পটনায় গুলিতে ব্যবসায়ী খুন |
প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হলেন পটনার এক ব্যবসায়ী। আজ সকালে আগমকুঁয়া থানার কুমরার পার্কে তিন যুবক সাকেত গুপ্ত (৪৫) নামে ওই ব্যবসায়ীকে গুলি করে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তাঁর বাড়ি পটনার আলমগঞ্জ থানার বেলওয়ারগঞ্জে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। সিনিয়র পুলিশ সুপার অমৃত রাজ জানান, নিহত সাকেতের দেহে সাতটি গুলির ক্ষত মিলেছে। দু’জনকে ধরা হয়েছে। তাদের জেরা করা হবে। তারপরেই খুনের কারণ জানা যাবে। সাকেত সর্ম্পকে পুলিশের ডিজি অশোক গুপ্তের খুড়তুতো ভাই। অশোকবাবু এখন রাজ্য পুলিশের আবাসন নির্মাণ নিগমের চেয়ারম্যান। এই খুনের ঘটনায় পুলিশও কিছুটা বিড়ম্বনায়। তবে অন্য একটি সূত্রে জানা গিয়েছে, এই খুনের পিছনে পারিবারিক কারণ থাকতে পারে। সম্প্রতি ব্যবসার সূত্রে সাকেতবাবু যে ভাবে ফুলেফেঁপে উঠছিলেন তা অনেকেরই সহ্য হচ্ছিল না। পটনায় সাকেতবাবুর ওষুধ থেকে শুরু করে বাড়ি তৈরি এবং মদের ব্যবসা ছিল।
|
ধর্ষণের অভিযোগে ধৃত আইনজীবী |
স্বামীকে অন্য ঘরে আটকে রেখে তাঁর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল মুজফফ্পুরের এক আইনজীবীর বিরুদ্ধে। নির্ভয় কুমার নামে ওই আইনজীবীকে হাজিমহম্মদপুর থানার পুলিশ আজ সকালে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গোরল থানা এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে শনিবার ঘর খুঁজতে আসেন। অন্ধকার হয়ে আসায় ওই আইনজীবী তাঁদের থেকে যেতে বলেন। ঘোরিয়া বাজারের প্রফেসর কলোনিতে ওই আইনজীবী চারটি ঘর নিয়ে একাই থাকেন। সেখানেই তাঁদের থেকে যেতে বলেন। রাতে স্বামীকে অন্য ঘরে শুতে বলেন আইনজীবী। স্ত্রীকে রাখেন অন্য ঘরে। রাতে স্বামীর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় আইনজীবী। এরপর যে ঘরে ওই মহিলাকে শুয়েছিলেন সেখানে গিয়ে ওই আইনজীবী তাঁকে ধর্ষণ করে। গত কাল থানায় অভিযোগ জানান মহিলার স্বামী। এরপর পুলিশ আজ সকালে ওই আইনজীবীকে গ্রেফতার করে।
|
নীতীশ-মোদী-রাবড়ীর পরিষদে শপথ |
শপথ নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী। বিহার বিধান পরিষদের সদস্য হিসেবে এই তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ ছিল পরিষদের নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যান সেলিম পারভেজ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। বিধান পরিষদে এ দিন মোট ১১ জন ‘নতুন’ সদস্যই শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে জেডইউ-এর ছয়, বিজেপি-র চার এবং আরজেডি-র একজন শপথ নিয়েছেন। উল্লেখ্য, ১১টি আসনে ১১ জন প্রার্থী থাকায় শেষ পর্যন্ত ভোটাভিটির কোনও সুযোগ ছিল না।
|
শ্রমিক বিক্ষোভে বন্ধ শ্রীমন্তপুর চেকপোস্ট |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
