টুকরো খবর
স্থায়ী চাকরির দাবিতে অনশন
শহরের ব্যস্ততম রাস্তার ধারে মঞ্চ বেঁধে বারো দিন ধরে স্থায়ী চাকরির দাবিতে অনশন করছেন ব্রিজ কোর্স অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ শাখার ৩২ জন সদস্য। শনিবার শিলিগুড়ি সাংবাদিক বৈঠক করে আমরণ অনশন করার কথা ঘোষণা করেছেন সংগঠনের সভাপতি নির্মল সরকার। তিনি জানান, শিলিগুড়ি থানার হাসমিচকে তাঁরা ১ মে থেকে অনশনে বসেছেন। তিনি বলেন, “শিলিগুড়ির মহকুমাশাসক এবং পুলিশকে লিখিত ভাবে জানিয়ে আমরা অনশনে বসেছি। দাবি না আদায় পর্যন্ত অনশন চালানো হবে।” শিলিগুড়ির মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব বলেন, “অনশনের ব্যপারে জানানো হয়েছিল। কিন্তু কোনও অনুমতি না নিয়েই মঞ্চ বাধা হয়েছে। তাঁদের অনশন তুলে নিতে আবেদন করা হয়েছে। বিষয়টি দেখছি।” ব্রিজ কোর্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব জানান, ২০০৪-০৫ শিক্ষাবর্ষে সর্বশিক্ষা মিশনের মাধ্যমে ছয় মাসের চুক্তিতে তাদের নিযুক্ত করা হয়। মূলত ছোট ছেলেমেয়েদের কিছুটা শিক্ষা দিয়ে স্কুলে যাওয়ার পরিস্থিতি তৈরি করা তাঁদের কাজ। ২০১১ জুন মাস পর্যন্ত ওই কোর্স চললেও পরবর্তীতে আর তাঁদের সঙ্গে চুক্তি করা হয়নি। নির্মলবাবু বলেন, “নতুন করে চুক্তির আশ্বাস দিয়ে আমাদের কাজ করানো হয়েছে। প্রত্যেক মাসে টাকা দেওয়া হয়েছে। ২০১১ সালের মে মাসে ওই কোর্স বন্ধ করে দেওয়া হয়।” তাঁর দাবি, ওই কোর্সে পশ্চিমবঙ্গে ৪৭ হাজার এবং উত্তরবঙ্গে ১২ হাজার ব্যক্তি যুক্তছিলেন। প্রত্যেকেই দিশাহীন হয়ে পড়েছেন। এদিন অনশনরত ২ সদস্য চঞ্চল বর্মন এবং কমল বাসফোর অসুস্থ হয়ে পড়লে তাঁদের শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অপচয় রুখতে সৌরলণ্ঠন
ছবি: নারায়ণ দে।

জ্বালানি কাঠের ব্যবহার এবং বিদ্যুতের অপচয় কমাতে বনবস্তির বাসিন্দাদের সৌরশক্তি চালিত কুকার এবং সৌরলণ্ঠন দেওয়া হয়েছে। শনিবার জলদাপাড়া জঙ্গলের শালকুমার বিটের রাভা বস্তির বাসিন্দাদের হাতে ওই সৌরশক্তি চালিত সরঞ্জাম তুলে দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়। পশ্চিমবঙ্গ অপ্রচলিত বিদ্যুৎ প্রসার সংস্থা, এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এবং বিধায়ক তহবিলের টাকায় ওই সৌর লণ্ঠন ও কুকার বিলি হয়েছে। বিধায়ক বলেন, “বিদ্যুতের অপচয় কমাতে ৬৬টি সৌর লণ্ঠন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ অপ্রচলিত বিদ্যুৎ প্রসার সংস্থা ৩০ শতাংশ ছাড় দেওয়ায় লণ্ঠনগুলির দাম পড়েছে ২ হাজার ১৫০ টাকা। সোলার কুকার দেওয়া হয়েছে ৫টি। ওই কুকারের দাম পড়েছে ৪ হাজার ৭৫০ টাকা। জ্বালানি খরচ নেই। ফলে জঙ্গল থেকে কাঠ কেটে জ্বালানি সংগ্রহের প্রয়োজন কমবে।”

