টুকরো খবর |
সংঘর্ষবিরতি চুক্তি খাপলাংদের সঙ্গে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এনএসসিএন (খাপলাং) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তির মেয়াদ বাড়াল কেন্দ্র। এনএসসিএন (কে) দেশের প্রথম জঙ্গি গোষ্ঠী যাদের সঙ্গে ভারত ও মায়ানমারে সংঘর্ষবিরতি চুক্তি রয়েছে। ভারত সরকারকে না জানিয়ে ৯ এপ্রিল মায়ানমার সরকারের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি করেছিলেন খাপলাং। ২৮ এপ্রিল ভারতের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। ভারত খাপলাংদের এই সিদ্ধান্তের কারণ জানতে চেয়ে চুক্তির মেয়াদবৃদ্ধি স্থগিত রেখেছিল। আলাপ-আলোচনার পরে কাল দুই পক্ষে নতুন সংঘর্ষবিরতি চুক্তি সই হয়। খাপলাং-এর সই করা চিঠি দিল্লির হাতে তুলে দেওয়ার পরে দলের দুই শীর্ষ নেতা ডি টি লিঙ্কন ও হুকাতো সুমি চুক্তি সাক্ষর করেন। |
গুলিতে নিহত কেপিএলটি নেতা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দলীয় দ্বন্দ্বের জেরে কেপিএলটি জঙ্গি সংগঠনের সেনাধ্যক্ষ ব্লেইন হান্সের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, কার্বি আংলং-এর গোপন ঘাঁটিতে গত ৩ মে তাঁর সঙ্গে সতীর্থদের বিবাদ চলাকালীন নিজের একে-৫৬ থেকে এলোপাথাড়ি গুলি চালান হান্সে। এর ফলে ৫ কেপিএলটি সদস্য জখম হন। বাকিরা পাল্টা গুলি চালালে হান্সে ঘটনাস্থলেই মারা যান। তাঁর তিন দেহরক্ষী জখম হয়। হান্সের দেহটি জঙ্গলে কোথাও পুঁতে দেওয়া হয়েছে। দলের সামরিক বিভাগের দেখভাল ছাড়াও অর্থ দফতর সামলাতেন তিনি। ১৯ এপ্রিল দলের সভাপতি নিলীপ ইংহি যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছিলেন। তাঁর মৃত্যুর পরে শরপ টুঞ্জাই সংগঠনের সভাপতি হয়েছেন। পুলিশ তাদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে। সীমান্ত পেরিয়ে তারা যাতে পালাতে না পারে সে জন্য সতর্ক করে দেওয়া হয়েছে বিএসএফকেও। |
ধৃত তিন মাওবাদী
নিজস্ব সংবাদদাতা • পটনা |
রোহতাসে ফের মাওবাদী গ্রেফতার। আজ সকালে এই জেলার কুপা জঙ্গল এলাকায় তিন মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ভানু যাদব নামে এক জঙ্গির মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২ লক্ষ টাকা। তার বিরুদ্ধে থানায় হামলা, পুলিশকর্মীর উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ধ্বংস করা থেকে শুরু করে একাধিক হিংসাত্মক কাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে। ভানুর সঙ্গেই গ্রেফতার হয়েছে পরশুরাম ওরাওঁ এবং সুরেশ পাসোয়ান নামে আরও দুই মাওবাদী।
পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “ধৃতদের কাছে একটি পিস্তল, ৩টি ক্যান বোমা এবং ৭টি ডেটোনেটর পাওয়া গিয়েছে।” উল্লেখ্য বিহারে রোহতাস জেলাতেই থেকে মাওবাদী জঙ্গি ধরা পড়ার ঘটনা সর্বাধিক। |
দুই ভাইয়ের গায়ে অ্যাসিড
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ঘর তৈরি ঘিরে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ। আর তারই জেরে এক পরিবারের দুই ভাইয়ের গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হল। গুরুতর জখম অবস্থায় রঞ্জন এবং রাজন এখন হাসপাতালে চিকিৎসাধীন। কাল বিকালে ঘটনাটি ঘটেছে বেটিয়ার নৌতন থানার হড্ডা গ্রামে। এই ঘটনায় জড়িত পাঁচ প্রতিবেশী পলাতক। পুলিশ জানায়, জমিকে ঘিরে ওই পরিবারের সঙ্গে প্রতিবেশীদের ঝগড়া চলছিল। কাল বিকালে তা তুমুল আকার ধারণ করে। প্রতিবেশীরা অ্যাসিড এনে দু’জনের গায়ে ঢেলে দেয়। |
হোম থেকে পলাতক
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
