টুকরো খবর |
বিমানের ছবি তুলতে গিয়ে রানওয়েতে মৃত্যু
সংবাদসংস্থা • মেরঠ |
বিপত্তি
|
রানওয়েতে পড়ে রয়েছে যোগেশ গর্গের দেহ। ছবি: পি টি আই |
নিজের বিমানের ছবি তুলতে গিয়ে সেটির ধাক্কাতেই প্রাণ হারালেন দিল্লির ব্যবসায়ী যোগেশ গর্গ। আজ সকাল ১০টা নাগাদ মেরঠের পরতাপুর বিমানঘাঁটিতে এই ঘটনাটি ঘটে। উড়ানের পরে বিমানঘাঁটিতে নামছিল দুই যাত্রিবাহী বিমানটি। সেটির ছবি তুলবেন বলে রানওয়েতে নেমে যান যোগেশ। হঠাৎ বিমানের ডানার ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
পরতাপুর বিমানঘাঁটির দায়িত্বে রয়েছে একটি ফ্লাইং ক্লাব। ক্লাবের নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র অনিল থাপা জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটিও। তবে বেঁচে গিয়েছেন সেটির পাইলট অনিল গুপ্ত এবং কো-পাইলট পূরবী।
যে ব্যক্তি যোগেশকে রানওয়েতে দাঁড়িয়ে ছবি তোলার অনুমতি দিয়েছিলেন, তাঁকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। জেলা প্রশাসনের দাবি, ফ্লাইং ক্লাবটির কাছে ওই বিমানঘাঁটি ব্যবহার করার কোনও অনুমতিই নেই। যদিও সেই অভিযোগ মানতে নারাজ ক্লাবটি। |
প্রদর্শনীতে স্থপতি রবীন্দ্রনাথ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
“লেখবার টেবিলের উপর একটা কাঠের ফ্রেম যেটাতে দোলানো ছোট ছোট শেলফে কালীকলম বইখাতা রেখে টেবিলটাকে মুক্তি দেবার ব্যবস্থা।” এই ‘নতুন’ রবীন্দ্রনাথকে খুঁজে পেল রাজধানীর খুদে পড়ুয়ারা। যিনি শুধু কবি, দার্শনিক, প্রাবন্ধিক, গল্পকার নন। কারিগর এবং স্থপতিও বটে। উপরোক্ত ‘ডিজাইন’-এর ধারণা তিনি একটি চিঠির মাধ্যমে দিয়েছিলেন শান্তিনিকেতনে ‘উদয়ন’ নির্মাণের প্রধান স্থপতি সুরেন্দ্রনাথ করকে। সেই চিঠিতে তাঁর স্থাপত্যজ্ঞানের অসংখ্য নজির। এমন দুর্মূল্য নানা চিঠি, লেখা, ছবির সঙ্কলন করে চার দিন ধরে প্রদর্শনী হল বিনয়নগর সিনিয়ার সেকেন্ডারি স্কুল। উপলক্ষ, রাজধানীর এই প্রাচীন বাংলা মাধ্যম স্কুলটির সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপনের সঙ্গেই সার্ধশতবর্ষে রবীন্দ্র-স্মরণ। স্কুলের অন্যতম কর্মকর্তা তপন রায়ের কথায় “একটু অন্য ভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করার চেষ্টা।” ‘টেগোরস কনসেপ্ট ইন আর্কিটেকচার’ নামের এই প্রদর্শনীতে ছিল উদয়ন, উদীতি গড়ে ওঠার নানান নকশা, দুর্লভ ফোটোগ্রাফ, রবীন্দ্রনাথের বিভিন্ন নির্দেশ, তাঁর আঁকা ডিজাইন ও ছবি। শ্রীনিকেতনে গাছ-বাড়ি বানানোর সময় জাপানি স্থাপত্যবিদ কাসাহারকে দেওয়া পরামর্শ। স্কুলের সেক্রেটারি উৎপল ঘোষ জানালেন, “স্কুলের অনুষ্ঠান। কিন্তু দু’বেলা ভিড় জমিয়েছেন রাজধানীর বহু বাঙালি এবং অবাঙালিরা।” অনুষ্ঠানে স্কুলের সঙ্গে হাত মিলিয়েছিল কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রসারভারতীর সিইও জহর সরকার। |
প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার উত্তর-পূবের্
