টুকরো খবর
প্রয়াগ-মোহনবাগান ম্যাচ নিয়ে ফুটছে শিলিগুড়ি
নিজস্ব চিত্র।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সোমবার কলকাতা ফুটবল লিগের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও প্রয়াগ ইউনাইটেড। একই দিন কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের সামনে মহমেডান স্পোর্টিং। এই মুহূর্তে ইস্টবেঙ্গল এক পয়েন্টে এগিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে। মোহনবাগান ঠিক তার পরেই। সোমবারের ফলাফলের দিকে তাকিয়ে তাই দু’দলই। রবিবার প্রয়াগ এবং মোহনবাগান দু’দলই দুপুরের মধ্যে শিলিগুড়ি পৌঁছচ্ছে। বিকেলে দু’দলেরই অনুশীলনে নামার কথা। সকালে দার্জিলিং মেলে শিলিগুড়িতে নেমে ইয়াকুবু, দীপক মণ্ডলরা বেলা ৩টেয় কাঞ্চনজঙ্ঘায় অনুশীলন করবেন। মোহনবাগানের অনুশীলন সন্ধ্যায়। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে দু’দিন ধরে শিলিগুড়িতে রয়েছেন আইএফএ যুগ্ম সহ-সচিব স্বপন দত্ত। সব দেখে তিনি খুশি। তিনি জানান, শিলিগুড়ির এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ইস্টবেঙ্গলের সংগ্রহ ২১ পয়েন্ট। মোহনবাগান ২০। ১৮ এবং ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে মহমেডান এবং প্রয়াগ ইউনাইটেড। লিগে এই পর্যন্ত ২০টি গোল করেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান করেছে ১৯টি গোল। মহমেডান গোল দিয়েছে ১১টি। মাঠে দর্শক টানতে উদ্যোগী হয়েছেন আয়োজক শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। শহরে জোরকদমে চলছে প্রচার। এ দিন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে ‘ফুটবলের জন্য হাঁটা’য় যোগ দেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত, ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ, মহকুমা ক্রীড়া পরিষদের সচিব-সহ খেলোয়াড়, কর্মকর্তাদের অনেকেই। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ১০ টাকা। এ ছাড়া ১০০, ৫০ এবং ৩০ টাকার টিকিট থাকছে সাধারণ দর্শকের জন্য। ক্রীড়া পরিষদের অফিস এবং স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। স্কুলগুলি থেকেও টিকিটের জন্য ভাল সাড়া মিলেছে বলে জানান কর্মকর্তারা।

নেপালে হারল মোহনবাগান
কাঠমান্ডুতে নেপাল পুলিশের বিরুদ্ধে সুব্রত ভট্টাচার্যর দল হেরে গেল দু’গোলে। দুটি গোলই হল, খেলার শেষ দিকে। শিলিগুড়িতে কলকাতা লিগের মোহনবাগানের শেষ ম্যাচ দু’দিন বাদে প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে। সুনীল ছেত্রী, সংগ্রাম মুখোপাধ্যায়দের কাছে তাই নেপালের ম্যাচটি ছিল প্রস্তুতি ম্যাচ। প্রদর্শনী ম্যাচ হলেও শনিবারের ম্যাচটি দেখতে প্রচুর দর্শক ভিড় করেছিলেন মাঠে। তবে সুনীল ছেত্রীর জন্যই কিছু দর্শক সমর্থন করছিলেন মোহনবাগানকে। নেপালে ফোনে যোগাযোগ করা হলে ম্যানেজার উত্তম সাহা দাবি করলেন, “ভাল খেলেও আমরা হেরে গেলাম। প্রথমার্ধে অসীম বিশ্বাস ও সুনীল ছেত্রীর শট পোস্টে লেগে ফেরায় ম্যাচটি জিততে পারলাম না আমরা।” নেপাল পুলিশের হয়ে গোল দুটি করেন এস সন্তোষ এবং ভরত। জানা গেল ভাল খেললেও প্রথম গোল মোহনবাগান হজম করে ধনরাজনের ভুলের জন্য। এই ম্যাচটি খেলেই মোহনবাগান চলে আসছে শিলিগুড়িতে। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন ওডাফা ওকোলি।

