টুকরো খবর
অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ আরামবাগে
ইউজিসি-র টাকায় ফ্রিজ কেনা নিয়ে আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন ওই কলেজেরই পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি তথা আরামবাগ ব্লক তৃণমূলের সভাপতি স্বপন নন্দী। এই মর্মে থানায় এফআইআর দায়ের করার পাশাপাশি মহকুমাশাসক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকেও বিষয়টি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে গত ২১ এপ্রিল মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন অধ্যক্ষ সঈদ সাসিজুল ইসলাম। ফ্রিজ কেনা নিয়ে স্বপনবাবুর বক্তব্য, “ইউজিসি-র তহবিল তছরুপ হচ্ছে।” অন্য দিকে, অধ্যক্ষ বলেন, “আমার তরফে কোনও অনিয়ম হয়নি। উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মিথ্যা অভিযোগ তুলে হিংসা চরিতার্থ করছেন স্বপনবাবু।” সোমবার কলেজে পুলিশ এসেছিল তদন্তের কাজে। গোটা বিষয়টি নিয়ে শিক্ষক-মহলের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, অনিয়ম হয়ে থাকলে পরিচালন কমিটির বৈঠক ডাকা হোক। সেখানে অভিযোগ প্রমাণ হলে তবেই এফআইআর করা যেতে পারে। কিন্তু এ ক্ষেত্রে ‘রাজনৈতিক প্রভাব’ খাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ডেকে আনা হচ্ছে। বিষয়টি উচ্চ শিক্ষামন্ত্রীকে জানানো হবে বলেও মন্তব্য করেছেন অনেকে।

যান আইন ভেঙে মারধর পুলিশকে, পাকড়াও যুবক
লিলুয়া বড় গেট এলাকায় ট্রাফিক আইন ভেঙে ট্রাফিক পুলিশের উপরে চড়াও হওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবক এবং তার কয়েক জন সঙ্গী পুলিশকর্মীদের মারধর করে বলেও অভিযোগ। পুলিশি সূত্রের খবর, সোমবার জিটি রোডে কয়েক জন যুবক ট্রাফিক আইন ভেঙে প্রথমে মোটরবাইক এবং পরে টাটা সুমো নিয়ে তীব্র গতিতে বারবার যাতায়াত করছিল। তারা ট্রাফিক কর্মী ও গ্রিন পুলিশকে গালিগালাজও করছিল বলে অভিযোগ। ধাওয়া করে টাটা সুমোটিকে ধরে নিয়ে আসেন এক ট্রাফিক-কর্মী। কিন্তু গাড়িটি না-দাঁড়িয়ে বড় গেট এলাকায় কর্তব্যরত এএসআই প্রবীর হোড়কে প্রায় ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। কিছু পরে কয়েক জন যুবক ওই এলাকায় এসে কর্তব্যরত চার জনকে ঘিরে ধরে। অনির্বাণ পাল নামে এক গ্রিন পুলিশকর্মীকে মারধর করে। বাধা দিতে গেলে প্রবীরবাবু ও কনস্টেবল অনুপ জানার উপরেও চড়াও হয় ওই যুবকেরা। অন্য ট্রাফিক-কর্মীরা এলে তারা পালিয়ে যায়। ডিসি (ট্রাফিক) অখিলেশ চতুর্বেদী বলেন, “ওই যুবকেরা নেশাগ্রস্ত ছিল বলে মনে হচ্ছে। ট্রাফিক নিয়ম মানতে বাধ্য করানোয় ওরা হামলা করেছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে।”

শিক্ষকের বাড়িতে চুরি
ছবি: মোহন দাস।
রবিবার রাতে গোঘাটের কামারপুকুর পেট্রোলপাম্প-সংলগ্ন এক স্কুল শিক্ষকের বাড়ির তালা ভেঙে চুরি হয়ে গেল। রমাপ্রসাদ ঘোষ নামের ওই শিক্ষক সপরিবার দেশের বাড়ি বাঁকুড়ার কোতুলপুরের চাতরা গ্রামে গিয়েছিলেন। রাতের অন্ধকারে চোরেরা পাঁচিল টপকে বাড়িতে ঢোকে। কোলাপসিবল গেটের তালা ভেঙে তারা ঢুকে পড়ে বাড়ির ভিতরে। আলমারি ভেঙে সর্বস্ব হাতিয়ে নেয়। ওই শিক্ষক পুলিশকে জানিয়েছেন, বেশ কয়েক ভরি সোনা-রুপোর গয়না, নগদ কয়েক হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার সকালে বাড়ির তালা ভাঙা দেখে প্রতিবেশীরা খবর দেন রমাপ্রসাদবাবুকে। ঘটনাস্থলে আসে পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।

