টুকরো খবর
বিশ্বসেরা দীপিকা
বিশ্বকাপ তিরন্দাজিতে চ্যাম্পিয়ন হলেন ভারতের দীপিকা কুমারি। তিনি জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নও ছিলেন। তুরস্কের আনতালায় ৬-৪ হারালেন কোরিয়ার লি সুং জিনকে। ইদানীং ভারতের অনেক তিরন্দাজ সাফল্য পাচ্ছেন। দীপিকা এখন ভারতের অন্যতম সেরা মেয়ে ক্রীড়াবিদ।

ইস্টবেঙ্গলই রানার্স ৬ পয়েন্ট পিছনে
ইস্টবেঙ্গল ১ (এডমিলসন)
এয়ার ইন্ডিয়া ০
পরিসংখ্যানের সুত্র ধরে হাঁটলে দেখা যাবে, গত বছর যেখানে শেষ করেছিল সেখানেই আবার গাড়ির চাকা আটকে গেল ইস্টবেঙ্গলের। বড় অধঃপতন হয়নি। তবে উন্নতির সিঁড়িতেও চড়তে পারেনি ট্রেভর জেমস মর্গ্যানের দল। আগের বারের মতো এ বারও আই লিগে একই নম্বর পেয়ে রানার্স হলেন টোলগেরা। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট। পাওনার ঝুলিতে সাফল্যে বলতে এ বছর দু’টো গোল (৪৬) বেশি করেছেন লাল-হলুদ ফুটবলাররা। শনিবার পুণেতে এয়ার ইন্ডিয়াকে ১-০ গোলে হারিয়ে লক্ষ্য পূরণ করে ফেলল ইস্টবেঙ্গল। পাশাপাশি ১৪ মে কলকাতা লিগে মহমেডানের বিরুদ্ধে অতি-গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে মনোবলটাও বাড়িয়ে রাখলেন ওপারা-মেহতাবরা। রানার্স হওয়ার জন্য এক পয়েন্ট প্রয়োজন থাকলেও, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লেন তাঁরা। পেলেন এএফসি কাপে খেলার ছাড়পত্র। এ দিন তাঁদের খেলার মধ্যেও সেই ঝলক ফুটে উঠছিল। শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে বিমান কর্মীদের দলকে কোণঠাসা করে দেয় ইস্টবেঙ্গল। এমনকী ঘন ঘন আক্রমণের ঝড় তুলে মাত্র আধ ঘণ্টার মধ্যেই এডমিলসনের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে মর্গ্যান একটু বেশি রক্ষণাত্মক না হয়ে গেলে আরও গোল বাড়তে পারত ইস্টবেঙ্গলের।

ইস্টবেঙ্গল: সন্দীপ, রবার্ট, নির্মল, ওপারা, রাজু, হরমনজিৎ, সুবোধ (পাইতে), মেহতাব, এডমিলসন (সঞ্জু), টোলগে (বলজিৎ), রবিন।

শেষ ম্যাচেও র্যান্টির গোল
শেষ ম্যাচ ৩-০ জিতেই আই লিগ শেষ করল চ্যাম্পিয়ন ডেম্পো। নীল জার্সিতে শেষ ম্যাচে গোল করে র্যান্টি মার্টিন্স জানিয়ে দিলেন, কলকাতাতেই আসছেন আগামী মরসুমে। শনিবারের প্রতিপক্ষ প্রয়াগ ইউনাইটেডের সঙ্গেই তাঁর কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু র্যান্টি ক্লাবের নাম বলেননি। প্রয়াগ একেবারে আত্মসমর্পণ করল। গোল করেন র্যান্টি, ক্লাইম্যাক্স, কোকো। লিগের সর্বোচ্চ গোলদাতা র্যান্টির গোলসংখ্যা হল ৩২। ডেম্পোর ৫৭। ফাঁকা গ্যালারিতে গোটা দশেক ডেম্পো সমর্থক ছিলেন পতাকা নিয়ে। ফেডারেশন আই লিগের ট্রফি দেওয়ার ব্যবস্থা করেছিল শেষ ম্যাচে। কেউই ছিল না তা দেখতে। হাতে নেওয়ার সময় তাঁরাই চিৎকার করছিলেন। ট্রফি নিয়ে আনন্দ সেরে র্যান্টি বলেন, “পরের মরসুমে কলকাতায় আসছি। এখানে সবাই ফুটবলারদের খুব কদর করে।” তাঁর কোচ আর্মান্দো কোলাসো আবার বললেন, “ও যখন আমাকে বলবে তখনই বিশ্বাস করব ও ডেম্পো ছাড়ছে।”

বেটিং চক্রে জড়িত সন্দেহে ধৃত পাঁচ
ক্রিকেট বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ যুবককে আটক করলেন গোয়েন্দারা। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দফতরের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে বেলুড়ের অভয় গুহ রোডের বিবেকানন্দ পল্লির একটি সেলুনে হানা দেন। ভিতরে ল্যাপটপ নিয়ে বসেছিলেন পাঁচ যুবক। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। তাঁদের ল্যাপটপটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এ দিনই ‘ব্ল্যাকে’ টিকিট বিক্রি করার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

এফএ কাপ জিতল চেলসি
বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এফএ কাপ জিতল চেলসি। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে তারা ২-১ হারাল লিভারপুলকে। চেলসিকে এগিয়ে দেন রামিরেজ। ২-০ করেন দ্রোগবা। লিভারপুলের হয়ে একমাত্র গোল ক্যারলের। শনিবার জিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য মনোবল আরও বাড়িয়ে রাখল চেলসি। এই নিয়ে সাত বার এফএ কাপ চ্যাম্পিয়ন হল চেলসি।

রহস্যময় মৃত্যূ ইয়েকিনির
রহস্যজনক ভাবে মারা গেলেন ওডাফা-র্যান্টিদের দেশের কিংবদন্তি ফুটবল তারকা রশিদ ইয়েকিনি। শুক্রবার ইয়েকিনিকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। শোনা যাচ্ছে, ইব্রাহিম নামে তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসার পার্টনার কিছুদিন আগে এক দল দুষ্কৃতীর হাতে খুন হন। তখন তাঁর কাছে ব্যবসার মূলধনের একটা বড় অংশ ছিল যা দুষ্কৃতীরা লুঠ করে নেয়। ওই ঘটনায় মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ইয়েকিনি।

রবিবার আই লিগে
মোহনবাগান : পুণে এফসি (যুবভারতী, ৩-৩০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.