টুকরো খবর |
ফের লক্ষ্মণ, দেবলীনার জেল-হাজত |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
|
হলদিয়া আদালতে সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ। আরিফ ইকবাল খান। |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ-সহ ১২ জনের জেল-হাজতের মেয়াদ বাড়ল। সোমবার হলদিয়া আদালতে হাজির করানো হলে অভিযুক্ত ১২ জনকেই ফের ১৪ দিনের জন্য জেল-হাজতে পাঠান এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায়।
তমলুক জেলা আদালতে জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পরে লক্ষ্মণ শেঠ-সহ ১১ জনের জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। এখনও তার শুনানি হয়নি। হাইকোর্টে জামিনের আবেদন না করলেও অভিযুক্ত অজিত বরের আইনজীবীরা এ দিন হলদিয়া আদালতে জামিনের আর্জি জানান। কিন্তু বিচারক তা খারিজ করেন। এ দিনই এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায়ের এজলাসে হাজির করানো হয় নন্দীগ্রামে মাওবাদী কার্যকলাপে অভিযুক্ত দেবলীনা চক্রবর্তী ও অভিজ্ঞান সরকারকে। নন্দীগ্রামের তৃণমূল নেতা নিশিকান্ত মণ্ডল হত্যা মামলায় দেবলীনাকে অভিযুক্ত করার আর্জি জানান সিআইডি-র আইনজীবী দেবদুলাল গিরি। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। সেই সঙ্গে দেবলীনা ও অভিজ্ঞানকে ফের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন তিনি। নিশিকান্ত খুনে অভিযুক্ত মাওবাদী নেতা মধুসূদন মণ্ডলকেও এ দিন ১৪ দিনের জন্য জেল-হাজতে পাঠিয়েছে হলদিয়া আদালত। ২০০৯-এ খুন হয়েছিলেন নন্দীগ্রামের সোনাচুুড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান নিশিকান্ত মণ্ডল।
|
স্কুল-ভোটে জয়ী বিক্ষুব্ধ তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দলের নির্দেশ না মেনে প্রার্থী দিয়েছিল বিক্ষুব্ধ তৃণমূল। ভোটে জয়ীও হল তারা। রবিবার পরিচালন সমিতির নির্বাচন ছিল পিংলা মুণ্ডুমারি ঊষানন্দ বিদ্যাপীঠে। ভোট ঘিরে সিপিএম-তৃণমূল সংঘর্ষও ঘটে। কড়া পুলিশি পাহারায় গণনা শেষ হয়। দেখা যায় ৬টি আসনের মধ্যে ৪টিতে জিতেছেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা, ২টি আসন পেয়েছে সিপিএম। প্রথমে সিপিএম প্রার্থী দিতে পারেনি। পরে তৃণমূলের কোন্দল শুরু হলে তারা প্রার্থী দেয়। পিংলার তৃণমূল নেতা মহম্মদ মহসিন বলেন, “বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা কেন মনোনয়ন প্রত্যাহার করলেন না, কেন জোর করে নির্বাচনে অংশ নিলেন, তা নিয়ে শীঘ্রই ব্লক কমিটিতে আলোচনা হবে। এলাকার দায়িত্বে থাকা নেতা অজিত মাইতিকেও বিষয়টি জানানো হয়েছে।”রবিবার খড়্গপুর শহরের ইন্দা বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতিরও নির্বাচন হয়। সেখানে ৬টি আসনের মধ্যে ৫টিতে জিতেছেন বাম সমর্থিত প্রার্থীরা। একটি আসন পেয়েছে তৃণমূল। এই স্কুলটি অধিকাংশ সময়েই বামেদের দখলে ছিল। পরিবর্তনের হাওয়াতেও বামেরা ক্ষমতা দখলে রাখল। এ দিকে, দাঁতন ১ ব্লকে সিপিএমের শক্ত ঘাঁটি আলিকষা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্ত্রি স্বামী বিবেকানন্দ আদিবাসী হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিতরা। রবিবার ভোট হওয়ার কথা ছিল। তবে ছ’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এই স্কুলে এ বারই প্রথম জিতল তারা। দীর্ঘদিন পরে অন্ত্রিতে এ দিন সভাও করে তৃণমূল। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের সুলতানপুর শিক্ষা নিকেতনে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টির মধ্যে আবার ৫টি আসনই পেয়েছে বামেরা। স্কুলটি তাদের দখলেই ছিল।
|
পিংলায় স্কুল নির্বাচনে জয়ী বিক্ষুব্ধ তৃণমূল |
নিজস্ব প্রতিবেদন |