আন্দোলনে ট্রাক মালিকেরা
রাস্তা মেরামতের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধের হুমকি দিল জলপাইগুড়ি ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার গজলডোবা তিস্তা ব্যারাজ এলাকায় ওই অবরোধ আন্দোলন শুরু হবে। শুক্রবার রাতে মালবাজারের অগ্রসেন ভবনে সাংবাদিক বৈঠক করে ওই আন্দোলনের কথা জানান সংস্থার কর্তারা। তাঁদের অভিযোগ, সড়কের সমস্যার কথা পরিবহণ মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং জলপাইগুড়ি জেলাশাসককে জানিয়ে লাভ হয়নি। তার পরেও বেআইনিভাবে দুর্বল সেবক সেতু দিতে ট্রাক চালানোর চেষ্টা চলছে। তাই তাঁরা আন্দোলনের ডাক দিতে বাধ্য হয়েছেন। ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ নন্দী বলেন, “অতিরিক্ত পণ্য নিয়ে ট্রাক চলাচলের ফলে সেতুগুলি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেমন শিলিগুড়ি যাতায়াতের বিকল্প রাস্তাগুলিও বেহাল হয়ে পড়ছে। সমস্যার কথা মন্ত্রী থেকে প্রশাসনের কর্তা প্রত্যেককে জানানো হলেও লাভ হয়নি।” আর্থিক সাহায্য। অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে দক্ষিণ দিনাজপুর শ্রম দফতর ২৭৩ জনকে ৭ লক্ষ ৭৭ হাজার ৭৮৭ টাকা দিয়েছে। শনিবার রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে মৃত পরিবহণ কর্মীদের পরিবার এবং নির্মাণ কর্মীদের ওই টাকা দেওয়া হয়। উপস্থিত ছিলেন শ্রম দফতরের আঞ্চলিক কমিশনার মহম্মদ রেজামূল, জেলার সহ শ্রম কমিশনার তপন ভট্টাচার্য।

পাচার রুখতে প্রচারে জোর
সীমান্ত এলাকায় নারী পাচার রুখতে প্রচার অভিযান বাড়ানোর উপর জোর দিল রাজ্য মহিলা কমিশন। শনিবার কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়-সহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল কোচবিহারে আসেন। জেলাশাসকের দফতরে প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সুনন্দাদেবী বলেন, “কোচবিহারের সীমান্ত এলাকায় নারী পাচারের সমস্যা আছে। সমস্যা মেটাতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির তৎপরতা বাড়াতে হবে। আরও সচেতনতা বাড়ানো প্রয়োজন।” প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জেলায় ‘ডোমেস্টিক ভায়োল্যান্স অ্যাক্ট’ ঠিকঠাক কার্যকর হচ্ছে না বলে কমিশনের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়। ২০০৫ সালে আইনটি লাগু হওয়ার পর থেকে জেলায় ওই আইনে মাত্র ১০টি মামলা রুজু হয়েছে। তারমধ্যে ৭টির নিস্পত্তি হয়েছে। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “ডোমেস্টিক ভায়োল্যান্স অ্যাক্টের ব্যাপারে নজর দেওয়ার জন্য কমিশন বলেছে। মহকুমাস্তরে প্রচার চালাব।”

শনিবার সন্ধ্যায় বৈশাখী মেলায় ভিড়। জলপাইগুড়িতে সন্দীপ পালের তোলা ছবি।

বাজে মৃত্যু, সাহায্য
উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের সিনান দিঘি ও কছড়া এলাকায় বাজ পড়ে মৃতদের পরিবারের সদস্যদের ত্রাণ ও আর্থিক সাহায্য দিল ব্লক প্রশাসন। শনিবার ব্লক প্রশাসনের তরফে মৃতদের পরিবারের সদস্যদের ২ হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি, স্থানীয় দোমহনা পঞ্চায়েতের তরফে মৃতদের পরিবার পিছু ৫ হাজার ও তৃণমূল কংগ্রেসের তরফে ২ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। টাকা পেতে কয়েক মাস দেরি হবে। তাই ব্লক প্রশাসন মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।

