টুকরো খবর
শিখ বিবাহ নথিভুক্তিতে নতুন আইন
১০৩ বছর পরে শিখ বিবাহ আইনে সংশোধনী আনল কেন্দ্র। রাজ্যসভায় পাশ হল নয়া ‘আনন্দ’ বিবাহ আইন প্রণয়নের প্রস্তাব। এত দিন শিখরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করলেও হিন্দু বিবাহ আইনে সেই বিয়ে নথিভুক্ত করাতে হত। এর ফলে বিশেষ করে বিদেশে বসবাসকারী শিখদের নানা সমস্যার মুখোমুখি হতে হত। ওই আইনটির বদল চেয়ে বহু দিন ধরেই সরব হন শিখ সমাজের একাংশ। নতুন বিলে শিখরা আলাদা আইনে বিয়ে নথিভুক্ত করতে পারবেন। এ দিন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উপস্থিতিতে বিলটি সর্বসম্মতিক্রমে রাজ্যসভায় পাশ হয়। এর পর সেটি লোকসভায় পাঠানো হবে। বিলটির পক্ষে বলতে গিয়ে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ কে ডি সিংহ বলেন, “দেরিতে হলেও আইনটি পাশ হয়েছে। বহুদিন ধরেই কেন্দ্রের কাছে শিখ সমাজ এই দাবি জানিয়ে আসছিল।” পাশাপাশি তিনি দাবি করেন, শিখ সমাজের আরও যে দাবি রয়েছে, তা পূরণ করুক কেন্দ্র। তৃণমূল সাংসদের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে শিখদের উন্নতিতে এগিয়ে এসেছেন। নিজের মন্ত্রিসভায় শিখ সমাজের প্রতিনিধিকে জায়গা দিয়েছেন। রেলমন্ত্রী থাকাকালীনও তিনি শিখ তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলেন। কেন্দ্রের সেভাবেই শিখ-সহ সংখ্যালঘু সমাজের অন্য প্রতিনিধিদের দাবি মেটাতে এগিয়ে আসা উচিত।”

কোর্ট লক আপ থেকে উধাও দুই
আদালতের কয়েদখানা থেকে ফেরার হয়ে গেল দুই কয়েদি। তাদের নাম উদয় গিরি ও ধর্মেন্দ্র রায়। ধর্মেন্দ্র যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। আজ সকালে ছাপরার জেলা আদালতে এ ঘটনাটি ঘটেছে। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ পুলিশ অন্য কয়েদিদের থেকে জানতে পারে দু’জন পালিয়ে গিয়েছে। জেল থেকে এ দিন ৪০ জনকে আদালতে নিয়ে আসা হয়েছিল। তাদের রাখা হয় আদালতের লক আপে। পুলিশ পরে গুণে দেখে ৩৮ জন কয়েদি রয়েছে। খোঁজ করে দেখা যায়, কোর্টের কয়েদখানার ভিতরে শৌচালয়ের পিছনের দেওয়াল কেটে তারা পালিয়ে গিয়েছে। সদর থানার ওসি নন্দু শর্মা জানান, আগের দিন রবিবার থাকায় ফেরার দু’জনের সঙ্গীরা বাইরে থেকে এই কাজ করেছে। আদালতের জেলটি নীচ তলায়। পিছনে গাছগাছালিতে ভরা। ছুটির দিন থাকায় কারও চোখে পড়েনি। আজ সকালে তাদের আদালতে নিয়ে আসা হলে ওই দু’জন সেই জায়গা দিয়ে পালিয়ে যায়। উদয় গিরি অস্ত্র আইনে ধৃত এবং ধর্মেন্দ্র রায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এ দিন অন্য একটি মামলায় তাদের আদালতে হাজির করানোর কথা ছিল।