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উত্তর-পূর্বাঞ্চলে দু’টি স্থান থেকে মিলল প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। অসমের ঢেকিয়াজুলি এবং নাগাল্যান্ডের কোহিমায় অভিযান চালিয়ে মিলেছে মজুত করা এই অস্ত্র সম্ভার। ঢেকিয়াজুলিতে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হল গোপাল ওরাং নামে এক গ্রামবাসীর বাড়ি থেকে। আর কোহিমার প্রাণকেন্দ্র রাঝু পয়েন্ট এলাকায় আসাম রাইফেলস কার্যত খুঁজে বের করল একটি পুরোদস্তুর অস্ত্র কারখানা।
গোপন সূত্রে খবর পেয়ে ঢেকিয়াজুলির দামড়া-মেন্দিপথার পথের হারাংগিরি এলাকায় গোপাল ওরাং নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে পুঁতে রাখা অবস্থায় একটি ৫ কিলো ওজনের আইইডি, আরডিএক্স, কার্বাইনের ম্যাগাজিন ও গুলি মেলে। পুলিশের সন্দেহ, পরেশপন্থী আলফা বা এনডিএফবি অস্ত্রগুলি মজুত করেছিল। এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অন্য দিকে আসাম রাইফেলস আজ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, কোহিমার বুকে সন্ধান মিলেছে একটি বাড়িতে বেআইনি অস্ত্র তৈরির এক কারখানার। অতর্কিত অভিযান চালিয়ে ওই স্থান থেকে উদ্ধার করা হয়েছে ১৬টি স্বয়ংক্রিয় রাইফেল, ৬টি দোনলা বন্দুক, চারটি পিস্তল, ২৪টি একনলা বন্দুক, ৯টি ২২ বোরের রাইফেল, ১১টি এয়ারগান এবং গোলাগুলি। |
অসম-অরুণাচল সীমা বিরোধ মিটবে: চিদম্বরম
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
আলাপ আলোচনার মাধ্যমে শীঘ্রই অসম ও অরুণাচলের মধ্যে দশকব্যাপী সীমানা বিবাদের সমাধান ঘটবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। বিভাগীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহকে নিয়ে চিদম্বরম আজ সকালের বিমানে ইটানগর পৌঁছন। পদস্থ অফিসারদের সঙ্গে তিনি চিন সীমান্ত সংলগ্ন এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “অসম-অরুণাচল সীমানা বিরোধের অবসান ঘটাতে কাজ করে চলেছে সুপ্রিম কোর্টের ‘বাউন্ডারি কমিশন’। বিচারপতি তরুণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক সদস্যের এই কমিশন আগামী মাসেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসবে।” চিদম্বরমের দৃঢ় অভিমত, পড়শি দুই রাজ্যের মধ্যে সীমানা নিয়ে বিরোধ এ বার মিটে যাবে। চিদম্বরম আশ্বাস দেন, অরুণাচলের উন্নয়নে কেন্দ্রীয় সাহায্যের কোনও অভাব হবে না। চিনের সীমান্তে অবস্থান বলে জাতীয় মানচিত্রে অরুণাচলপ্রদেশের একটা বাড়তি গুরুত্ব আছে। তা ছাড়া সম্প্রতি এই রাজ্যেও মাওবাদীদের ঘাঁটি গাড়ার উদ্যোগের খবরে চিন্তিত কেন্দ্র। চিদম্বরম জানান, মাওবাদীদের সঙ্গে কোনও রকম আপস নয়। এদের মোকাবিলায় প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। |
মাওবাদী প্রশ্নে কেন্দ্র-ওড়িশা চাপান উতোর
নিজস্ব প্রতিবেদন |
