টুকরো খবর |
পরীক্ষায় ‘নকল’, ছাত্রীর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পরীক্ষায় নকল করার অভিযোগে ধরা পড়া এবং স্কুলে অশান্তির পরে দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ মিলল। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরে হলদিয়ায় গাঁধীনগরের বাড়িতেই স্থানীয় হাতিবেড়্যা অরুণচন্দ্র হাইস্কুলের ছাত্রী সুস্মিতা মাইতির (১৫) অসাড় দেহ ঝুলতে দেখা যায়। বাড়ির লোকজনের অভিযোগ, শুক্রবার ভৌতবিজ্ঞান পরীক্ষায় নকল করার অভিযোগে তাকে বকাবকি করেছিলেন প্রধান শিক্ষক সুদীপ্তকুমার মাইতি। খাতাও কেড়ে নেওয়া হয়। এ দিন তার মা বীণা মাইতি এবং গৃহশিক্ষক দুধকুমার হালদার স্কুলে গিয়ে সুস্মিতাকে ক্ষমা করার অনুরোধ জানান। তাকে এ দিন অঙ্ক পরীক্ষা দিতে দেওয়া হয়। কিন্তু আগের দিনের ঘটনায় তাকে ক্ষমা করতে অস্বীকার করেন প্রধান শিক্ষক। স্কুলে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে দুধকুমারবাবুকেও পুলিশ ডেকে গ্রেফতার করানো হয়। অপমানে সুস্মিতা আত্মঘাতী হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ তোলা হলেও রাত পর্যন্ত পুলিশে কিছু জানানো হয়নি। প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
হাইকোর্টে জামিনের আর্জি লক্ষ্মণ শেঠের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জেলা আদালতে গত ২৬ এপ্রিলই খারিজ হয়েছিল তাঁর জামিনের আবেদন। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে জেলবন্দি প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের তরফে এ বার জামিনের আবেদন জানানো হল হাইকোর্টে। সোমবার বা তার পরে যে কোনও দিন মামলাটি শুনানির জন্য বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চে উঠবে বলে মনে করছেন তাঁর আইনজীবীরা। কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত হয়ে আর এক দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষও আগাম জামিনের জন্য হাইকোর্টেরই শরণাপন্ন হয়েছিলেন। হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করলেও তদন্তের পরবর্তী-স্তরে নিম্ন আদালত সেই জামিন বাতিল করেছিল। জেলে গিয়েছিলেন সুশান্তবাবু। আপাতত তিনি সুপ্রিম কোর্ট থেকে শর্তাধীন জামিনে মুক্ত। লক্ষ্মণবাবু অবশ্য যে মামলার সূত্রে বন্দি, তাতে ইতিমধ্যেই চার্জশিট হয়েছে। জেলা আদালতও সদ্যই জামিনের আবেদন খারিজ করেছে। তবুও, আসন্ন হলদিয়া পুরভোটের দিকে লক্ষ্য রেখেই লক্ষ্মণবাবুর তরফে তড়িঘড়ি ফের হাইকোর্টে আবেদন করা হয়েছে বলে আইনজীবী মহলের বক্তব্য। হলদিয়ায় দীর্ঘ ১৫ বছর ধরে পুরপ্রধান রয়েছেন লক্ষ্মণ-জায়া তমালিকা পণ্ডাশেঠ।
|
|