সরাসরি কিছু বলা হচ্ছে না। কিন্তু আজ, রবিবার মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন কলকাতায় পা রাখার পর থেকেই তাঁর চলা-ফেরার বৃত্তের ত্রিসীমানা থেকে আমজনতাকে যত দূর সম্ভব দূরে রাখার তোড়জোড় শুরু করে দিয়েছে প্রশাসন।
১৪ বছর আগে মাদার টেরিজার প্রয়াণের পরে আমেরিকার ‘ফার্স্ট লেডি’ হিসেবে এ শহরে এসেছিলেন তিনি। এ বার মার্কিন বিদেশসচিব হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসার সময়ে এই ‘প্রাক্তন ফার্স্ট লেডি’ পরিচয়টাও হিলারির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক তথা স্থানীয় প্রশাসনকে তটস্থ করে রাখছে।
রবিবার দুপুরে ঢাকা থেকে মার্কিন সেনাবাহিনীর বোয়িং ৭৫৭ বিমানে কলকাতা বিমানবন্দরে নামার কথা হিলারির। মার্কিন দূতাবাস থেকে তাঁর জন্য তিনটি লিমুজিন গাড়ি পাঠানো হবে। তবে হিলারি ও তাঁর জনা ৪০ সফরসঙ্গীর জন্য থাকবে ১৬টি গাড়ির কনভয়। সকাল থেকে দর্শকেরা টিকিট কেটে বিমানবন্দরের আন্তর্জাতিক বিল্ডিং-এর ভিতরে ঢুকতে পারলেও কয়েক ঘণ্টার জন্য উপরে ‘ভিউয়িং গ্যালারি’-তে ওঠার সুযোগ মিলবে না। হিলারির নিজস্ব নিরাপত্তা রক্ষীদের কাছে কী কী অস্ত্র থাকবে, তার একটি তালিকাও এ দিন পাঠিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে।
হিলারির সফর উপলক্ষে সপ্তাহান্তের দুপুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানও বেলা একটা থেকেই বন্ধ থাকবে। ভিক্টোরিয়ার কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে গেটে নোটিস টাঙানো হয়েছে। বেলা সওয়া ১২টাতেই ভিক্টোরিয়ায় ঢোকার টিকিট কাউন্টার বন্ধ করা দেওয়া হবে। বিকেলে ওই স্মৃতি-সৌধের সংগ্রহশালাটি দেখতে হিলারির যাওয়ার কথা।
আলিপুরের পাঁচতারা হোটেলটিও (যেখানে হিলারির থাকার কথা) আম জনতার জন্য রবি-সোম দু’টো দিন কার্যত অগম্য হয়ে উঠছে। হোটেল কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে দেখা গিয়েছে, নিরাপত্তার কড়াকড়ির জন্য রবি-সোম দু’দিন উৎসাহীদের ওই হোটেলের কোনও রেস্তোরাঁয় না-আসারই পরামর্শ দিচ্ছেন আধিকারিকেরা। আগামী দু’দিন নতুন কোনও বুকিং-ও পারতপক্ষে নেওয়া হচ্ছে না বলেই হোটেল সূত্রের খবর।
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর ভবনে হিলারির অনুষ্ঠানটি নিয়েও রীতিমতো গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ওই ভবনের একতলায় একটি ঘরে ছিমছাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিন বিকেলেও দেখা গেল, সেখানে কী ভাবে অনুষ্ঠান সারা হবে, থেকে শুরু করে কোথায় কী আসবাব থাকবে সব কিছুর খুঁটিনাটি ঠিক করছেন মার্কিন দূতাবাস-কর্মী ও নিরাপত্তা আধিকারিকেরা। দূতাবাস সূত্রের খবর, আইসিসিআর-এ প্রথমে হিলারির সামনে একটি নৃত্যানুষ্ঠান পরিবেশিত হওয়ার কথা। তার পরে পাচার-চক্রের শিকার কয়েক জন দুর্গত মহিলার তৈরি কিছু শিল্প-সামগ্রী হিলারিকে দেখানো হবে। এর পরে বন্ধ ঘরে ওই মহিলাদের কয়েক জনের সঙ্গে একান্তে কথা বলবেন হিলারি। সেখান থেকে ভিক্টোরিয়ায় যাওয়ার কথা তাঁর।
কাল, সোমবার মহাকরণের কনফারেন্স রুমে মুখ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন বিদেশসচিবের দেখা হবে। সেখানে রাজ্য সরকারের পাঁচ জন প্রতিনিধিরও থাকার কথা। হিলারির সঙ্গে থাকবেন ছ’জন। এখনও পর্যন্ত ঠিক আছে, মুখ্যমন্ত্রীর পাশে তাঁর সচিব গৌতম সান্যাল, মুখ্যসচিব সমর ঘোষ, অর্থমন্ত্রী অমিত মিত্র থাকবেন। আরও এক জন বৈঠকের ‘নোট’ নেবেন। পঞ্চম চেয়ারটিতে কে বসবেন, শনিবার রাত পর্যন্ত তা চূড়ান্ত হয়নি বলে সরকারি সূত্রের খবর। রাজ্য প্রশাসন জেনেছে, হিলারির পাশে তাঁর অফিসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনি করডেল, ভারতে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল এবং এক জন ‘নোট টেকার’ বসবেন। বাকি নামগুলি এ দিন রাত পর্যন্ত হাতে পায়নি রাজ্য সরকার। হিলারি থাকাকালীন মহাকরণে বিদ্যুৎ চলে গেলেও আপৎকালীন বিদ্যুৎ পরিষেবা বহাল রাখার ব্যবস্থা করেছে পূর্ত দফতর। |