দলের নির্দেশ না মেনে প্রার্থী দিয়েছিল বিক্ষুব্ধ তৃণমূল। ভোটে জয়ীও হল তারা। রবিবার পরিচালন সমিতির নির্বাচন ছিল পিংলা মুণ্ডুমারি ঊষানন্দ বিদ্যাপীঠে। ভোট ঘিরে সিপিএম-তৃণমূল সংঘর্ষও ঘটে। কড়া পুলিশি পাহারায় গণনা শেষ হয়। দেখা যায় ৬টি আসনের মধ্যে ৪টিতে জিতেছেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা, ২টি আসন পেয়েছে সিপিএম। প্রথমে সিপিএম প্রার্থী দিতে পারেনি। পরে তৃণমূলের কোন্দল শুরু হলে তারা প্রার্থী দেয়। পিংলার তৃণমূল নেতা মহম্মদ মহসিন বলেন, “বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা কেন মনোনয়ন প্রত্যাহার করলেন না, কেন জোর করে নির্বাচনে অংশ নিলেন, তা নিয়ে শীঘ্রই ব্লক কমিটিতে আলোচনা হবে। এলাকার দায়িত্বে থাকা নেতা জেলা স্তরের নেতা অজিত মাইতিকে বিষয়টি জানানো হয়েছে।”রবিবার খড়্গপুর শহরের ইন্দা বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতিরও নির্বাচন হয়। সেখানে ৬টি আসনের মধ্যে ৫টিতে জিতেছেন বাম সমর্থিত প্রার্থীরা। একটি আসন পেয়েছে তৃণমূল। এই স্কুলটি অধিকাংশ সময়েই বামেদের দখলে ছিল। পরিবর্তনের হাওয়াতেও তারা ক্ষমতা দখলে রাখতে সক্ষম হল। এ দিকে, দাঁতন ১ ব্লকে সিপিএমের শক্ত ঘাঁটি আলিকষা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্ত্রি স্বামী বিবেকানন্দ আদিবাসী হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিতরা। রবিবার ভোট হওয়ার কথা ছিল। তবে ছ’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এই স্কুলে এ বারই প্রথম জিতল তারা। দীর্ঘদিন পরে অন্ত্রিতে এ দিন সভাও করে তৃণমূল।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের সুলতানপুর শিক্ষা নিকেতনে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টির মধ্যে আবার ৫টি আসনই পেয়েছে বামেরা। স্কুলটি তাদের দখলেই ছিল।
|
যুবক খুন ঝাড়গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
গলার নলি কাটা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হল ঝাড়গ্রাম শহরে। নিহতের নাম শুভাশিস সাউ (২৭)। তাঁর বাড়ি শহরের ঘোড়াধরা এলাকার আদর্শপল্লিতে। সোমবার শহরের স্টেডিয়াম সংলগ্ন খালপাড়ের একটি নয়ানজুলিতে শুভাশিসের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পেশায় রাজমিস্ত্রি শুভাশিস রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। এ দিন সকালে এলাকাবাসীরা খালপাড়ের নয়ানজুলিতে রক্তমাখা বস্তাটি দেখে পুলিশে খবর দেন। পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে শুভাশিসকে খুন করা হয়েছে। নিহতের স্ত্রী শিবানী সাউয়ের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশের জেরে স্থানীয় দুই যুবক তাঁর স্বামীকে খুন করেছে। ঝাড়গ্রাম থানায় এদিনই ওই দুই যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন শিবানীদেবী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই যুবক পলাতক। প্রাথমিক তদন্তের পর পুলিশেরও অনুমান, ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন হয়েছেন শুভাশিস। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত এক যুবকের স্ত্রী’র সঙ্গে শুভাশিসের সম্পর্ক গড়ে উঠেছিল। এই নিয়ে দু’টি পরিবারের মধ্যে অশান্তি চরমে ওঠে। কয়েকদিন আগে পাড়ায় সালিশি-বৈঠকও হয়। ওই বধূর স্বামীই খুন করেছে বলে অভিযোগ শুভাশিসের মা শোভাদেবীর।
|
‘মাওবাদী’ সন্দেহে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