মজুরিবৃদ্ধির দাবিতে ট্রাকে মাল তোলা-নামানোর কাজে নিযুক্ত শ্রমিকদের বিক্ষোভে বন্ধ ত্রিপুরার সোনামুড়ায় শ্রীমন্তপুরের আমদানি-রফতানি বাণিজ্য। সীমান্তের দু’ধারে সার বেঁধে দাঁড়িয়ে আছে মালবোঝাই ট্রাক। আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ‘সমস্যা’ মেটানোর চেষ্টা করেও ‘ব্যর্থ’ হয়েছেন। কাল থেকে শ্রমিকেরা ট্রাক থেকে ‘লোডিং-আনলোডিং’-এর কাজ বন্ধ করে দিয়েছেন। রাজ্য ডেপুটি শ্রম কমিশনার উত্তম মজুমদার জানান, শ্রম দফতরের এক আধিকারিককে ‘শ্রমিক অসন্তোষ’ বিষয়ে খোঁজখবর নিয়ে আগামিকাল রিপোর্ট দিতে বলা হয়েছে। ‘কার পাস’ চালু হওয়ায় বাংলাদেশের ট্রাক সরাসরি ভারতের সীমানায় ঢুকে পড়তে পারে। শ্রমিকদের দাবি, বাংলাদেশি ট্রাকগুলির ধারণক্ষমতা বেশি। ওই সব ট্রাকে বেশি মাল তোলা-নামা করতে হয়। কিন্তু মজুরি সেই হারে মেলে না।
|
মেয়ে ও স্ত্রীকে ছুরি, আত্মহত্যার চেষ্টা |
নিজের মেয়ের গলায় ছুরি চালিয়ে হত্যা করে, স্ত্রীকে খুন করার চেষ্টা করে এক ব্যক্তি। এর পর নিজের গলাতেও সে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কাল রাতে গয়া জেলার কির্কি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। জখম হয়ে স্বামী-স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। পাঁচ বছরের মেয়ে রানি কুমারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, কাল রাতে সপরিবারে বাড়ি ফেরার পথে বিনোদ পাসোয়ান মেয়ে ও স্ত্রী দেবন্তীর গলায় ছুরি মারে। পরে সে নিজের গলায় ছুরি মারে। লোকজন দেখতে পেয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যান। সেখানে রানিকে মৃত বলে ঘোষণা করা হয়।
|
হিলারির পাতে দক্ষিণী খানা |
মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনের জন্য পুরোপুরি দক্ষিণ ভারতীয় প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছে। এতদিন পর্যন্ত সারা দেশের খাবার বিদেশি অতিথির জন্য হাজির করাই ছিল রীতি। কিন্তু, এ বারে হিলারির জন্য সেই রীতি ভাঙা হয়েছে। আগামী কাল বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণের সঙ্গে প্রাতরাশ বৈঠকে বসবেন হিলারি। সরকারি সূত্রে খবর, পাতে হাজির থাকবে রাওয়া উপমা, ধোসা, ইডলি, উত্তপম, কেশরী ভাতের মতো খাবার। উপমায় থাকবে কাজুবাদাম ও ধনেপাতা। দু’রকমের ধোসা বানানো হবে মার্কিন বিদেশসচিবের জন্য। থাকবে মশলা ও সাদা দোসা। টমেটো ও নারকেলের চাটনিও থাকবে। প্রাতরাশের টেবিলে সুর কাটতে দিতে রাজি নন কেউই। তাই খাবারের পরে থাকবে মশলা চা ও দক্ষিণ ভারতীয় কফি।
|
সুপ্রিম কোর্টে জামিন পেলেন মাওবাদী নেতা নারায়ণ স্যানাল। তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ছত্তীসগঢ়ের আদালতে সমাজকর্মী বিনায়ক সেনের সঙ্গে রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত হন আটাত্তর বছরের নারায়ণবাবু। ইতিমধ্যেই ছ’বছর জেলে কাটিয়েছেন তিনি। আজও তাঁর জামিনের বিরোধিতা করেন ছত্তীসগঢ় সরকারের আইনজীবীরা। শীর্ষ আদালত জানিয়েছে নারায়ণবাবুর বয়সের কথা ভেবে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। |