বেতন বৃদ্ধির নির্দেশ
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অশিক্ষক কর্মীদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের সমতুল্য বেতন ও আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিল রাজ্য শিক্ষা দফতর। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটা জানান ইউনিভার্সিটি কলেজ কর্মচারী সমিতির সম্পাদক সুব্রত চক্রবর্তী। গত বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দফতরের যুগ্ম সচিব মধুমিতা রায়ের জারি করা ওই নির্দেশের প্রতিলিপি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহের কাছে এসেছে। ১৯৯০ সালে কলকাতা হাইকোর্ট তৎকালীন রাজ্য সরকারকে কলেজের অশিক্ষক কর্মীদের বিশ্ববিদ্যালয়ের কর্মীদের সমতুল্য হারে বেতন ও আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

গণধর্ষণের ঘটনায় ধৃত ২
গণধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ওই ঘটনায় এ পর্যন্ত চারজন গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে কালিয়াচকের জালালপুর থেকে মোয়াজ্জেম মোমিন এবং জাহিদুর মোমিনকে গ্রেফতার করা হয়। ওই দু’জনের বাইকে গত মঙ্গলবার ওই মহিলা নারায়ণপুরের কাছে একটি ধাবায় গিয়েছিলেন বলে পুলিশের দাবি। তার পরে তাঁকে ৮ জন ধর্ষণ করে বলে অভিযোগ। ওই ঘটনায় অভিযুক্ত বাকি ৪ জনের খোঁজে তল্লাশি চলছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “বাকি ৪ জনকে চিহ্নিত করা গিয়েছে। শীঘ্রই তাদের ধরা যাবে বলে আশা করছি।” পুলিশ সূত্রের দাবি, ওই মহিলা জাতীয় সড়কের শপিংমলের সামনে থেকে বাইকে ওঠার ১৫ মিনিট আগে মোয়াজ্জেমের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন।

অবৈধ নির্মাণের অভিযোগে শনিবার ইস্কন মন্দির রোডে নির্মীয়মাণ একটি ভাঙল শিলিগুড়ি পুরসভা।
অবৈধ ভাবে প্রায় ৫ হাজার বর্গ ফুটের গুদামটি তৈরি হচ্ছে অভিযোগ পেয়ে ২৩ এপ্রিল নোটিস পাঠানো
হয়েছিল বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। ছবি: বিশ্বরূপ বসাক।

গুলিতে মৃত্যু জওয়ানের
কর্তব্যরত অবস্থায় স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছিটকে এসে বুকে লেগেছিল তাঁর। হাসরাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান বিএসএফ জওয়ান দীপজ্যোতি দাস (২২)। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ জলপাইগুড়ির রাজগঞ্জ থানার ঘোষপাড়া সীমান্ত চৌকির ঘটনা। পুলিশ জানিয়েছে, অসমের বাসিন্দা ওই জওয়ানের প্যান্টের পকেট থেকে একটি ‘সুইসাইড নোট’ মিলেছে। চিঠিটি তিনি তাঁর মায়ের উদ্দেশ্যে লিখে গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই ওই জওয়ান আত্মহত্যা করেছেন।

প্রশিক্ষণ শিবির
বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষক সংসদের উদ্যোগে তিন দিনের প্রশিক্ষন শিবির শুরু হয়েছে জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের ছয় জেলার বৃত্তিমূলক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিবিরে।

উল্টে গেল ট্যাঙ্কার
শনিবার জলপাইগুড়ি শহর লাগোয়া জাতীয় সড়কে একটি পেট্রোল বোঝাই ট্যাঙ্কার উল্টে যায়। এই ঘটনায় কেউ জখম হয়নি বলে পুলিশ জানায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.