টুকরো খবর
ভোডাফোন বিতর্কে কেন্দ্র মুখ খুলবে সংসদে
আগামী সপ্তাহে সংসদে বাজেট আলোচনার সময়ে ভোডাফোন কর বিতর্কে কেন্দ্র নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারে। সম্প্রতি নয়াদিল্লিতে এ কথা জানান অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। সংশ্লিষ্ট সূত্রে খবর, ব্রিটিশ বহুজাতিক ভোডাফোনের সিইও ভিত্তোরিও কোলাও প্রণববাবুকে ফোন করে এ বিষয়ে আলোচনা করেন। তার পরেই অর্থমন্ত্রী বলেন, “সংসদের অধিবেশন চলছে। যদি কিছু বলতে হয়, সংসদে দাঁড়িয়েই বলব।”প্রসঙ্গত, বাজেটে আয়কর আইনের বিশেষ সংশোধনী প্রস্তাব অনুসারে ভারতে ব্যবসার যোগসূত্র থাকলে, ভারতীয়, অনাবাসী বা বিদেশি সবাই উৎসে কর কাটিয়ে তা এ দেশে জমা দিতে বাধ্য হবেন। লেনদেন বিদেশে হলেও করের আওতায় আসবেন তিনি। এটি কার্যকর ধরা হবে ১৯৬২-র ১ এপ্রিল থেকে। ২০০৭-এ হংকং ভিত্তিক মোবাইল পরিষেবা সংস্থা হাচিসন-এসারে হাচিসনের ৬৭% শেয়ার প্রায় ১,১০০ কোটি ডলারে হাতে নেয় ভোডাফোন। কিন্তু কেন্দ্রের দাবি সত্ত্বেও এ জন্য ভারতে কর জমা দেয়নি তারা। যুক্তি ছিল, চুক্তি সই হয়েছে বিদেশে। প্রণববাবু আগেই আশ্বাস দেন, বিভিন্ন সংস্থার পুরনো আয়কর মামলা নতুন করে শুরু করা কেন্দ্রের উদ্দেশ্য নয়। তা সত্ত্বেও আলোচনার মাধ্যমে বিতর্কে ইতি টানতে চায় ভোডাফোন।

ব্যবসা বাড়াল শহর ভিত্তিক তিন ব্যাঙ্ক
গত আর্থিক বছরে কলকাতা ভিত্তিক তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে সব থেকে বেশি ব্যবসা করেছে এলাহাবাদ ব্যাঙ্ক। তার পরেই রয়েছে ইউকো এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই)। ২০১১-’১২ সালে এলাহাবাদ ব্যাঙ্কের মোট ব্যবসা আগের বছরের থেকে ২০.০৪% বেড়ে হয়েছে ২ লক্ষ ৭১ হাজার ৮৪৩ কোটি টাকা। ইউকো ব্যাঙ্কের মোট ব্যবসা বেড়েছে ১০.৪৪%। ওই বছর সংস্থাটি মোট ব্যবসা করেছে ২ লক্ষ ৭১ হাজার ৫০৮ কোটি টাকা। ইউবিআই ব্যবসা করেছে ১ লক্ষ ৫২ হাজার ৯৮৯ কোটি টাকা, যা আগের বারের থেকে ১৬.১% বেশি। তবে রেকর্ড নিট মুনাফা করেছে ইউকো ব্যাঙ্ক। ২০১১-’১২ সালে সংস্থার নিট মুনাফা ২২.৩% বেড়ে দাঁড়িয়েছে ১১০৯ কোটি টাকা। ইউকো ব্যাঙ্কের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অরুণ কল জানান, “এই প্রথম ব্যাঙ্কের নিট মুনাফা হাজার কোটি টাকা ছাড়াল।” এলাহাবাদ ব্যাঙ্কের নিট মুনাফা অবশ্য ইউকো ব্যাঙ্ককে ছাড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে ১৮৬৭ কোটি টাকা। যা আগের বছরের থেকে ৩১.১৮% বেশি। ইউবিআই নিট মুনাফা ২০.৭% বাড়িয়ে করেছে ৬৩২.৫৩ কোটি টাকা। চলতি আর্থিক বছরে ইউকো ব্যাঙ্ক ১৫ থেকে ১৬% ব্যবসা বাড়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে। কল বলেন, “বড় অঙ্কের ঋণ দেওয়া এবং আমানত সংগ্রহ ছাড়াও এ বার থেকে খুচরো ঋণ ও খুচরো আমানত সংগ্রহের উপর বেশি জোর দেব। জোর দেওয়া হবে কৃষি এবং ছোট ও মাঝারি সংস্থায় ঋণ দেওয়ার উপরও।” ইউবিআই ২০ থেকে ২১% ব্যবসা বাড়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে বলে জানান সিএমডি ভাস্কর সেন। অন্য দিকে এলাহাবাদ চলতি অর্থবর্ষে তাদের মোট ব্যবসা ৩ লক্ষ কোটি ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বলে জানান সংস্থার সিএমডি জেপি দুয়া।

