রাষ্ট্রদ্রোহিতার একটি মামলায় অভিযুক্ত ‘মাতঙ্গিনী মহিলা সমিতি’র অন্যতম নেত্রী দেবলীনা চক্রবর্তীকে ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। শনিবার আলিপুরে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে দেবলীনাকে পেশ করা হয়। ভারপ্রাপ্ত বিচারক অমিতাভ মুখোপাধ্যায় তাঁকে ১৯ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সম্প্রতি তিলজলা থানার নোনাডাঙায় বস্তি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলন চলাকালীন দেবলীনা-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়। আদালতে অন্যরা জামিন পেলেও, দেবলীনা এবং অভিজ্ঞান সরকারকে বিষ্ণুপুর এবং নন্দীগ্রাম থানার অন্য কয়েকটি মামলায় অভিযুক্ত করে সিআইডি। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় ওই মামলায়। নন্দীগ্রাম থানায় খুনের একটি মামলাও রুজু রয়েছে ওই দু’জনের বিরুদ্ধে।
|
কোচিং সেন্টারে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোর প্রায় দু’দিন পরেও খোঁজ নেই এক ছাত্রের। পুলিশ জানায়, তার নাম সন্দীপন চক্রবর্তী। বাড়ি সার্ভে পার্ক থানার পালবাজারে। সে স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণিতে পড়ে। পুলিশ জেনেছে, সন্দীপন শুক্রবার সকাল ন’টা নাগাদ সার্ভে পার্ক এলাকার একটি কোচিংয়ে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর থেকে আর তাঁর কোনও খোঁজ মেলেনি। শনিবার তার অভিভাবকেরা পুলিশে ‘মিসিং ডায়েরি’ করেন। পুলিশ জানিয়েছে, ওই ছাত্র সম্পর্কে খোঁজ নিতে তার বন্ধু-বান্ধবদের সঙ্গেও কথা বলা হচ্ছে।
|
আগুন লাগল লালবাজারে। শনিবার সকালে কলকাতা পুলিশের সদর দফতরে ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ‘স্পেশাল টাস্ক ফোর্স’-এর (এসটিএফ) একটি সার্ভার-রুম। দমকলের পাঁচটি ইঞ্জিন আধঘণ্টায় আগুন আয়ত্তে আনে। পুলিশ সূত্রের খবর, লালবাজারের মূল ভবনের চারতলায় এসটিএফ কন্ট্রোল-রুমের পাশে ওই সার্ভার-রুমটি থেকে সকাল ৮-২০ নাগাদ ধোঁয়া বেরতে থাকে। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে। |