মাওবাদীদের সঙ্গে কোনও সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। সেই সঙ্গে ফের প্রকাশ্যে এল মাওবাদী দমন নিয়ে কেন্দ্র ও ওড়িশার চাপান-উতোর। উত্তর-পূর্বে মাওবাদীদের কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। সম্প্রতি অসমে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন চার মাওবাদী। অরুণাচল প্রদেশ সফরে গিয়ে তাই আজ মাওবাদী দমন নিয়ে সুর চড়িয়েছেন চিদম্বরম। রাজ্যগুলিকে এই বিষয়ে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু, এ দিনই মাওবাদী দমন অভিযান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।ওড়িশা মাওবাদী দমনে যথাযথ উদ্যোগ নিতে পারছে না বলে একটি চিঠিতে অভিযোগ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। আজ সেই অভিযোগের জবাব দিয়েছেন নবীন। তাঁর বক্তব্য, কেন্দ্রের অভিযোগ ভুল। ওই চিঠি নিয়ে মাওবাদী দমনের জন্য গঠিত সংযুক্ত কম্যান্ডের বৈঠকে আলোচনা হয়েছে। সেই বৈঠকে কেন্দ্রীয় বাহিনী সিআরপি ও বিএসএফের প্রতিনিধিরাও ছিলেন। নবীন জানিয়েছেন, রাজ্য সরকার কেন্দ্রের অভিযোগের জবাব দেবে। আজ ওড়িশার সম্বলপুর জেলায় রেবতী নায়ক নামে এক মাওবাদী নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০০৩ সাল থেকে মাওবাদী কার্যকলাপে যুক্ত রেবতীর বিরুদ্ধে খুন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। নক্তিদেউলায় তল্লাশির সময়ে রেবতী ধরা পড়েছেন। তাঁর স্বামী মাওবাদী নেতা বিম্বা ভোইয়ের খোঁজে অভিযান শুরু হয়েছে। |
গণ্ডকে তলিয়ে গেলেন ৩ যুবক
নিজস্ব সংবাদদাতা • পটনা |
গণ্ডক নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল চার যুবক। আজ সকালে বৈশালী জেলার হাজিপুরের করতা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একজনকে বাঁচানো উদ্ধার করা গেলেও বাকি তিনজন তীব্র স্রোতে ভেসে যায়। পরে লঞ্চ নিয়ে তল্লাশি চালিয়ে একজনের মৃতদেহ মিলেছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। আশঙ্কা, এঁরাও আর বেঁচে নেই। পুলিশ জানিয়েছে এই যুবকেরা সকলেই রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় লেখাপড়া করেন। বয়স ১৮ থেকে ২৩। এ দিন সকাল দশটা নাগাদ চারজন বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে গণ্ডক নদীতে স্নান করতে যান। জলে নামার কিছু পরেই স্রোতের টানে চারজনই নদীতে ভেসে যান। ছোটু নামে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি পঞ্জাবের ভাতিণ্ডায় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন । অন্য দু’জনের নাম দীপক ও রোশন। পড়াশোনার জন্য দীপক চেন্নাইয়ে ও রোশন অরুণাচলে থাকতেন। |
ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৩
সংবাদসংস্থা • জামশেদপুর |
ঝাড়খণ্ডে সরাইকেলা-খরসোঁয়া জেলার চৌলিবাসায় কাল রাতে একটি ট্রাক ও একটি যাত্রিবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। চৌকা থানার পুলিশ আজ জানায়, গাড়িটি আসছিল রাঁচি থেকে। গাড়িতে চালক ছাড়া ছিলেন পেশায় আইনজীবী অরবিন্দ কুমার সিংহ এবং একটি কোচিং ইন্সস্টিটিউটের অধিকর্তা শৈলেশ বর্মা। বিপরীত দিক থেকে একটি ট্রাক তীব্র গতিতে এসে ধাক্কা মারে গাড়িটিতে। আরোহী অরবিন্দ, শৈলেশ এবং চালক তিনজনেই গুরুতর ভাবে জখম হন। তিনজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় এমজিএম হাসপাতালে। কিন্তু সেখানে ডাক্তাররা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই পালিয়ে যায় ট্রাকের চালক। পুলিশ তার খোঁজ করছে। |
