কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের একটি ডিসপেনসারি থেকে এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল। শনিবার ঘটনাটি ঘটেছে কালিঘাটে ৮৩ নম্বর ওয়ার্ডে। পুরসভা সূত্রের খবর, কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই কেন্দ্রের মেডিক্যাল অফিসারকে পুরসভায় ডেকে পাঠানো হয়েছে। পুর স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গৌতম দত্ত নামে এক ব্যক্তি চিকিৎসার জন্য ওই ডিসপেনসারিতে গিয়েছিলেন। তিনি যক্ষা ও হাঁপানিতে আক্রান্ত। কর্তব্যরত মেডিক্যাল অফিসার চন্দ্রনাথ জানা তাঁর চিকিৎসা করে ওষুধ লিখে দেন। ওষুধগুলো নিয়ে বাড়ি যান গৌতমবাবু। পরে তাঁর নজরে আসে ওই ওষুধের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে। ফের তিনি ডিসপেনসারিতে যান। তখনই ধরা পড়ে, সেখানে রাখা ওই নির্দিষ্ট ওষুধের (হাঁপানির জন্য) সবগুলির মেয়াদ গত এপ্রিলেই শেষ হয়েছে। পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, “এটা চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা। ওই কেন্দ্রের মেডিক্যাল অফিসারকে ওষুধের রেজিস্টার নিয়ে আসতে বলা হয়েছে। গাফিলতি প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে।” তিনি জানান, পুরো বিষয়টি দেখার জন্য পুরসভার স্বাস্থ্য আধিকারিক তপন মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওই ওষুধটি অন্য কোনও ডিসপেনসারিতে থাকলে তা তুলে নিতে বলা হয়েছে।
|
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কস্তুরবা গাঁধী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আচমকা আগুন লাগল শনিবার সকালে। পরে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার দমকলের একটি ইঞ্জিন ও আসানসোল থেকে রাজ্য দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে। খবর পেয়ে ছুটে আসেন হাসপাতালের অন্যান্য কর্মী ও রোগীদের আত্মীয় পরিজনেরা। ওয়ার্ডে ভর্তি থাকা ৭ জন রোগীকে তড়িঘড়ি বের করে আনা হয়। রেল ও দমকল কর্তৃপক্ষ জানান, ওয়ার্ডের স্টোর রুমে শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। |