ধর্ষণের দায়ে যুবকের কারাদণ্ড
এক তরুণীকে ধর্ষণের দায়ে তাঁর প্রতিবেশী এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। সোমবার উলুবেড়িয়া মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মুকুলকুমার কুণ্ডু স্থানীয় মাধবপুর গ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ খড়ুইকে ওই সাজা শোনান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালের ১২ নভেম্বর রাতে ওই তরুণী বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বেরিয়েছিলেন। সেই সুযোগে ইন্দ্রজিৎ তাঁর মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে। কিছু দিনের মধ্যেই অভিযোগ পেয়ে উলুবেড়িয়া থানা ইন্দ্রজিৎকে গ্রেফতার করে। মামলার সরকারি আইনজীবী পীযূষ গুহ জানিয়েছেন, সাত বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি বিচারক ওই যুবককে ২০০০ টাকা জরিমানাও করেছেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড।

বিদ্যুৎস্পৃষ্টের মৃত্যু পুড়শুড়ার গ্রামে
বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুড়শুড়ার মসিনান ফুটবল মাঠ-সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ খাঁ (৪৭)। বাড়ি ওই গ্রামেই। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাঠ-সংলগ্ন বিদ্যুতের খুঁটির গায়ে ‘আর্থিং’-এর তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন রবীন্দ্রনাথবাবু। বিকেলে ঝড়-বৃষ্টির পরে বাজারে বেরিয়েছিলেন তিনি। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বিদ্যুৎবাহী তারের সঙ্গে আর্থিং-এর তারের সংযোগের ফলেই এই দুর্ঘটনা। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়। ঘটনাস্থলে আসেন বিদ্যুৎ বণ্টন কোম্পানির আধিকারিকেরা।

জয়লাভ তৃণমূলের
পুড়শুড়া কৃষি সমবায় সমিতির পরিচালন সমিতির ভোটে জয়ী হল তৃণমূল। ৯টি আসনের সব ক’টিতেই জয়ী হয়েছে তারা। ৭টি আসনে লড়ে সব ক’টিতে পরাজিত সিপিএম। পরিচালন সমিতি ছিল তৃণমূলের দখলেই। ৯টির মধ্যে ৭টি আসন দখল করেছিল তারা। পুড়শুড়ার তৃণমূল বিধায়ক পারভেজ রহমানের প্রতিক্রিয়া, “মানুষ আমাদের পাশেই আছেন, বোঝা গেল।” অন্য দিকে, সিপিএমের জোনাল কমিটির সম্পাদক সুখেন্দু অধিকারীর সংক্ষিপ্ত বক্তব্য, “যেখানে প্রার্থী দিতে পেরেছিলাম, দিয়েছিলাম। জয়ী হতে পারিনি।”

রবীন্দ্রজয়ন্তী বাগনানে
হাওড়ার বাগনানের খালোড়ে ‘ধানসিড়ি’ সাহিত্য পত্রিকার উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালিত হল। গত ৮ মে খালোড় আপনজন ভবনে ওই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, ক্যুইজ, শ্রুতিনাটক পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার সম্পাদক অতনু মণ্ডল।

ভাঙল বেআইনি বাড়ি
তথ্য ও ছবি: তাপস ঘোষ।
সোমবার সকালে চুঁচুড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলা স্ট্র্যান্ড রোডে গঙ্গার ধারের একটি বাড়ির বেআইনি অংশ ভেঙে দিল পুরসভা। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। হাজির ছিলেন পুরপ্রধান, ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এবং পুরকর্মীরা। পুরসভা সূত্রের খবর, এর আগে বহু বার মালিক পক্ষকে ওই বাড়ির বেআইনি অংশ ভেঙে ফেলতে নোটিস দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বেআইনি নির্মাণের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। হুগলি-চুঁচুড়া পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়। পুরসভার এই পদক্ষেপের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বাড়ির মালিক পক্ষ।

দেহ উদ্ধার
একটি নির্মীয়মাণ বাড়ির পাশের পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হরিশ্বর রাম (২৫)। তিনি ওই নির্মীয়মাণ বাড়িতে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করছিলেন। রবিবার রাতে সেখানেই মিস্ত্রি-জোগাড়েদের সঙ্গে ঘুমিয়েছিলেন। আদতে বিহারের শিমুলতলার গাড়িতেলবা এলাকার বাসিন্দা ওই যুবক থাকতেন হাওড়ার দাসনগরে। সোমবার সকালে মিস্ত্রি-জোগাড়েরা তাঁকে ছাদে দেখতে না পেয়ে ডোমজুড় থানায় নিখোঁজ ডায়েরি করেন। বেলা ১১টা নাগাদ দেহটি উদ্ধার হয়। জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে।

ধৃত ৭
চোরাই সোনার গয়না কেনার অভিযোগে সোমবার লিলুয়ার উদয়নগর থেকে একটি সোনার দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম দীপঙ্কর দে। তাকে জেরা করে ধরা হয় অন্য ছ’জনকে। ধৃতদের কাছে গয়না ও টাকা পাওয়া গিয়েছে। ইদানীং লিলুয়ায় চুরি বেড়েছে। পুলিশ জানতে পারে, উদয়নগরের কাছে একটি দোকানে চোরাই সোনা বিক্রি করা হয়েছে। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া গয়না উদ্ধার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.