গুলি ও ৭টি ম্যগাজিন পাওয়া গিয়েছে।”

মহিলার মৃত্যুতে প্ররোচনার নালিশ

এক মহিলার মৃত্যুতে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। শনিবার নবদ্বীপের ফকিরডাঙার বাসিন্দা বুলবুলি ঘোষের (২১) মৃত্যু হয়। সোমবার তাঁর বাবা, কেনারাম ঘোষ মৃতার স্বামী অভিমন্যু ঘোষ, শ্বশুর কংস ঘোষ ও শাশুড়ি পদ্ম ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেন। কেনারামবাবু বলেন, “বিয়েতে ওরা ১ লক্ষ ৮০ হাজার টাকা চেয়েছিল। ১ লক্ষ ৬০ হাজার টাকা দিয়েছিলাম। ওরা মেয়ের উপর অত্যাচার করত।” তিনি জানান, নিজের এক বিঘা জমি জামাইকে দিয়েছিলেন কেনারামবাবু। ১০ হাজার টাকাও দেন। অত্যাচার সহ্য করতে না পেরেই বুলবুলি আত্মহত্যা করেছে বলে অভিযোগ। নবদ্বীপ থানার আইসি শঙ্করকুমার রায়চৌধুরী বলেন, “অভিযুক্তদের খুঁজছি। মামলা দায়ের করা হয়েছে।”

স্ত্রী খুন, তেহট্টে গ্রেফতার স্বামী

স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে স্বামী প্রসেনজিৎ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম শান্ত্বনা দাস ওরফে যমুনা (২৩)। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের দাসপাড়ায়। সোমবার সকালে প্রসেনজিতকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি চপারও। বছর তিনেক আগে শান্ত্বনার সঙ্গে বিয়ে হয় দিনমজুর প্রসেনজিতের। প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হত। রবিবার রাতে চপার দিয়ে স্ত্রীকে কোপায় প্রসেনজিৎ। ঘটনাস্থলেই মারা যায় সে। সান্ত্বনার বাবা সুবল দাস থানায় প্রসেনজিৎ-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় স্ত্রীকে খুনের কথা কবুল করেছে প্রসেনজিৎ। তেহট্টের এসডিপিও মলয় মজুমদার বলেন, ‘‘ওই মহিলার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।’’

ভাতার দাবি, বিক্ষোভ

বকেয়া ভাতার দাবিতে সোমবার সামশেরগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। সিটু নিয়ন্ত্রিত আশাকর্মীদের ওই সংগঠনের সভাপতি সোমা দাস বলেন, “ব্লকের ১১৪ জন আশাকর্মী ৯ মাস ধরে ভাতা পাচ্ছেন না। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।” ব্লক স্বাস্থ্য আধিকারিক সজল পণ্ডিত বলেন, “টাকা আসেনি। টাকা মিললেই দিয়ে দেওয়া হবে।”

অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হয়েছে হেরাফত শেখ (৩০) নামে এক যুবকের। তিনি বাড়ঞার খড়জুনার বাসিন্দা। রবিবার বিকেলে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়ির লোকজন তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করান। তবে ওই রাতেই মারা যান হেরাফত। পুলিশের প্রাথমিক অনুমান তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন।

পিষ্ট হয়ে মৃত্যু

গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মেঘনাদ বাগদি (১০) নামে এক বালকের। রবিবার কান্দির গোকর্ণে দুর্ঘটনাটি ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.