ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের শৈত্যপ্রবাহ কাটার জোরালো ইঙ্গিত উঠে এল শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মসমিতির বৈঠকে। অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে পাকিস্তানের একটি দলকে অংশগ্রহণের ছাড়পত্র দিয়েছে বোর্ড। সব ঠিকঠাক চললে,
শোয়েব মালিকের নেতৃত্বাধীন শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে ভারতে খেলতে দেখা যাবে।
২৬/১১ হামলার পর থেকে ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। টি-টোয়েন্টিতেও খেলছেন না পাক ক্রিকেটাররা। গত বছর ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে শেষ বার ভারতে এসেছিল পাকিস্তান। এর মধ্যে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা উন্নতি হলেও চলতি আইপিএলে প্রবেশাধিকার মেলেনি পাক ক্রিকেটারদের। শেষমেশ বরফ গলতে চলেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ গর্ভনিং কাউন্সিলের অনুমোদন পাওয়া এখনও বাকি। কেন্দ্র কী বলে, সেটাও দেখার। তবে কেন্দ্রের এক সূত্রের মতে, অনুমোদন মেলার ইঙ্গিত না পেলে বোর্ড সম্ভবত এতটা এগোতো না।
মনে করা হচ্ছে, এ বার ভারত-পাক টেস্ট ক্রিকেটও চালু হতে পারে। পাক বোর্ডের সিওও সুভান আহমেদ বলেছেন, “ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আমাদের কোনও অসুবিধা নেই।” শোয়েব মালিকও রীতিমতো উচ্ছ্বসিত, “শুনে স্বস্তি পাচ্ছি যে, আমরাও সেরা টি-টোয়েন্টি টিমগুলোর সঙ্গে লড়ার সুযোগ পাব।”
|