আনন্দ পাবলিশার্স-এর নতুন বিপণি চালু হল বেহালার ম্যান্টন সুপার মার্কেটে। রবিবার সন্ধ্যায় বিপণিটির উদ্বোধন করেন সুচিত্রা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তিলোত্তমা মজুমদারও। কলকাতায় এটি সংস্থার পঞ্চম বিপণি। এ ছাড়া, রাজ্যের বিভিন্ন অঞ্চলে আরও ১৩টি বিপণি আছে। সংস্থার তরফে সুবীর মিত্র বলেন, “বাংলা বইয়ের বিক্রি আর কলেজ স্ট্রিট পাড়ায় সীমাবদ্ধ না-রেখে পাঠকদের হাতের কাছে বই পৌঁছে দিতেই শহরের বিভিন্ন অঞ্চলে ‘আনন্দ’ বিপণি খোলা হচ্ছে। আশা করি এই উদ্যোগের মাধ্যমে বহু পাঠকের কাছে নতুন বই অনেক সহজে পৌঁছে যাবে।”
|
কয়লা পরিবহণ বাড়াল পূর্ব রেল |
পণ্য পরিবহণ করে পূর্ব রেলের আয় এপ্রিল মাসে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে শুধু কয়লা পরিবহণই হয়েছে ৩৫.৯ লক্ষ টন। ১০ বছর আগে রেল বিভাজনের পরে এমন বৃদ্ধি হয়নি বলে দাবি পূর্ব রেলের কর্তাদের। কারণ সে সময়ে ধানবাদ ডিভিশন পূর্ব রেলের হাত থেকে বাদ যায়। পূর্ব রেল সূত্রের খবর, এই সময় পণ্য পরিবহণ হয়েছে ৫২.২৫ লক্ষ টন। যা রেল বোর্ডের দেওয়া লক্ষ্যমাত্রার থেকে ৪.৪০% বেশি। এই খাতে আয় ২৮৯.৪৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩৯৭.১৩ কোটি। পণ্যের পাশাপাশি যাত্রী পরিবহণে আয় প্রায় ৮.৯৩% বেড়ে হয়েছে প্রায় ১৩৩ কোটি টাকা। সব মিলিয়ে এপ্রিলে পূর্ব রেল আয় করেছে ৫৪৮.১৯ কোটি। গত বছর তা ছিল ৪২৭.৪২ কোটি।
|