০-৮ ব্যর্থতা নিয়ে প্রশ্ন কুম্বলের
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে টানা ০-৮ টেস্ট সিরিজ হারের ব্যাখ্যা কী, তা জানতে চাওয়া হবে ভারতের কোচ ডানকান ফ্লেচারের কাছে। শনিবার বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমন আশ্বাসই দেওয়া হল অনিল কুম্বলেকে। কার্যকরী সমিতির বৈঠকে কুম্বলে জানতে চান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ধোনির দলের টানা আট টেস্ট হারের পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এ নিয়ে আদৌ কোচ ফ্লেচারের সঙ্গে কোনও আলোচনা হয়েছে কি না। বোর্ডের এক কর্তার কথায়, “কুম্বলেকে তখন বলা হয়েছে, ফ্লেচার ছুটি কাটিয়ে দেশ থেকে ফিরলেই এই হারের বিস্তারিত রিপোর্ট চাওয়া হবে। জানতে চাওয়া হবে এ রকম হার এড়াতে কী ব্যবস্থা নেওয়া যায়।” বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ২০০৩-০৪-এর আগে অবসর নেওয়া ১৬০ জন ক্রিকেটারকে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে। যার মধ্যে রয়েছেন সেই সব ক্রিকেটারও যাঁরা শুধু ঘরোয়া ক্রিকেট খেলেছেন।

বর্ষসেরা নবি, মর্গ্যান
ক্লাব ট্রফিহীন হলে কী হবে মোহনবাগানের জন্য সম্মান বয়ে আনলেন বঙ্গসন্তান রহিম নবি। ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (এফপিএআই) বিচারে বর্ষসেরা ভারতীয় ফুটবলার নির্বাচিত হলেন নবি। কাঠমাণ্ডুতে থাকায় তাঁর হয়ে পুরস্কার নিলেন জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ ভাইচুং ভুটিয়া। আই লিগ না এলেও সেরা কোচের পুরস্কার এল কলকাতাতেই। লাল-হলুদের ট্রেভর মর্গ্যানের হাত ধরে। তিনিও অনুষ্ঠানে না থাকায় পুরস্কার নেন অ্যালভিটো ডি’কুনহা। তবে সেরা বিদেশির লড়াইয়ে সবুজ-মেরুনের ওডাফা ওকোলিকে টেক্কা দিলেন ডেম্পোর র্যান্টি মার্টিন্স। সেরা উঠতি ফুটবলার এয়ার ইন্ডিয়ার মননদীপ সিংহ। সেরা দল ডেম্পো। এ বারের সেরা একাদশে বাংলা থেকে আছেন পাঁচ জনওডাফা, নবি, পেন ওরজি, উগা ওপারা ও দীপক মণ্ডল।

বাংলার নেতা তারিফ
সন্তোষ ট্রফিতে বাংলার অধিনায়ক হলেন তারিফ আমেদ। শনিবার পৈলানে শিবির শেষে বাংলার কুড়ি জনের দল ঘোষিত হল। ফেডারেশনের নিয়মে আই লিগের ফুটবলাররা খেলতে পারছেন না। গতবারের চ্যাম্পিয়ন দলের পাঁচ জন রয়েছেন এ বারের টিমে। এঁরা হলেন জামির আলি মণ্ডল, সন্তোষ ওরাও, গুরপ্রীত সিংহ, সুরাবুদ্দিন এবং মোহন সরকার। মহামেডান স্পোর্টিংয়ের চার জন রয়েছেন। সুরাবুদ্দিন ছাড়াও তপন মাইতি, মোক্তার আহমেদ এবং অর্ণব দাসশর্মা। বাংলার সামনে এ বার সন্তোষ ট্রফিতে হ্যাটট্রিকের সুযোগ। সে জন্যই গত দু’বারের সফল কোচ সাব্বির আলির উপরই ফের দলের দায়িত্ব দিয়েছে আইএফএ। দল ঘোষণার পর কোচ সাব্বির বললেন, “গত দু’বার কেউ ভাবেনি আমরা চ্যাম্পিয়ন হব। কিন্তু ছেলেরা লড়াই করে ট্রফি এনেছে। এ বার যা টিম হয়েছে তাতে আমি আশাবাদী। আশা করছি ভাল ফল হবে।” বাংলা অবশ্য শক্ত গ্রুপে। কটকে বাংলাকে খেলতে হবে মহারাষ্ট্র, কেরল এবং পঞ্জাবের সঙ্গে। তিনটি ম্যাচ পড়েছে ১৮, ২০ এবং ২১ মে।

