l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
মুম্বই ইন্ডিয়ানস
বনাম
বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্স
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম...
• আজও বিঘ্নিত এয়ারইন্ডিয়া পরিষেবা
• প্রতারণা, গ্রেফতার তৃণমূল নেত্রীর ছেলে
•
চোরাশিকারীদের হাতে খুন বনকর্তা
বিস্তারিত...
‘অধিকারী পরিবার’কে তোপ
‘ক্ষুব্ধ’ তৃণমূল বিধায়ক শিউলির
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
শাসক জোটে ফাটল তো ধরেছেই। তার উপর প্রধান শাসক দল তৃণমূলের অন্দরের ‘বিবাদ’ও প্রকাশ্যে এসে পড়ল হলদিয়ায়। পুরভোটে তাঁর ‘পছন্দের’ প্রার্থীরা দলীয় অনুমোদন না পাওয়ায় ‘অধিকারী পরিবারে’র বিরুদ্ধে সরব হলেন হলদিয়ার তৃণমূল বিধায়ক শিউলি সাহা। অভিযোগ তুললেন ‘পরিবারতন্ত্রে’র। কাঁথির ‘অধিকারী পরিবারে’র মাথা তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারী অবশ্য অভিযোগকে গুরুত্ব দেননি। তবে দলের অন্তর্দ্বন্দ্ব এ ভাবে প্রকাশ্যে এসে পাড়ায় ‘বিব্রত’ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁরা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু বিষয়টি নিয়ে দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। কারণ তাঁর পছন্দের আট জনের মধ্যে সাত জনেরই দলীয় প্রার্থী তালিকায় ঠাঁই না-হওয়ায় ‘অসম্মানিত’ শিউলি বিষয়টি জানিয়ে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, “দলনেত্রীকে সব জানিয়েছি। উনি শাস্তি দিলে মাথা পেতে নেব। কিন্তু কাঁথির অধিকারী পরিবারের অঙ্গুলিহেলনে চলতে পারব না। প্রয়োজনে দল থেকে অব্যাহতি চাইব।” শিশির-শুভেন্দু-দিব্যেন্দুর নাম না করে ‘অধিকারীর পরিবারে’র বিরুদ্ধে শিউলি উষ্মা প্রকাশ করেন।
বিস্তারিত...
কিশোরী ‘অপহরণের’ ঘটনায় গ্রেফতার দশ
নিজস্ব সংবাদদাতা • বালি
এক কিশোরীকে অপহরণের অভিযোগে নিমেষ সিংহ নামে এক যুবক, তাঁর বাবা ও তিন ভাই-সহ মোট দশ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে বালির পশ্চিম শান্তিনগরের বাসিন্দা সুদেব দে কলকাতার গিরিশ পার্ক এলাকার বাসিন্দা নিমেষের বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ করেন। এর পরেই পুলিশ এই ‘অপহরণের’ ঘটনায় জড়িত সন্দেহে গিরিশ পার্ক এলাকা থেকে দশ জনকে গ্রেফতার করে বালি থানায় নিয়ে আসে। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, পেশায় গয়না ব্যবসায়ী সুদেববাবুর ১৬ বছরের মেয়ে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গিরিশ পার্ক এলাকায় মামার বাড়ি হওয়ার সুবাদে ওই কিশোরীর সেখানে প্রায়ই যাতায়াত ছিল। নিমেষের বাড়ি ওই কিশোরীর মামার বাড়ির পাশেই হওয়ায় সেখানেই নিমেষের সঙ্গে আলাপ হয় তার। পুলিশ জানায়, সোমবার এক আত্মীয়ের মৃত্যুর কারণে স্ত্রীকে নিয়ে গিরিশ পার্কে যান সুদেববাবু।
বিস্তারিত...
