সরকার নির্ধারিত মজুরির দাবিতে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কয়েক হাজার অস্থায়ী শ্রমিক শনিবার থেকে অবস্থান-বিক্ষোভ শুরু করলেন। তাঁরা মূলত প্লাস্টিক কারখানায় কাজ করেন। তাঁদের অভিযোগ, মজুরি যেমন কম দেওয়া হচ্ছে, তেমনই অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এই আন্দোলনের জেরে এ দিন ওই কারখানাগুলিতে উৎপাদন বন্ধ ছিল।
ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্লাস্টিকের দানা তৈরি হয় ৬-৭টি কারখানায়। শ্রমিকদের দাবি, মাস ছয়েক আগে মজুরি সংক্রান্ত বিষয়ে মালিকপক্ষের সঙ্গে তাঁদের আলোচনায় সিদ্ধান্ত হয়, ঠিকাদারের অধীনে যে শ্রমিকেরা কাজ করেন, সরকারি বিধি অনুযায়ীই মজুরি দেওয়া হবে তাঁদের। কিন্তু অভিযোগ, তাঁরা এখনও সেই মজুরি পাচ্ছেন না। শ্রমিক হাসান মোল্লা বলেন, “নিয়ম অনুযায়ী দৈনিক ১৯৪ টাকা মজুরি পাওয়ার কথা আমাদের। কিন্তু দেওয়া হচ্ছে ১৪৫ টাকা। তার প্রতিবাদে লাগাতার অবস্থান-আন্দোলন শুরু করেছি আমরা।”
একটি কারখানার ম্যানেজার সুশীলকুমার বর্মার দাবি, “স্থায়ী শ্রমিকদের মজুরি দৈনিক ১৯৪ টাকা। আর ঠিকা শ্রমিকদের ১৪৫ টাকা মজুরি দেওয়া হবে, তা আলোচনা মারফত ঠিক করা হয়েছিল। কিন্তু তা না মেনে হঠাৎ কাজ বন্ধ করে অবস্থান শুরু করেছেন ঠিকা শ্রমিকেরা।” ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অতিরিক্ত উন্নয়ন আধিকারিক মতিলাল দত্ত বলেন, “সরকারি নিয়মমাফিক মজুরি না পেলে তা আমাদের জানাতে পারতেন শ্রমিকেরা। আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা হবে।” |