ফিরেছেন দুই ধর্মঘটী, দাবি এয়ার ইন্ডিয়ার
ইন্ডিয়ান পাইলট্স গিল্ড (আইপিজি)-র ২ জন পাইলট আজ মুম্বইয়ে কাজ যোগ দিয়েছেন বলে দাবি করলেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এর আগেও আইপিজি-র বেশ কিছু সদস্য কাজে যোগ দিয়েছেন বলে জানান তাঁরা। যদিও আইপিজি জানিয়েছে, তাদের কোনও পাইলট কাজে যোগ দেননি। বেশ কিছু পাইলট কাজে ‘যোগ’ দিলেও ধর্মঘটীদের প্রতি কড়া মনোভাবই বজায় রেখেছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আজ আরও ৩০ জন পাইলটকে বরখাস্ত করা হয়েছে। জটিলতা কাটাতে দিল্লিতে এয়ার ইন্ডিয়ার বৈধ ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করেন বিমনামন্ত্রী অজিত সিংহ। অজিত বলেন, “বৈঠকে এয়ার ইন্ডিয়ার সমস্ত বিষয় নিয়েই কথা হয়েছে।” আইপিজি-কে ফের ধর্মঘট প্রত্যাহারের আর্জিও জানিয়েছেন বিমানমন্ত্রী।

তোপচাঁচি হামলায় মুক্তি ১২ অভিযুক্তের
আদালতের রায়ে মুক্তির পর। সোমবার ধানবাদ আদালতে চন্দন পালের তোলা ছবি।
এগারো বছর আগে তোপচাঁচিতে পুলিশ পিকেটের উপর মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত ১২ জনকে আজ বেকসুর খালাস দিল ধানবাদ জেলা ও দায়রা আদালত। ২০০১ সালের ৩১ অক্টোবর ওই ঘটনায় মাওবাদীদের হাতে মারা যান ১৪ জন পুলিশকর্মী। গুরুতর ভাবে জখম হন পাঁচ জন। ১৮টি এসএলআর, তিনটি স্টেনগান-সহ প্রচুর আগ্নেয়াস্ত্রও লুঠ করেছিল মাওবাদীরা। পুলিশ ওই ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে গ্রেফতার করে। পরে মোট ১৪১ জনের নামে পুলিশ মামলা দায়ের করেছিল আদালতে। দীর্ঘদিন ধরে মামলা চলে। জেলা ও দায়রা বিচারক আর এন মিশ্র আজ অভিযুক্ত ১২ জনকে বেকসুর খালাস দেন। বিচারক জানান, সাক্ষ্যপ্রমাণের অভাবেই তাদের মুক্তি দিল আদালত।

কিষেনজির ঘনিষ্ঠ সঙ্গী ধৃত রাঁচিতে
মাওবাদী নেতা কিষেণজির অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী রামদাস ওরফে নন্দুকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। তিনি মাওবাদী সংগঠনের বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা-ছত্তীসগঢ় আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন। রাঁচি হয়ে লোহারডাগা যাওয়ার পথে সে গ্রেফতার হয়। বিহারের বাঁকা জেলার বাসিন্দা রামদাস ২০০৮ সাল থেকে কিষেনজি-ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সুচিত্রা মাহাতোরও ঘনিষ্ঠ ছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে রাঁচি রেলস্টেশন এলাকায় নজরদারি শুরু করা হয়। স্টেশন চত্বরে গ্রেফতার করা হয় রামদাসকে। গত বছর ২৪ নভেম্বর বুড়িশোল জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় কিষেনজির। তখন কিষেনজির পাশে ছিলেন সুচিত্রা। যৌথবাহিনীর নজর এড়িয়ে সুচিত্রা পালালেও এ বছর ৯ মার্চ মমতার সামনে আত্মসমর্পণ করেন। কিষেনজি ও সুচিত্রার ঘনিষ্ঠ রামদাসের গ্রেফতার বড় সাফল্য বলেই দাবি ঝাড়খণ্ড পুলিশের।

