নামী সংস্থার তেল, সাবান বিক্রি রেশনে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বড় দোকানে দৌড়তে হবে না। রেশন দোকানেও এ বার দেশের ও আন্তর্জাতিক নামী সংস্থার ‘ব্র্যান্ডেড’ তেল, সাবান, দাঁতের মাজন প্রভৃতি নিত্যদিনের ভোগ্যপণ্য কিনতে পাওয়া যাবে। মূলত গ্রামাঞ্চলের মানুষের চাহিদার কথা ভেবেই রাজ্যের খাদ্য দফতরের এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার মহাজাতি সদনে এম আর ডিস্ট্রিবিউটরদের সম্মেলনে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই রেশন দোকানে উচ্চ মানের আধুনিক পণ্য সরবরাহের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আগামী দু’মাসের মধ্যেই রাজ্যের রেশন দোকানগুলিতে দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার ব্র্যান্ডেড পণ্য সরবরাহ করা হবে।” খাদ্যমন্ত্রী এ দিন জানান, রেশন দোকানগুলিতে ছোট প্যাকেটে সর্ষের তেল, নারকেল তেল, টুথপেস্ট, সাবান, শিশুখাদ্যের মতো নিত্যদিনের প্রয়োজনীয় সব সামগ্রী পাঠানো হবে। খাদ্য দফতরের যে-সব ডিস্ট্রিবিউটর রয়েছেন, ওই সব পণ্য সরবরাহের জন্য তাঁদেরই নিয়োগ করা হবে বলে জ্যোতিপ্রিয়বাবু জানান।
|
কৌঁসুলিদের বকেয়া প্রাপ্য নিয়ে মামলা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে নতুন সরকারের এক বছর হতে চলল। অথচ বামফ্রন্ট সরকারের আমলের সরকারি আইনজীবীরা তাঁদের বকেয়া প্রাপ্য পাননি বলে কৌঁসুলিদের অভিযোগ। সোমবার এই অভিযোগ জানিয়ে এবং দ্রুত এর প্রতিকার চেয়ে আইনজীবী ঋতুপর্ণা সরকার কলকাতা হাইকোর্টে মামলা করেন। বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে সেই মামলার শুনানি হয়। বিচারপতি মন্তব্য করেন, গণতন্ত্রে সরকার বদল স্বাভাবিক। পরে যাতে বকেয়া টাকা না-পাওয়ার অভিযোগ করে এখনকার সরকারি আইনজীবীদের হাইকোর্টে আবেদন জানাতে না-হয়, সেই ব্যবস্থা করা প্রয়োজন। বিচারপতি বলেন, বিষয়টি সরকার পক্ষের আইনজীবী সুন্দরলাল পালকে জানান। সরকার কবে কী ভাবে আইনজীবীদের বকেয়া দেওয়ার ব্যবস্থা করছে, খোঁজ নিয়ে তিনি জানাতে পারবেন।
|
আইএনটিইউসির বিক্ষোভে প্রদীপ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য আইএনটিইউসির কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন সংগঠনের সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সোমবার দুপুরে প্রদেশ দফতরে পরিস্থিতি সামাল দিতে পুলিশে খবর দেন কর্মীরা। তোলাবাজির অভিযোগে ধৃত আইএনটিইউসির সদস্য রাকেশ সিংহকে দ্রুত পুলিশি হেফাজত থেকে মুক্ত করার দাবি জানান বিক্ষোভকারীরা। প্রদীপবাবুকে ঘিরে স্লোগান দেন। রাকেশকে গ্রেফতারের পিছনে প্রদীপবাবুর ‘ভূমিকা’ রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। যদিও প্রদীপবাবুর দাবি, “রাকেশকে কেন এবং কবে গ্রেফতার করা হয়েছে, জানিই না। খবর গিয়ে জেনেছি, ও যুব আইএনটিইউসির সহ-সভাপতি। বিক্ষোভকারীদের হয়তো মনে কোনও ক্ষোভ ছিল! বিষয়টি দেখব বলেছি।”
|
রবীন্দ্রজয়ন্তীতে আজ ছুটি রাজ্যে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ, মঙ্গলবার এনআই অ্যাক্টে সরকারি ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যসচিব সমর ঘোষ সোমবার মহাকরণে জানান, রাজ্য সরকার এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করায় রবীন্দ্রনাথের জন্মদিন, পঁচিশে বৈশাখে সরকারি অফিস তো বন্ধ থাকবেই। ব্যাঙ্ক এবং বিমা সংস্থার মতো আর্থিক প্রতিষ্ঠান এবং ‘শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্টস’ আইনের অধীন প্রতিষ্ঠানগুলিও তাদের সংস্থা বন্ধ রাখতে পারবে।
|
রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শহরে পৃথক তিনটি পথ-দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে রিজেন্ট পার্ক থানার বিবেকানন্দ পার্কের কাছে লরির ধাক্কায় এক যুবক মারা যান। তাঁর নাম সুরেশ সিংহ (৩৩)। বাড়ি বাঁশদ্রোণীর কংগ্রেস পল্লিতে। ওই রাতেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘোলা মোড়ের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম তাজেম বক্স (৪২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিমতার বাসিন্দা তাজেম মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার সময়ে একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ডাম্পার-সহ চালক পলাতক। অন্য দিকে, সোমবার বিকেলে বেলেঘাটা মেন রোডে সল্টলেক-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় এক ভবঘুরের। এই ঘটনায় ওই মিনিবাসের চালককে গ্রেফতার করা হয়েছে। |