টুকরো খবর
পুকুরে বাঁধ কাটায় ক্ষোভ
পুকুরের জল বের করার জন্য বাঁধ কেটে দেয় পাঁচ মালিক। জলের তোড়ে ইতিমধ্যেই ফাটল ধরেছে স্থানীয় বাসিন্দা শিবু বাউরির মাটির বাড়ির দেওয়ালে। সংলগ্ন একটি প্রস্তাবিত কারখানার ঘেরা পাঁচিলের একাংশ ভেঙে পড়ায় জখম হয়েছেন এক বধূ। তাঁকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিকারের দাবিতে সোমবার জামুড়িয়ার তপসি গ্রামে পুকুরের তিন শরিকের বাড়িতে চড়াও হন জখম এবং বিপন্নদের পরিজনেরা। সিপিএমের অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্তের অভিযোগ, “হারাধন মণ্ডল, ফণিলাল মণ্ডল, পরেশ মাজি, নবীন মণ্ডল এবং শিবু মণ্ডলদের একটি পুকুর রয়েছে। গ্রীষ্মের সময় জলসঙ্কট তীব্র। তা সত্ত্বেও পুকুরের জল কেটে বের করে দেওয়ায় সমস্যা বেড়েছে। প্রতিবাদে বাসিন্দারা পুকুরের মালিকদের ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” এ দিকে তৃণমূলের তপসি অঞ্চল সভাপতি মনোঞ্জয় চট্টোপাধ্যায়ের বক্তব্য, “পুকুরে বাঁধ কেটে দেওয়া ঠিক নয়। পুকুরের মালিক তথা তৃণমূলের ৫ কর্মীকে আমরা সে কথা আগেই বলেছিলাম। তবে সেই কারণে যে ভাবে চড়াও হয়ে বিক্ষোভ দেখানো হল তা ঠিক নয়।” পুকুরের পাঁচ শরিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিবুবাবু। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেট
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত গায়েত্রী দেবী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় আসানসোল রেল মাঠের খেলায় বিজয়ী হল পূর্ব রেল আসানসোল স্পোর্টস। বার্নপুর স্কুল অব ক্রিকেটকে তারা ২৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্ব রেল ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে বার্নপুর স্কুল অফ ক্রিকেটের ইনিংস ১০৮ রানে শেষ হয়ে যায়। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল রাধানগর সিএ। তারা দোমহানি একাদশকে ৫৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে রাধানগর সিএ ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। জবাবে দোমহানি ৭৭ রানে শেষ হয়ে যায়।

খনিতে বিক্ষোভ
কোনও বিক্ষপ্তি ছাড়াই প্রথম পালির কাজে যোগ দেওয়ার সময় বদলে দেওয়ায় অভিযোগ উঠল। প্রতিবাদে সোমবার প্রথম পালিতে কাজ না করে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। রানিগঞ্জের ইসিএলের জেকে নগর প্রজেক্টের ঘটনা। আইএনটিটইউসি নেতা বাবলু সিংহের অভিযোগ, “প্রতিদিন ৮টা ৪০ মিনিট পর্যন্ত হাজিরা নেওয়া হলেও এ দিন ৮টা ২৫ মিনিটের পরে আর কাউকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেওয়া হয়নি। তাই কেউ এই পালিতে কাজ করেননি।” এজেন্ট এ কে পান্ডে বলেন, “এ বিষয়ে মন্তব্য করা আমার এক্তিয়ার বহির্ভূত।”

স্কুলে ‘ভাঙচুর’
তালা ভেঙে স্কুলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। জামুড়িয়ার বাঁক শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাধন মাজি জামুড়িয়া থানায় লিখিত অভিযোগে জানান, সোমবার সকালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মী রাজেন্দ্র রাম স্কুলে গিয়ে দেখেন, শিক্ষক রুমের তালা ভাঙা। ৬টি চেয়ার ভেঙে ফেলা হয়েছে। বেশ কিছু খাতাও ছিঁড়ে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। জামুড়িয়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভত্তিতেতদন্ত শুরু হয়েছে।

জন্মদিন পালন
পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস উপলক্ষে শনিবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল রানিগঞ্জের তিরাটে। উপস্থিত ছিলেন প্রয়াত রঘুনাথ মুর্মুর নাতি এন রঘু মুর্মু এবং রানিগঞ্জ পুরসভার চেয়ারম্যান অনুপ মিত্র, রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রেবু মুর্মু এবং তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। রঘুবাবু এ দিন বলেন, “ রাজ্যে ২০০৩ সাল থেকে অলচিকি ভাষায় শিক্ষাদান শুরু হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের উন্নতিতে সরকারকে আরও বেশি উদ্যোগ নিতে হবে।”

স্মরণসভা
কবি অরুণ চট্টোপাধ্যায়ের স্মরণসভা আয়োজিত হল আসানসোলে। সোমবার ওই সভায় ৮০ জন কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন। বার্ধক্যজনিত কারণে সম্প্রতি প্রয়াত হন। মৃত্যুর খবর পাওয়া মাত্রই স্মরণসভার আয়োজন করে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের দুর্গাপুর শাখা।

ব্যাঙ্কে আগুন
বেনাচিতির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে আগুন লেগে যায় সোমবার দুপুরে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে মধ্যেই আগুন আয়ত্তে আনে।

গয়নার ব্যাগ উদ্ধার
— নিজস্ব চিত্র।
আসানসোল রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে রুপোর গয়নাভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পায় রেল পুলিশ। সোমবার দুপুরের ঘটনা। রেলপুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ব্যাগটির মধ্যে প্রায় ১৭ কেজি রুপোর গয়না রয়েছে। অন্য যাত্রীদের কাছ থেকে ব্যাগটি পড়ে থাকার খবর পায় পুলিশ। গয়নাগুলি উদ্ধার করা হয়।

টি-টোয়েন্টি ক্রিকেট
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত গায়েত্রী দেবী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় আসানসোল রেল মাঠের খেলায় বিজয়ী হল পূর্ব রেল আসানসোল স্পোর্টস। বার্নপুর স্কুল অব ক্রিকেটকে তারা ২৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্ব রেল ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে বার্নপুর স্কুল অফ ক্রিকেটের ইনিংস ১০৮ রানে শেষ হয়ে যায়। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল রাধানগর সিএ। তারা দোমহানি একাদশকে ৫৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে রাধানগর সিএ ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। জবাবে দোমহানি ৭৭ রানে শেষ হয়ে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.