জীবন বিমা এজেন্টদের দাবি
জীবন বিমা নিগমের পলিসি কিনতে ইচ্ছুক কোনও গ্রাহক উগ্রপন্থী নয়, এই মর্মে এজেন্টদের লিখিত গ্যারান্টি দেওয়ার প্রথা তুলে দেওয়ার জাবি জানিয়েছে লাইফ ইনসিওরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। সম্প্রতি কলকাতায় তাদের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সংগঠনের সেক্রেটারি জেনারেল শ্যামল চক্রবর্তী বলেন, “পলিসি কিনতে ইচ্ছুক ব্যক্তি কোনও প্রকার উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা, তা এজেন্টদের পক্ষে কী ভাবে জানা সম্ভব? অথচ এই মর্মে এজেন্টদেরই লিখিত গ্যরান্টি দিতে হয়। অন্যথায় পলিসিই মঞ্জুর করা হবে না। এই ব্যবস্থার তীব্র প্রতিবাদ করছে সংগঠন। আমরা এই ব্যবস্থা তুলে দেওয়ার দাবি জানিয়েছি।”এজেন্টদের কমিশন এবং গ্র্যাচুইটি বাড়ানো-সহ একগুচ্ছ দাবিও করেছে সংগঠন। শ্যামলবাবু বলেন, “জীবন বিমা দফতরের মাধ্যমে আমাদের চিকিৎসা বিমা রয়েছে। জটিল প্রক্রিয়ার জন্য বিমার দাবি পাওয়ার ক্ষেত্রে এজেন্টদের চূড়ান্ত হয়রানি পোহাতে হয়। ডিভিশনাল অফিসের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা চালু করার দাবি করেছি।”বিভিন্ন সংস্কারের মাধ্যমে জীবন বিমা এজেন্টদের পেশাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো হয়েছে বলে জানান সংগঠনের পূর্বাঞ্চলের সভাপতি বিজয়কান্ত দুবে।এ দিকে, শ্যামলবাবু পুনরায় লাইফ ইনসিওরেন্স এজেন্টস ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

