টুকরো খবর |
জুয়ার ঠেকে বচসার জেরে খুন, ধৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
জুয়ার ঠেকে বচসার জেরে খুন হলেন এক যুবক। পুলিশ জানিয়েছে, নিহতের নাম উমাপদ পাল (৩৫)। খুনের ঘটনায় সুনীল পণ্ডিত নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার ধূলাসিমলা গ্রামের প্রিয়পাড়ায়। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ওই এলাকায় খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। গত শুক্রবার রাত থেকে উমাপদ পাল নামে ওই যুবক নিখোঁজ ছিলেন। তবে কোনও অভিযোগ হয়নি। পুলিশ জানতে পারে, রবিবার সন্ধ্যায় খালপাড় এলাকায় উমাপদ তাস খেলছিলেন। তারপরই নিখোঁজ হন। পুলিশ জানতে পারে, ওই দিন জুয়া খেলা নিয়ে সুনীলের সঙ্গে উমাপদর বচসা হয়। সুনীলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় জানা যায়, টাকার ভাগ নিয়ে বচসার জেরে সুনীল গলায় গামছার ফাঁস দিয়ে উমাপদকে শ্বাসরোধ করে খুন করে। অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, “খুনের মামলা দায়ের করে তদন্ত হচ্ছে।”
|
‘গাফিলতি’, ধৃত ২ টোলপ্লাজা কর্মী |
নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল |
টোলপ্লাজায় রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার গাড়ির সামনে গেট পড়ে যাওয়ার ঘটনায় দু’জন কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার রাতের। পুলিশ জানায়, ওই দিন রাতে সেচ মন্ত্রী মানস ভুঁইয়ার গাড়ি ধুলাগড় টোলপ্লাজার কাছে আসার পর আচমকা গেটের লোহার রডটি মন্ত্রীর গাড়ির সামনে চলে আসে। গাড়ির চালক সজোরে ব্রেক কষেন। এই ঘটনায় ক্ষুব্ধ হন মন্ত্রী। সোমবার মন্ত্রীর পাইলট গাড়ির চালকের অভিযোগের ভিত্তিতে ওই সময়ে কতর্ব্যরত টোলপ্লাজার দুই কর্মীকে গাফিলতির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। যান্ত্রিক ত্রুটির কারণে ওই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ অনুমান।
|
ডানলপে সমবায়ের ভোটে সিটুর জয় |
নিজস্ব সংবাদদাতা • সাহাগঞ্জ |
ডানলপ কারখানার শ্রমিক সমবায়ে নির্বাচনে ৬টি আসনেই জিতল সিটু। সিটু নিয়ন্ত্রিত ওই সমবায়ে শেষ ভোট হয়েছিল ১১ বছর আগে। কারখানা খোলার দাবিতে সিটু, আইএনটিটিইউসি এবং আইএনটিইউসি এক মঞ্চে এলেও রবিবার ওই নির্বাচনে আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি তথা হুগলির সাহাগঞ্জের ওই কারখানার শ্রমিক নেতা বিদ্যুৎ রাউতের অভিযোগ, “ভোটার তালিকায় কারচুপি করে জিতেছে সিটু।” অভিযোগ উড়িয়ে দিয়ে কারখানার সিটু নেতা বিতান চৌধুরী বলেন, “ডানলপ নিয়ে রাজ্য সরকার এবং দল হিসেবে তৃণমূলের ভূমিকায় শ্রমিকেরা ক্ষুব্ধ। সমবায়ের ভোটে তাঁরা জবাব দিয়েছেন। বিভিন্ন সময় কারখানা বন্ধ থাকাতেই দীর্ঘ দিন সমবায়ে ভোট হয়নি।”
|
বিবেকানন্দ ও রবীন্দ্র-স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
সোমবার গোঘাটের পূর্ব অমরপুর, ধূলেপুর, শ্যামবাটি-বায়ুগ্রাম এবং জয়কৃষ্ণপুর এই চারটি গ্রামের মানুষ একজোট হয়ে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের জন্মের সার্ধ শতবর্ষ পালন করলেন। পূর্ব অমরপুরের নগেন্দ্র-উপেন্দ্র বিদ্যানিকেতন চত্বরে এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নিখরচায় চিকিৎসা শিবির এবং স্বাস্থ্য সচেতনতা শিবির হয়। তাতে যোগ দেন ৮ জন চিকিৎসক। অন্য দিকে, খানাকুলের রাধানগরে রবিবার থেকে ‘রবীন্দ্র-সপ্তাহ’ পালনের সূচনা হল। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের উদ্যোক্তা রাধানগর পল্লি সমিতি। রবিবার সকাল ৭টায় স্থানীয় বাসিন্দারা নাচ-গান-আবৃত্তি পরিবেশনার মধ্যে দিয়ে পথ পরিক্রমা করেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানে থাকছে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনাসভা, নাচ, গান, আবৃত্তি, নাটক-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