বলাগড় প্রকল্প হবে, সিদ্ধান্ত সিইএসসির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রস্তুতি চলছিল অনেক দিন ধরেই। অবশেষে হুগলির বলাগড়ে ২০০০ মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে ছাড়পত্র দিল সিইএসসি-র পরিচালন পর্ষদ। শুরু করেও বন্ধ হয়ে গিয়েছিল এই প্রকল্পের কাজ। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সিইএসসি-র ভাইস-চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা ঘোষণা করেন, প্রকল্পটি হবে। কয়লা পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য রাজ্য সরকারের সঙ্গে তাঁদের বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সরকার তাঁদের সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। সিইএসসি এই প্রকল্পে ১০ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বলাগড়ে সিইএসসি-র এক হাজার একর জমি বহু বছর ধরে পড়ে রয়েছে। বছর কয়েক আগে বলাগড়ের ওই জমিতেই তারা তাপবিদ্যুৎ প্রকল্প গড়ার প্রাথমিক কাজ শুরু করে দেওয়ার পরে দু’টি সমস্যা বড় হয়ে দেখা দেয়। এক, গঙ্গার ধারে ওই জমিটি কিছুটা নিচু। বেশি বৃষ্টি বা সামান্য বন্যাতেই জল ঢুকে পড়ে। দুই, কয়লা পাওয়া নিয়ে অনিশ্চয়তা।
বিস্তারিত...
সরকারি অনুষ্ঠানে এল
মোর্চা, বয়কট নিয়ে ধন্দই
সৌমিত্র কুণ্ডু • মংপু (কালিম্পং)
বয়কটের রাস্তা থেকে সরে রাজ্য সরকারের অনুষ্ঠানে যোগ দিল গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার কার্শিয়াঙের বিধায়ক রোহিত শর্মা ও কিছু দলীয় কর্মী-সমর্থক মঙ্গলবার কালিম্পঙের মংপুতে রবীন্দ্র জয়ন্তী উদ্যাপনে সামিল হন। সেখানে দার্জিলিঙের উন্নয়নের জন্য রাজ্য সরকারের নানা উদ্যোগের প্রশংসা করে ওই বিধায়ক বলেছেন, “আশা করব, ডুয়ার্সে মোর্চার সভা করার অনুমতির বিষয়টিও রাজ্য সরকার ভেবে দেখবে।” তা হলে কি সরকারি অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করল মোর্চা? বিধায়ক স্পষ্ট জবাব দেননি। বলেন, “এ নিয়ে এখনই কিছু বলার নেই।” ডুয়ার্সে সভার অনুমতির দাবিতে সরকারি অনুষ্ঠান বয়কটের ‘ফতোয়া’ দিয়েছিলেন খোদ মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। ওই অনুমতির দাবিতে মোর্চার নেতৃত্বে এখনও ‘রিলে অনশন’ চলছে। পক্ষান্তরে মোর্চা-বিরোধী শিবিরের ‘আদিবাসী বিকাশ পরিষদ’ও মোর্চাকে সভার অনুমতি দেওয়ার বিরোধিতা করে চলেছে। ইতিমধ্যে দার্জিলিঙে একটি সরকারি অনুষ্ঠানে মোর্চার তরফে কেউ যোগ দেননি। সে জন্যই এ দিনের অনুষ্ঠানে কী হয়, তা নিয়ে কৌতূহল ছিল অনেকেরই।
বিস্তারিত...
শিক্ষককে মারধরের অভিযোগ
নিলয় দাস • ধূপগুড়ি
ঘর তৈরির টাকার হিসেব চাইতে গিয়ে ছাত্রছাত্রীদের সামনেই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। টানা পাঁচ ঘণ্টা ধরে অত্যাচার চলার পরে পুলিশ গিয়ে ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে আনে বলে অভিযোগ। মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য-সহ মোট ১২ জনের নামে মঙ্গলবার অভিযোগ দায়ের করেন ওই প্রধান শিক্ষক পরেশ রায়। সোমবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার মাগুরমারি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জনপাট গ্রামে। প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা। অনেকেই ভয়ে স্কুল ছেড়ে বাড়িতে চলে যায়। মারধরের পাশাপাশি স্কুলে অফিস ঘর তৃণমূল সমর্থকেরা তালাবন্ধ করে রাখেন বলেও অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে প্রধান শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জলপাইগুড়ির ডিএসপি দমন কর্মকার বলেন, খবর পেয়ে পুলিশ কর্মীরা গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে।
বিস্তারিত...