সচিনদের ভারতরত্ন দেওয়া নিয়ে কটাক্ষ
সারা দেশ থেকে যখন সচিন তেন্ডুলকরকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠছে, তখন অন্য কথা বলছেন ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। যিনি আবার কালিদাস-গালিব ফাউন্ডেশনের প্রধান কর্তা। কাটজুর কথায়, “সচিন বা সৌরভের মতো ক্রিকেটারদের ভারতরত্ন দেওয়া উচিত নয়। কোনও ক্রিকেটার বা ফিল্মের তারকাদের এই পুরস্কার দেওয়া হলে সেটা আমাদের সংস্কৃতির অবমূল্যায়ন হবে।” তিনি চান, এই পুরস্কার মরণোত্তর দেওয়া উচিত কবি নজরুল ইসলামকে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের হয়ে লড়াই করার জন্য।

লন্ডন অলিম্পিকে নেই পৌলমী
অলিম্পিকের ছাড়পত্র পেলেন না পৌলমী ঘটক। শুক্রবার মাঝরাতে দোহায় অলিম্পিকের যোগ্যতা অর্জনের টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে তাইপেই-এর চিয়া হুইয়ের কাছে পৌলমী ২-৪ গেমে হেরে যান। ফলে লন্ডনে যাওয়ার যোগ্যতা পেলেন না বাংলার মেয়ে টেবল টেনিস তারকা। অলিম্পিকের যোগ্যতা পেলেন না শরথ কমল এবং জাতীয় চ্যাম্পিয়ন অ্যান্থনি অমলরাজ-ও। দোহার ওই টুর্নামেন্টেই দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন শরথ এবং অমলরাজ।

স্পেনে পোল হ্যামিল্টনের
চলতি ফর্মুলা ওয়ান মরসুমে ইউরোপের প্রথম রেসে শেষ মুহূর্তে পোল ছিনিয়ে নিলেন ম্যাকলারেন তারকা লুইস হ্যামিল্টন। স্প্যানিশ গ্রাঁ প্রি-র যোগ্যতা পর্বে আজ কাতালুনিয়া সার্কিটে উইলিয়ামসের পাস্তর মালদোনাদোর ১ মিনিট ২২.২৮৫ সেকেন্ডের ল্যাপ টাইম শেষ মুহূর্তে পেরিয়ে গিয়ে ১ মিনিট ২১.৭০৭ সেকেন্ড সময় করেন হ্যামিল্টন। যোগ্যতা পর্বে তৃতীয় স্থান পেলেন কাতালুন সার্কিটের ঘরের ছেলে, ফেরারির স্প্যানিশ তারকা ফের্নান্দো আলোনসো।

সাঁতারে রেকর্ড নয়ন, চন্দ্রিমাদের
জেলার রেকর্ড চারটি। কলকাতার জুনিয়র, সাবজুনিয়র সাঁতারের তৃতীয় দিন শনিবার রেকর্ড করেছে নয়ন পাল (২০০ মিটার ব্যক্তিগত মেডলি), চন্দ্রিমা নন্দী (২০০ মিটার ব্যক্তিগত মেডলি), রণজিৎ দত্ত (১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক) ও আর্সি পোদ্দার (১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক)। কলেজ স্কোয়ারে মিটের আয়োজক ক্যালকাটা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন।

অন্য খেলায়
আজ রবিবার টাউন ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে ময়দানের কয়েক জন মালি এবং ক্লাবের কিছু সদস্যদের।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.