‘তান্ত্রিকের’ ভেক ধরে চলছিল প্রতারণা চক্র। তার শিকার হচ্ছিলেন পরিবারিক সমস্যায় পড়া সাধারণ মানুষ। তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে ওই চার জন হাতিয়ে নিত নগদ টাকা-গয়না। সম্প্রতি চেতলা এবং পর্ণশ্রী এলাকা থেকে চার জনকে গ্রেফতারের পর এমনটাই জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, দিন কয়েক আগে চেতলার বাসিন্দা দুই তরুণীর অভিযোগের ভিত্তিতে ভিত্তিতে মহম্মদ ওমর, ভিকি শর্মা, জয়প্রকাশ রজক এবং শ্যামল সরকার নামে চার প্রতারককে গ্রেফতার করা হয়েছে। ওমর এবং ভিকি চেতলার বাসিন্দা। জয়প্রকাশ এবং শ্যামলের বাড়ি বেহালা পর্ণশ্রীতে। গত বৃহস্পতিবার আলিপুর আদালতে হাজির করানো হলে ধৃতদের ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কী ভাবে প্রতারণা করত এই চার জন? তদন্তকারীরা জানিয়েছেন, পারিবারিক সমস্যায় জর্জরিত লোকেদের কথার ‘ছলে’ ভুলিয়ে বিশ্বাস অর্জন করত ওই চার জন। এর পর পুজো-যজ্ঞ করে সেই সমস্যা মেটানোর জন্য টাকা-গয়না হাতিয়ে নিত। ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, মাস কয়েক আগে ওই চার জনের সঙ্গে তাঁদের পরিচয় হয়। একই কায়দায় পুজোআচ্চা করে তাদের সমস্যা মেটানোর কথা বলে নগদ কয়েক হাজার টাকা এবং সোনার গয়না চায়। পুজো শেষে গয়না ফেরতের প্রতিশ্রুতিও দিয়েছিল প্রতারকেরা। তরুণীদের অভিযোগ, পুজোর পরেও তাঁরা ফেরত চাইলে তাদের ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয় প্রতারকেরা। তার পরেই পুলিশে অভিযোগ জানান ওই দুই তরুণী।
|
মিনিবাস উল্টে আহত হলেন ২০ জনেরও বেশি যাত্রী। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকের সেক্টর ফাইভে। এঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানায়, রাত ৮টা নাগাদ স্বাস্থ্য-ভবন বাসস্টপের কাছে উল্টে যায় সল্টলেক-বেলগাছিয়া রুটের মিনিবাসটি। বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্য-ভবনের কাছে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি। গৌতম পাল নামে এক যাত্রী বলেন, “২১৫ এ বাসস্ট্যান্ড ছাড়ার পর থেকেই জোরে চলছিল বাসটি। রাস্তা এবড়ো খেবড়ো থাকার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডারে ধাক্কা মারে।” বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন। জখমদের দেখতে বিধাননগর মহকুমা হাসাপাতালে যান মহকুমাশাসক মলয় মুখোপাধ্যায় ও বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। মলয়বাবু বলেন,“বিধাননগর হাসপাতালে ২০ জনেরও বেশি যাত্রীকে ভর্তি করা হয়। অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।” কৃষ্ণাদেবীর বক্তব্য, “পরিবহণমন্ত্রী মদন মিত্র জানান, রাজ্য দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে।”
|
ভিআইপি রোডের ধারে একটি বহুতলের দু’টি দোকানে শনিবার বিকেলে আগুন লাগে। কেউ হতাহত না হলেও একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের দশটি ইঞ্জিন দু’ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী জাভেদ খান। দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে কৈখালি এলাকায় ভিআইপি রোড লাগোয়া সাভির্র্স রোডের ধারে ওই বহুতলের দোতলায় একটি আসবাবপত্রের দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়িটির একতলায় একটি গাড়ির শো-রুম রয়েছে। দোতলা ও তিনতলায় বেসরকারি সংস্থার অফিস। ধোঁয়া ছড়িয়ে পড়ে ওই বহুতল সংলগ্ন অন্য একটি আবাসনেও। বাসিন্দারা ঘর ছেড়ে নীচে নেমে আসেন।
|
পর্ণশ্রী, চেতলার পরে এ বার গড়িয়াহাট। শনিবার রাতে সুইনহো স্ট্রিটে এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। রাত ৮ টা নাগাদ স্থানীয় এক প্রৌঢ়া বাড়ি ফিরছিলেন। মোটরবাইকে চেপে দুই যুবক এসে তাঁর পথ আটকায়। তিনি কিছু বোঝার আগেই মোটরবাইকের পিছনের আসনে বসা যুবক টান মেরে তাঁর গলার হার নিয়ে পালায়। রাত পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি। গত বুধবার রাতে চেতলায় এক মহিলার হার ছিনতাই হয়। তাতে অবশ্য ৩ জন ধরা পড়ে।
|
চিঠিতে বিস্ফোরণের হুমকি চিন্তায় ফেলেছে পুলিশকে। শনিবার দমদম থানার ঘুঘুডাঙা ফাঁড়িতে একটি বেনামি চিঠি আসে। পুলিশ সূত্রে খবর, তাতে দমদম স্টেশন-সহ ১১টি এলাকায় রবিবার ‘বোমা মারা হবে’ বলে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে সিআইডি-র তদন্তকারীরা এ দিন ওই ফাঁড়িতে যান। আজ রবিবার দমদমে সুরের মাঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সভা রয়েছে। এর আগে ওই উড়ো চিঠির জেরে বাড়ানো হয়েছে পুলিশি টহল। |