থানা থেকে স্কুল, রবীন্দ্রময় দুই মেদিনীপুর
নিজস্ব প্রতিবেদন
কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোথাও আলোচনাসভা। কোথাও আবার সাউন্ড বক্সে রবীন্দ্রগান। পঁচিশে বৈশাখের সারাদিন নানা অনুষ্ঠানে এ ভাবেই উদ্যাপিত হল রবীন্দ্র জন্ম-সার্ধশতবর্ষ। দুই মেদিনীপুরের স্কুল-কলেজ থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস, এমনকী থানাগুলিতেও ছিল রবীন্দ্র-স্মরণের আয়োজন। ১৯৩৯ সালে বিদ্যাসাগর স্মৃতিমন্দিরের উদ্বোধন করতে মেদিনীপুর শহরে এসেছিলেন কবিগুরু। তাঁর ব্যবহৃত চেয়ার এখনও সেখানে সযত্নে রক্ষিত। বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে এখানে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক অনুত্তম ভট্টাচার্য, পরিষদের সভাপতি হরিপদ মণ্ডল, মণীন্দ্রনাথ চক্রবর্তী, দণ্ডধর দে তুঙ্গ প্রমুখ। বিদ্যাসাগর স্মৃতিমন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে দর্শকাসনে ছিলেন মণীন্দ্রনাথবাবু ও দণ্ডধরবাবু। তখন তাঁরা স্কুলে পড়েন। দু’জনেই কাছ থেকে রবীন্দ্রনাথকে দেখেছিলেন সে দিন। মঙ্গলবার তাঁরা সেই স্মৃতি রোমন্থন করেন।
বিস্তারিত...
জন্মদিনেই বনগাঁয় উঠল রবীন্দ্রভবনের দাবি
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
বনগাঁর মানুষের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী সাংস্কৃতিক মঞ্চ বা রবীন্দ্র ভবনের। অতীতে এই দাবিতে বনগাঁর সাংস্কৃতিক মহল বহুবার সোচ্চার হয়েছে। প্রশাসনের বিভিন্ন মহলে স্মারকলিপি দেওয়া হয়েছে। সভা করা হয়েছে। কিন্তু আজও কোনও মঞ্চ না হওয়ায় বনগাঁবাসী হতাশ। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় নিয়ম করে। কিন্তু নির্বাচন শেষ হলে প্রতিশ্রতির কথা কেউ মনে রাখেন না। এ বার ওই দাবিতেই মঙ্গলবার পথে হাঁটলেন শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক সকলেই। লবনগাঁর ‘জ্যোতিশ্মরম্’ সংস্থার তরফে ওই আয়োজন করা হয়েছিল। ‘রবীন্দ্র ভবন এ দাবি তোমার আমার’ পোস্টারে এই স্লোগান লিখে শহর পরিক্তক্রমা করা হয়। গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। বহু পথচলতি মানুষ তাতে স্বাক্ষর করেন। স্বাক্ষর করেছেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসও। রবীন্দ্রনাথের জন্মদিন গান, নাচের মাধ্যমে পালন করা হয় রাস্তাতেই।
বিস্তারিত...
এক নজরে...
• গানে-কবিতায় রবীন্দ্রস্মরণ
• রবীন্দ্র-স্মরণে
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
অবৈধ ভাটা বন্ধের
বিরুদ্ধে সিটু
ইস্তফার আবেদন
মেয়র পারিষদের
দক্ষিণবঙ্গ
পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক সেজে
প্রতারণা, ধৃত গোসাবায়
ঘাট তলিয়ে যাওয়ার
আশঙ্কা জগৎবল্লভপুরে
বর্ধমান
কেতুগ্রামে খুন ও হামলায়
অভিযুক্ত তৃণমূল কর্মী ধৃত
ছুটে বেড়াই,
কেউ দেখে না
পুরুলিয়া
বেহাল বাঁকাদহ
জয়রামবাটী রাস্তা
শ্বশুরবাড়িতে মিলল
বধূর দগ্ধ দেহ
মুর্শিদাবাদ
কলকাতার ফ্ল্যাটে বসেই
আট বছর‘মার্ডার সিন্ডিকেট’
চালিয়েছে খোকন
ইনটাক-এর
কমিটিতে থেকেও
‘সিপিএমে আছি’
মেদিনীপুর
হোমের পরিবেশ
অস্বাস্থ্যকর, প্রমাণ
প্রশাসনিক তদন্তে
সময়ে হয়নি লোধাদের
বাড়ি, অর্থ ফেরত
দিল জেলা পরিষদ
কলকাতা
৩৭.২/২৭.৪
আজকের দিনে
• ১৮৩৭:
জার্মানির গাড়ি প্রস্তুতকারক অ্যাডাম ওপেলের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.