তোলাবাজদের হাতে খুন প্রধানশিক্ষক
বিহারে মুঙ্গেরে জেলার ভেলুয়াডিহি গ্রামে দুষ্কৃতীদের হাতে খুন হলেন একটি স্কুলের প্রধান শিক্ষক। পুলিশ জানায়, নিহতের নাম অশোক কুমার (৫৮)। হাভেলি খড়গপুর থানার অধীন ওই গ্রামের স্কুলে বাড়ি তৈরির কাজ চলছিল। তোলাবাজরা তার থেকে টাকা দাবি করেছিল ওই শিক্ষকের কাছে। না দিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও টলানো যায়নি ওই শিক্ষককে। এ দিন স্কুলের যাওয়ার পথে ছয় যুবক তাঁর পথ আটকায়। তারপরে লাঠি দিয়ে পেটাতে থাকে। ঘটনার সময় কাউকেই বাধা দিতে দেখা যায়নি। মারের চোটে ওই শিক্ষকের মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। ডিএসপি কে চন্দ বলেন, “আক্রমণকারীরা সকলেই এলাকার লোক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।”

জলে টান দূরের ট্রেনে: কমিটি
দূরপাল্লার ট্রেনে পরিস্রুত পানীয় জলের পর্যাপ্ত বন্দোবস্ত নেই বলে জানাল সংসদীয় কমিটি। আজ সংসদে ওই রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, অধিকাংশ স্টেশনে সাধারণ কলের জল পরিস্রুত না করেই পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় সেই জলটুকুও পাওয়া যায় না। তখন যাত্রীরা স্টেশনের ছোট স্টলগুলো থেকে লেবেলহীন পানীয় জলের বোতল কিনতে বাধ্য হন। কমিটির তদন্ত রিপোর্ট অনুয়ায়ী, স্টলগুলোর অধিকাংশ অবৈধ। ফলে সেখান থেকে কেনা জল পরিস্রুত না হলেও কেউ দায় স্বীকার করার নেই। ফলে জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেক যাত্রী। স্টলগুলো অবৈধ হওয়ায় রেলের ক্ষতি হয়েছে। রেলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-জানিয়েছে, নাঙ্গলোই ও দানাপুরে জল পরিশোধন কেন্দ্র গড়া হয়েছে।

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে তদন্তের নির্দেশ
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ দিল লোকায়ুক্ত বিশেষ আদালত। তাঁর এবং শিল্পমন্ত্রী মুরুগেশ নিরানির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন শিল্পপতি আলম পাশা। অভিযোগ, রাজ্যের শিল্পাঞ্চল উন্নয়ন পর্ষদ তাঁকে শিল্পাঞ্চল গড়ার জন্য ২৬ একর জমি দেয়। কিন্তু ইয়েদুরাপ্পা অনুমোদন বাতিল করে দেন। এই অভিযোগের ভিত্তিতেই আজ লোকায়ুক্ত পুলিশের এসপি-কে তদন্ত করে ২৭ জুনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারক।

ছেলে হল শিল্পা শেট্টির
মা হলেন শিল্পা শেট্টি। মুম্বইয়ের এক হাসপাতালে আজ সকালে ছেলে হয় তাঁর। সুখবর জানিয়ে প্রথম টুইট করেন স্বামী রাজ কুন্দ্রা। জানান, সুস্থ আছে মা-ছেলে দু’জনেই। রাজের এই টুইটের পরেই শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। তিন বছর আগে লন্ডনের ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। প্রথম বার সন্তান-সম্ভাবনার কথা গত ডিসেম্বরেই জানিয়েছিলেন তিনি।

আরডিএক্স উদ্ধার গোয়ালপাড়ায়
আলফার লুকিয়ে রাখা বিস্ফোরক উদ্ধার হল গোয়ালপাড়া থেকে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে, গুয়াহাটি পুলিশ ও গোয়ালপাড়া পুলিশ কাল রাতে রংজুলির লান্ডাকুন্ডা গ্রামে হানা দেয়। সেখানে, বেকিংসন মরাক ও জ্যোতিচন্দ্র বড়ো নামে পরেশপন্থী আলফার দুই লিংকম্যানকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে, প্রায় সাড়ে তিন কিলোগ্রাম ওজনের আরডিএক্স, সাতটি ডিটোনটর ও একটি রিমোট কন্ট্রোল যন্ত্র উদ্ধার করে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.