ইনফোসিস নিয়ে দ্রুত চিঠি রাজ্যের
কালবিলম্ব না করে ইনফোসিস নিয়ে জট কাটাতে মাঠে নেমে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। গত কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আনন্দ শর্মার বৈঠকে যে ‘বিকল্প প্রস্তাব’ নিয়ে সহমত তৈরি হয়েছিল, আজ রাজ্যের তরফে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরকারি ভাবে সেই প্রস্তাব কেন্দ্রের কাছে পেশ করেছেন। গত কাল দিল্লিতে আনন্দ শর্মার কাছে মমতা প্রস্তাব দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে ইনফোসিসের প্রকল্পকে সফ্টওয়্যার পার্ক হিসেবে গড়ে তোলা হোক। তার পর বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) হিসেবে যে সব সুবিধা দেওয়া হয়, সেগুলো দেওয়া হোক। কারণ, নীতিগত ভাবে এসইজেড-এ আপত্তি রয়েছে তৃণমূলের। অথচ, এসইজেড-এর সুযোগসুবিধা না পেলে রাজ্যে লগ্নি করতে আপত্তি রয়েছে ইনফোসিসেরও। আনন্দ শর্মা রাজ্য সরকারের এই বিকল্প প্রস্তাবে নীতিগত ভাবে সম্মতি জানান। তার পরেই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা হয় তাঁর। আজই রাজ্যের তরফে চিঠি দিয়ে সরকারি ভাবে ওই প্রস্তাব আনন্দ শর্মার কাছে পাঠিয়ে দেন পার্থ। রাজ্য সরকার মনে করছে, এর পরে কেন্দ্র এতে সিলমোহর বসালেই ইনফোসিসের প্রকল্পের ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না।

ইনফোসিস নিয়ে দ্রুত চিঠি পাঠাল রাজ্য
কালবিলম্ব না করে ইনফোসিস নিয়ে জট কাটাতে মাঠে নেমে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। গত কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আনন্দ শর্মার বৈঠকে যে ‘বিকল্প প্রস্তাব’ নিয়ে সহমত তৈরি হয়, আজ রাজ্যের তরফে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরকারি ভাবে সেই প্রস্তাব কেন্দ্রের কাছে পেশ করেছেন। গত কাল দিল্লিতে আনন্দ শর্মার কাছে মমতা প্রস্তাব দিয়েছিলেন, ইনফোসিসের প্রকল্পকে সফ্টওয়্যার পার্ক হিসেবে গড়ে তোলা হোক। তার পর বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) হিসেবে যে সব সুবিধা দেওয়া হয়, সেগুলো দেওয়া হোক। কারণ, নীতিগত ভাবে এসইজেড-এ আপত্তি তৃণমূলের। অথচ, এসইজেড-এর সুযোগসুবিধা না পেলে লগ্নিতে আপত্তি রয়েছে ইনফোসিসেরও। আনন্দ শর্মা এই বিকল্প প্রস্তাবে নীতিগত ভাবে সম্মতি জানান।

ভূকম্প সহনশীলতা
টিএমটি বার ভূমিকম্প সহনশীল কিনা, তা পরীক্ষা করার বিশেষ সুবিধা আনল টিএমটি বার প্রস্তুতকারী সংস্থা সুল স্টিল। এ জন্য কলকাতার পাহাড়পুর কারখানা, মুর্শিদাবাদের বহরমপুর, নদিয়ার কৃষ্ণনগর ও মালদহ টাউনে চারটি গবেষণা কেন্দ্র খুলেছে সংস্থা। তাদের দাবি, এখানে গ্রাহকরা কেনার আগেই দেশি বা বিদেশি যে কোনও সংস্থার টিএমটি বারের অংশ এনে পরীক্ষা করাতে পারবেন। বারগুলিতে কার্বন, ফসফরাস ও সালফারের অনুপাত-সহ নানা পরীক্ষা করা হবে এই গবেষণা কেন্দ্রগুলিতে।

নয়া রেস্তোরাঁ
শহরে তাদের হোটেলে নয়া রেস্তোরাঁ খুলল টিউলিপ ইন। সিরাজ ও টিউলিপ রেস্তোরাঁর যৌথ পরিচালনাধীন ওই দাওয়াত-এ-সিরাজ রেস্তোরাঁয় মিলবে অওধ ঘরানার খাবার। আছে কাবাব, বাখরখানি, অওধ মুর্গ ও গোস্ত বিরিয়ানির মতো নানা পদ।

নতুন বিপণি
রাসবিহারী অ্যাভিনিউয়ে নয়া বিপণি খুলল সেন ব্রাদার্স জেম অ্যান্ড জুয়েল্স। সাবেকি ও আধুনিক নকশার রাজস্থান ও দক্ষিণ ভারতের গয়নার সম্ভারও এনেছে সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.