জুভেনাইল হোম থেকে পালিয়ে গেল চার অভিযুক্ত। আগরতলার বিমানবন্দর থানা সংলগ্ন নরসিংহগড়ের জুভেনাইল হোমে ঠাঁই পেয়েছিল অভিযুক্ত চার কিশোর রঞ্জন মিয়াঁ, জলিল মিয়াঁ, সুমন মিয়া ও সুজন মিয়া। কয়েক দিন আগেই শহরতলির একটি বাড়িতে চুরির দায়ে পুলিশ তাদের আটক করে। আদালতের বিচারের পর তাদের পাঠানো হয় জুভেনাইল হোমে। পলাতক চার জনেরই বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি জেলার আখাউড়া গ্রামে। |
গুয়াহাটিতে ছাত্রাবাস পুড়ে ছাই
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাতের আগুনে ভস্মীভূত হল গুয়াহাটির একটি ছাত্রাবাস। এই ঘটনা আবার দেখিয়ে দিল, প্রশাসন ও দমকলের বহু সাবধানবাণী সত্ত্বেও ছাত্রাবাসের মতো গুরুত্বপূর্ণ বহুতলের মালিকরা এখনও অগ্নিনির্বাপণের জন্য ন্যূনতম ব্যবস্থা রাখারও তোয়াক্কা করছেন না।
পুলিশ সূত্রে খবর, গত কাল রাত সওয়া ১১টা নাগাদ গুয়াহাটির ক্রিস্টান বস্তি এলাকার অরুণোদয় পথে ১২০ ফুট উঁচু একটি বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে, ২৫ জন আইনের ছাত্রের বাস ছিল। তাদের জুন মাসে পরীক্ষা। বাড়ির রাঁধুনি প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার জোড়েন। ঘণ্টাখানেকের চেষ্টায় দমকল আগুন আয়ত্তে আনে। ততক্ষণে ছাত্রদের থাকার ছ’টি ঘর পুড়ে ছাই। অন্তত ১৩ জন ছাত্রের সব বই, নোট্স, শংসাপত্র, মার্কশিট পুড়ে গিয়েছে। দমকল জানায়, বাড়িটিতে আগুন নেভানোর কোনও প্রাথমিক ব্যবস্থাও ছিল না। ফলে, আগুন বিনা বাধায় দ্রুত ছড়িয়ে পড়েছিল। সম্ভবত শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। |
পঞ্জাবের আরও এক মন্ত্রী হাজতে
সংবাদসংস্থা • মোহালি |
বিবি জাগির কৌরের পর এ বার কারাদণ্ড হল পঞ্জাবের কৃষিমন্ত্রী টোটা সিংহের। পাঁচ সপ্তাহের মধ্যে আদালত রাজ্যের দুই পূর্ণমন্ত্রীর বিরুদ্ধে রায় দেওয়ায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। ১৯৯৭-২০০২ সালে পঞ্জাবের শিক্ষামন্ত্রী ছিলেন টোটা। ২০০২ সালে কংগ্রেস ক্ষমতায় এসে টোটার বিরুদ্ধে পঞ্জাব স্কুল শিক্ষা পর্ষদের গাড়ি অপব্যবহার করার এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ আনে। আজ সরকারি সম্পত্তি অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় টোটার ১ বছরের কারাদণ্ড হয়। পাশাপাশি তাঁকে ৩০ হাজার টাকা জরিমানাও করেছে দায়রা আদালত। যদিও সম্পত্তি মামলায় বেকসুর খালাস পেয়েছেন তিনি। রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত টোটা জরিমানার অর্থ সঙ্গে সঙ্গেই দিয়ে দেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার জন্য তিনি জামিনের আবেদন জানান। তা মঞ্জুর করা হয়। তাই আজ তাঁকে জেলে নিয়ে যাওয়া হয়নি। এই বছর মার্চে এসএডি-বিজেপি জোট সরকার গড়লে কৃষিমন্ত্রী হন অকালি দলের নেতা টোটা সিংহ। এখন তিনি পঞ্জাব সরকারের দ্বিতীয় মন্ত্রী যাঁকে কারাদণ্ড দিয়েছে আদালত। মাত্র পাঁচ সপ্তাহ আগেই নিজের মেয়েকে খুনের ষড়যন্ত্র করায় আর এক মন্ত্রী বিবি জাগির কৌরের পাঁচ বছরের জেল হয়েছে। |
ধৃত তিন মাওবাদী
নিজস্ব সংবাদদাতা • পটনা |
রোহতাসে ফের মাওবাদী গ্রেফতার। আজ সকালে এই জেলার কুপা জঙ্গল এলাকায় তিন মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ভানু যাদব নামে এক জঙ্গির মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২ লক্ষ টাকা। তার বিরুদ্ধে থানায় হামলা, পুলিশকর্মীর উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ধ্বংস করা থেকে শুরু করে একাধিক হিংসাত্মক কাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে। ভানুর সঙ্গেই গ্রেফতার হয়েছে পরশুরাম ওরাওঁ এবং সুরেশ পাসোয়ান নামে আরও দুই মাওবাদী। পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “ধৃতদের কাছে একটি পিস্তল, ৩টি ক্যান বোমা এবং ৭টি ডেটোনেটর পাওয়া গিয়েছে।” উল্লেখ্য বিহারে রোহতাস জেলাতেই থেকে মাওবাদী জঙ্গি ধরা পড়ার ঘটনা সর্বাধিক। |