‘মাওবাদী’ সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত গোবিন্দ মুর্মুর বাড়ি নয়াগ্রামের চাঁদাবিলা অঞ্চলের বড়শোল গ্রামে। পুলিশের দাবি, ধৃত যুবকটি মাওবাদী নেতা রঞ্জন মুণ্ডার ঘনিষ্ঠ। বছর পঁচিশের গোবিন্দের বিরুদ্ধে অবশ্য রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়নি। খুনের চেষ্টা, হামলা ও বেআইনি অস্ত্র মজুতের অভিযোগে সোমবার গোবিন্দকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়। রবিবার সন্ধ্যায় নয়াগ্রাম থানার নিগুই-মোড় থেকে গোবিন্দকে ধরা হয় বলে পুলিশের দাবি। এদিন আদালতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। আদালতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়া প্রয়োজন। যদিও অভিযুক্তের আইনজীবী তপন চৌধুরীর পাল্টা দাবি, তাঁর মক্কেল আদৌ মাওবাদী নন, পুলিশের আনা অভিযোগেই তা স্পষ্ট। ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের কোনও অভিযোগই নেই। তপনবাবু আদালতে বলেন, “এলাকার প্রতিবাদী যুবক গোবিন্দকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।” উভয়পক্ষের বক্তব্য শোনার পর গোবিন্দকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
|
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শিশির |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আচমকা ঝড়ে বিধ্বস্ত খেজুরি থানার দু’টি ব্লক ও কাঁথি দেশপ্রাণ ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন তৃণমূল সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন ও স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নিয়ে শিশিরবাবু শনিবার খেজুরি ১ ব্লক ও রবিবার খেজুরি ২, দেশপ্রাণ ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। গত শুক্রবারের আচমকা ঝড়ে খেজুরি ১ ও ২ এবং দেশপ্রাণ ব্লকের প্রায় এক হাজার বাড়ি সম্পূণ এবং সাত হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান। ক্ষতিগ্রস্ত তিনটি ব্লকেই ৬০০ করে ত্রিপল দেওয়া হয়েছে।
|
লিটল-ম্যাগ পঞ্জি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক মলাটে দুই মেদিনীপুরের লিটল ম্যাগাজিনগুলিকে হাজির করল মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাডেমি। প্রকাশিত হল লিটল ম্যাগাজিন পঞ্জি। দুই মেদিনীপুরের ২৫১টি পত্রিকা ঠাঁই পেয়েছে এতে। যে সব পত্রিকা ৫ বছরের বেশি বন্ধ হয়ে গিয়েছে সেগুলির উল্লেখ করা হয়নি বলে অ্যাকাডেমি সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী জানিয়েছেন। জেলার প্রত্যন্ত এলাকার লিটল ম্যাগগুলি কার্যত ব্রাত্য ছিল। কিছুদিন হল মেলা, আলোচনাসভা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছচ্ছে এই সব পত্রিকাগুলি। এ বার পঞ্জি প্রকাশিত হওয়ায় পত্রিকাগুলি সমন্বিত হল। এই পঞ্জি থেকে জানা যাবে কোত্থেকে কোন পত্রিকা কতদিন ধরে প্রকাশিত হচ্ছে। প্রায় ২ বছরের প্রচেষ্টার ফল এই পঞ্জি। পঞ্জি প্রকাশের পর ছিল সাহিত্যবাসরের আয়োজন।
|
নদীতে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্র |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বন্ধুদের সঙ্গে চড়ুইভাতিতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। ‘হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’র ইলেকট্রিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রের নাম অমরশক্তি প্রসাদ। তাঁর বাড়ি বিহারের নালন্দায়। সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে বালুঘাটায় হলদি নদীর ধারে ‘সানসেট ভিউ পয়েন্টে’ চড়ুইভাতি করতে গিয়েছিলেন অমরশক্তি। জলে নেমে তিনি তলিয়ে যান বলে বন্ধুরা জানিয়েছেন। রাত পর্যন্ত তল্লাশি চললেও তাঁর খোঁজ মেলেনি।
|
দুর্ঘটনায় আহত সস্ত্রীক চিকিৎসক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মেদিনীপুরের বিশিষ্ট চিকিৎসক নীলরতন চক্রবর্তী। আহত হয়েছেন তাঁর স্ত্রী শিবানীদেবীও। সোমবার দুপুরে খড়্গপুর লোকাল থানার জিনশহরে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে মেদিনীপুর থেকে কলকাতা যাচ্ছিলেন নীলরতনবাবু। জিনশহরের কাছে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। নীলরতনবাবুর সঙ্গে ছিলেন স্ত্রী শিবানীদেবী ও সুব্রত রায় নামে এক ব্যক্তি। দুর্ঘটনায় ৩ জনই আহত হন। আহত হন গাড়ির চালক পার্থ দাসও। আহতদের মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। |
|