বন্ধ উঠে যাওয়ায় ক্রমশ স্বাভাবিক হচ্ছে নেপালের জনজীবন। আরও বেশি সাংবিধানিক অধিকার চেয়ে বন্ধ ডেকেছিল আটটি জনগোষ্ঠীর যুক্ত মঞ্চ ‘সংগ্রাম কমিটি’। আজ সাংবাদিক বৈঠকে বন্ধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে তারা। গত দু’দিন ধরে প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল কাঠমান্ডুর জীবনযাত্রা। আজ ফের যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে কৈলালিতে দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে সেখানে পরিস্থিতি থমথমে। ওই ঘটনায় ৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আচমকা বন্ধে সমস্যায় পড়েছিলেন পর্যটকেরা। পোখরা, কাঠমান্ডু, রক্সৌল, চিতওয়ানে আটকে পড়েছেন বহু পর্যটক। তার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গেরও অনেকে। এ দিন ফোনে পোখরা থেকে মহেশতলার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল জানান, গত ৯ মে তাঁদের ৩৬ জনের দলটি পোখরায় পৌঁছয়। পরের দিনই শুরু হয় বন্ধ। রাস্তাঘাট ফাঁকা। দোকানপাট সব বন্ধ। ১০ তারিখ কাঠমান্ডু পৌঁছনোর কথা থাকলেও তাঁরা সবাই আটকে পড়েন পোখরায়। কোনও গাড়ি কাঠমান্ডু যেতে রাজি হয়নি। বিশ্বজিৎবাবুর কথায়, “গত দু’দিন ধরে হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে ঘোরা ছাড়া আর কিছু করার ছিল না। কাঠমান্ডুতে হোটেল বুকিং করা থাকলেও সেখানে যাওয়া যায়নি।” তাঁর কথায়, “এক দিন কোনও রকমে কাঠমান্ডুতে কাটিয়ে রক্সৌল থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে যাবো।”
|
ফের একটি জাহাজ ছিনতাই করল সোমালিয়ার জলদস্যুরা। তেল বহনকারী গ্রিসের ওই জাহাজে ১১ ভারতীয়-সহ মোট ১৫ জন কর্মী ছিলেন। লন্ডনের একটি সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে ওমান থেকে প্রায় ৬৩০ কিলোমিটার দূরে আরব সাগর দিয়ে যাওয়ার সময়ে সোমালিয়ার জলদস্যুরা ‘স্মিরনি’ নামের ওই জাহাজটিকে ঘিরে ধরে। এর পরেই সোমালিয়ার উদ্দেশে জাহাজটি রওনা দেয়।
|
মাঝ আকাশে বিপদঘন্টা বেজে ওঠায় জরুরি অবতরণ করতে বাধ্য হল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রিবাহী বিমান। আজ সকালে ফ্রাঙ্কফুর্ট থেকে শিকাগো যাওয়ার সময় বোয়িং-৭৭৭ বিমানের চালক শুনতে পান দরজা খোলা থাকার সতর্কবার্তা বাজছে। তড়িঘড়ি বুখারেস্টে বিমানটির অবতরণের ব্যবস্থা করা হয়। তবে বিমানের যাত্রী ও কর্মীরা সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। |