গুলিতে নিহত কেপিএলটি নেতা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দলীয় দ্বন্দ্বের জেরে কেপিএলটি জঙ্গি সংগঠনের সেনাধ্যক্ষ ব্লেইন হান্সের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, কার্বি আংলং-এর গোপন ঘাঁটিতে গত ৩ মে তাঁর সঙ্গে সতীর্থদের বিবাদ চলাকালীন নিজের একে-৫৬ থেকে এলোপাথাড়ি গুলি চালান হান্সে। এর ফলে ৫ কেপিএলটি সদস্য জখম হন। বাকিরা পাল্টা গুলি চালালে হান্সে ঘটনাস্থলেই মারা যান। তাঁর তিন দেহরক্ষী জখম হয়। হান্সের দেহটি জঙ্গলে কোথাও পুঁতে দেওয়া হয়েছে। দলের সামরিক বিভাগের দেখভাল ছাড়াও অর্থ দফতর সামলাতেন তিনি। ১৯ এপ্রিল দলের সভাপতি নিলীপ ইংহি যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছিলেন। তাঁর মৃত্যুর পরে শরপ টুঞ্জাই সংগঠনের সভাপতি হয়েছেন। |
দুর্ঘটনায় দুই রাজ্যে মৃত ১৭
সংবাদসংস্থা • লখনউ ও জয়পুর |
ট্যাঙ্কারের সঙ্গে একটি ছোট ট্রাকের সংঘর্ষে মারা গেলেন তিন জন। আহত ১৬। আজ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বদায়ুঁর কাছে কোতোয়ালি বিসৌলি এলাকায়। মৃতদের মধ্যে দু’জনের নাম রাজু(২১) এবং আসিফ(৪০)। তবে, তৃতীয় জনের পরিচয় এখনও জানতে পারা যায়নি। ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে। তখনই মারা যান রাজু এবং আসিফ। অন্য দিকে, কৌশাম্বির কাছে বিওয়ার কোটারি গ্রামে পৃথক পথ-দুর্ঘটনায় মৃত্যু হল সাত তীর্থযাত্রীর। রাজস্থানের অজমের জেলায় অপর আর একটি পথ দুর্ঘটনায় মারা গেলেন সাত জন। |
মাওবাদী হানা, হত ২
নিজস্ব সংবাদদাতা • নাগপুর |
মাওবাদী হানায় মৃত্যু হল দুই ব্যক্তির। গত কাল ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়ছিড়ৌলিতে। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম মধুকর কপগেট (৪১) এবং বিনায়ক লোমভারে (৩৫)। কালই ঘটনাস্থলের নিকটবর্তী জঙ্গল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। |
কাশ্মীরে সংঘর্ষে হত ২ লস্কর জঙ্গি
সংবাদসংস্থা • শ্রীনগর |
নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির সংঘর্ষে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার পত্তন এলাকায় আজ নিহত হয়েছে দুই লস্কর-ই-তইবা জঙ্গি। নিহতদের নাম নিসার আহমেদ মির এবং মহম্মদ ইব্রাহিম জানওয়ারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ওই দুই জঙ্গি বেশ অনেক দিন ধরেই পত্তনের নিহালপোরা গ্রামে লুকিয়ে ছিল। আজ সকালে তাদের বাসস্থান ঘিরে ফেলা হয়। এর পর তাদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে গুলি চালাতে শুরু করে। এই গুলি বিনিময়ের সময়েই মৃত্যু হয় তাদের। |
অসম-ভুটানে ভূকম্প
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভূকম্পে কেঁপে উঠল অসম ও ভুটান। কাল রাত দেড়টা নাগাদ উজানি অসমে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পের কেন্দ্র মার্গারিটা। মাজুলি, ধেমাজি, নাহরকাটিয়া, দুলিয়াজান, নামরূপ, ডিব্রুগড়, লখিমপুর, তিনসুকিয়া এবং ভুটানের থিম্পুতেও কম্পন হয়েছে। |
নিষ্কৃতি-মৃত্যুর আর্জি বন্দির
সংবাদসংস্থা • সেলম |
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরিয়াস্বামী গত ছ’বছর ধরে রয়েছেন সেলমের জেলে। এড্সে আক্রান্ত হওয়ায় নিষ্কৃতি-মৃত্যুর আবেদন জানালেন তিনি। ২০০২ সালের এপ্রিলে এক ব্যক্তিকে খুন করেন পেরিয়াস্বামী ও তাঁর এক সহযোগী। সাজা হয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু জেলে তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ মেলে না। তাই নিষ্কৃতি-মৃত্যু চান তিনি। রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছেও এ নিয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন পেরিয়াস্বামী। |
|