ডাকাত দলের সঙ্গে গুলির লড়াই, ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পিছু ধাওয়া করে চার ডাকাতকে পাকড়াও করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নগাঁও জেলার কামপুরে। পুলিশ জানায়, কাল রাতে কামপুরবাজারে একটি কম্পিউটার সেন্টারের দরজা ভাঙার চেষ্টা করছিল এক দল ডাকাত। টহলদার পুলিশ বাহিনী দেখতে পেয়ে তাদের তাড়া করে। ডাকাতরা বৈঠালাংশুর দিকে দৌড় দেয়। পুলিশও পিছু নেয় তাদের। লুটুমারি সেতুর কাছে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালাতে থাকে। গুলির জবাব দেয় পুলিশও। গুলির লড়াইয়ে তিন ডাকাত জখম হয়। চোট পান এক গ্রামবাসীও। চার ডাকাতকেই গ্রেফতার করা হয়েছে। |
ডাইনি অপবাদ দিয়ে হত্যা দম্পতিকে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের অন্ধ কুসংস্কারের বলি হলেন বৃদ্ধ এক দম্পতি। ডাইনি অপবাদ দিয়ে স্বামী-স্ত্রীকে মেরে তাদের দেহ পুঁতে দেওয়া হয় নদীর তীরে। কাল রাতে ঘটনাটি ঘটেছে অসমের ইটাখোলায়। পুলিশ জানায়, ইটাখোলার প্রত্যন্ত এলাকায় লক্ষ্মীপাথার গ্রামে সম্প্রতি অসুখবিসুখ ও মৃত্যুর ঘটনা বেড়ে যায়। গ্রামের কিছু লোক অন্ধ কুসংস্কারের বশে ধরে নেয়, বৃদ্ধ দম্পতি বিপুল বসুমাতারি ও রৌসম বসুমাতারিই এ সবের জন্য দায়ী। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, কাল রাতে কিছু লোক চড়াও হয় তাঁদের বাড়িতে। তাঁদের দুইজনকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়। তারপর আজ সকালে গ্রামের পাশ দিয়েই বয়ে যাওয়া নদীর তীরে মাটিতে পোঁতা অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের নিষ্প্রাণ দেহ। |
গোয়ালপাড়ায় শক্তিশালী বিস্ফোরক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
অসমে গোয়ালপাড়া জেলার দামোরা মেন্দিপাথার রোডে আজ শক্তিশালী একটি আইইডি বোমা উদ্ধার করে পুলিশ। একটি কালভার্টের তলায় লুকিয়ে রাখা ছিল পাঁচ কিলো ওজনের এই বোমাটি। বিস্ফোরণ ঘটলে বড় রকমের বিপত্তি ঘটতে পারত। খবর দেওয়া হয় সেনা বাহিনীর বোমা বিশেষজ্ঞদের। তাঁরা এসে বোমাটি নিষ্ক্রিয় করেন। অনুমান করা হচ্ছে, গারো জঙ্গিরাই বিস্ফোরণ ঘটানোর মতলবে বোমাটি রেখে গিয়েছিল। |
পাঁচ মহিলাকে পিষে দিল গাড়ি
সংবাদসংস্থা • মহীশূর |
ফুটপাথে বসে থাকা পাঁচ জন মহিলাকে পিষে দিল একটি গাড়ি। তাঁদের মধ্যে চার জন ঘটনাস্থলেই মারা যান। অন্য জনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর। আরও ছ’জন মহিলা ওই গাড়িটির ধাক্কায় গুরুতর আহত। পুলিশ জানিয়েছে, আজ ভোরে এই দুর্ঘটনা ঘটানোর পর গাড়ি ফেলেই পালিয়ে যায় সেটির চালক এবং তার সঙ্গী। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। পরিত্যক্ত গাড়িটি থেকে মদের কয়েকটি খালি বোতলও উদ্ধার করেন তাঁরা। পলাতক ওই দু’জনের খোঁজ চলছে। |
|