দেগঙ্গার তিন ছাত্রী উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
নিখোঁজ তিন স্কুলছাত্রীকে উদ্ধার করল করণদিঘি থানার পুলিশ। শনিবার সকালে বিলাসপুর এলাকার ঘটনা। দশম শ্রেণির ওই তিন ছাত্রীর বাড়ি উত্তর ২৪ পরগণার দেগঙ্গায়। পুলিশের জেরায় তারা জানায়, পড়াশোনা নিয়ে বাড়ির বকুনিতে তারা গত বৃহস্পতিবার বাড়ি থেকে পালিয়ে ট্রেনে চেপে বিলাসপুরে এক বন্ধুর বাড়িতে ওঠে। ওই পরিবারের তরফে ফোনে তিন ছাত্রীর বাড়িতে সব জানানো হয়। এ দিন তিন ছাত্রীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
|
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। মালদহের রতুয়ার বাটনা এলাকার ঘটনা। গ্রামের চাষি মহম্মদ ইলিয়াসের মেয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রী কোহিনুর খাতুনের বিয়ে ঠিক হয়েছিল। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা এলাকায় গিয়ে বিয়ে বন্ধ করে দেন। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে ওই কিশোরীর বাবা মুচলেকা দিয়েছেন।”
|
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ইসলামপুর সংলগ্ন বিহারের চুরলিতে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু এবং মহিলার। আহত ১৮। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম লখিরাম মাডি (৫)। মৃত মহিলার পরিচয় জানা যায়নি। শনিবার রাতে বিহারের টিপিঝাড়ি থেকে ট্রাকে করে কনেযাত্রী যাচ্ছিলেন ২০ জন। চুরলিতে ট্রাকটি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক ব্যক্তিকে খুনের অভিযোগে তাঁর স্ত্রী ও ছেলে-বৌমাকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ জলপাইগুড়ির মাদানিবাজারের ওই ঘটনায় ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালত ৫ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ঘটনাটি শুক্রবার রাতের। মৃতের নাম সুকুমার রায় (৪০)। তাঁর মায়ের অভিযোগ, ওই রাতে ছেলেকে খুন করে বাড়ির উঠোনে দেহ লুকানোর চেষ্টা করছিলেন সুকুমারবাবুর স্ত্রী ছেলে ও পুত্রবধূ। সুকুমারবাবুর স্ত্রী ললিতা, ছেলে বাপি এবং বৌমা পিঙ্কিকে গ্রেফতার করেছে পুলিশ। |