আবক্ষ মূর্তি |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
প্রাক্তন বিধায়ক স্বরাজ মুখোপাধ্যায়ের নবম মৃত্যুবার্ষিকী পালিত হল রবিবার। শ্রীরামপুরে তাঁর বাসভবনের কাছেই জিটি রোডের ধারে অনির্বাণ পাঠাগারের সামনে প্রয়াত বিধায়কের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। এ দিন সন্ধ্যায় মূর্তির আবরণ উন্মোচন করেন তৃণমূল সাংসদ সোমেন মিত্র। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিধায়ক সুদীপ্ত রায়, তপন দাশগুপ্ত-সহ তৃণমূলের বহু নেতানেত্রী। ছিলেন স্বরাজবাবুর স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। এর পরে মণীন্দ্রমঞ্চে স্মরণসভা হয়। স্বরাজবাবুকে নিয়ে স্মৃতিচারণ করেন সোমেনবাবু, রবীন্দ্রনাথবাবুরা-সহ বিশিষ্টজনেরা।
|
কংগ্রেসের সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • মশাট |
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আন্দোলনের রূপরেখা তৈরি করতে হুগলির তিনটি ব্লককে নিয়ে সম্মেলন করল জেলা কংগ্রেস। চণ্ডীতলা ১, চণ্ডীতলা ২ এবং জাঙ্গিপাড়া এই তিনটি ব্লক নিয়ে রবিবার মশাটে ওই সম্মেলন হয়। উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান, দলের জেলা সভাপতি দিলীপ নাথ।
|
অপহৃত শিশু উদ্ধার |
কয়েক হাজার টাকার বিনিময়ে দু’মাসের ভাইপোকে বিক্রি করে দিয়েছিল কাকা। ঘটনার দু’দিন পরে বালি থানার পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করেছে। পাশাপাশি, ‘শিশু কেনা’র অপরাধে এক নিঃসন্তান দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির কাকা পলাতক। পুলিশ জানায়, বালির বাসিন্দা অর্জুন সাউ ও গায়ত্রীর দু’মাসের ছেলে রাহুল। অভিযোগ, ৪ এপ্রিল অর্জুনবাবুর ভাই দীপক রাহুলকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছেন বলে বেরোন। কিছুক্ষণ পরে ফিরে তিনি গায়ত্রীদেবীকে জানান, রাহুলকে পাওয়া যাচ্ছে না। তার পর থেকে দীপকেরও খোঁজ পাওয়া যায়নি। ৬ এপ্রিল বালি থানায় বিষয়টি জানান গায়ত্রীদেবী। অভিযোগের ভিত্তিতে পুলিশ বেলুড় ধর্মতলা রোডের একটি আবাসন থেকে গণেশ মিশ্র ও সবিতা মিশ্র নামে এক দম্পতিকে আটক করে। পুলিশের দাবি, জেরায় তাঁরা জানান, দীপক ৫০ হাজার টাকায় ওই শিশুটিকে তাঁদের কাছে বিক্রি করে। ওই দম্পতি পুলিশকে জানান, বড়বাজারে তাঁদের এক আত্মীয়ের কাছে শিশুটি রয়েছে। রাতেই শিশুটি উদ্ধার হয়। হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাদ পারভেজ বলেন, “দীপকের খোঁজ চলছে। গায়ত্রীদেবীর আরও পাঁচটি সন্তান রয়েছে। তারা কোথায়, তা-ও দেখা হচ্ছে।”
|
পথ দুর্ঘটনায় বালকের মৃত্যু |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বালকের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে আরামবাগের পল্লিশ্রীতে। মৃতের নাম সুরজিৎ পাত্র (৭)। বাড়ি স্থানীয় ঘিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পল্লিশ্রীতে সুরজিতের আত্মীয়ের বাড়ি। সে রাস্তা পেরিয়ে দোকানে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয়। |
|