গত বছরের বিধ্বংসী ভূমিকম্প আর সুনামির ধাক্কায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল জাপানের একাংশ। ফুকুশিমা দাইচির পরমাণু চুল্লিগুলোর একের পর এক বিস্ফোরণে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল তেজস্ক্রিয় বিকিরণের আতঙ্ক। এর জেরেই দেশবাসীর প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় সরকারকে। দাবি মেনে নিয়ে আজ শেষ তেজস্ক্রিয় চুল্লিটি বন্ধ করল জাপান। হোক্কাইডোর তোমারি পরমাণু চুল্লিটি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এক সময়ের বিশ্বের তৃতীর বৃহত্তম পরমাণু বিদ্যুৎ ব্যবহারকারী দেশ জাপান পরমাণু বিদ্যুৎহীন হয়ে গেল। এর আগে ১৯৭০ সালেই শেষ বার দেশের সব পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ দেশের পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়ার সমর্থনে টোকিও টাওয়ার থেকে সাড়ে পাঁচ হাজার মানুষের মিছিল বের হয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, এই গ্রীষ্মে তীব্র বিদ্যুৎসঙ্কটের মুখে পড়বে জাপান।
|
বছর ঘুরে গিয়েছে, অ্যাবটাবাদের গোপন আস্তানায় হানা দিয়ে তাঁকে হত্যা করেছে মার্কিন সেনা। তবু তাঁকে নিয়ে এখনও জল্পনা কমেনি এতটুকু। তিনি ওসামা বিন লাদেন। এ বার এই জল্পনায় নতুন সংযোজন করলেন মার্কিন অভিযাত্রী বব ওয়ারেন। স্পেনের একটি প্রথম সারির দৈনিককে তিনি জানিয়েছেন, সমুদ্রের গভীরে ঠিক সেই জায়গাটার সন্ধান পেয়েছেন, যেখানে সমাহিত করা হয়েছিল ওসামাকে। গুজরাতের সুরাত শহর থেকে ৩২০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের নীচে। গত বছর ২ মে পাকিস্তানের অ্যাবটাবাদে বিন লাদেনকে হত্যা করে মার্কিন নৌবাহিনী ‘সিল’। শোনা গিয়েছিল, সমুদ্রের গভীরে ওসামার দেহ সমাহিত করার সময় বেশ কিছু ছবি তুলে রেখেছিল মার্কিন নৌসেনা। সম্প্রতি সেই সব ছবি প্রকাশ করেছে তারা। তারই ভিত্তিতে আরব সাগরের গভীরে সেই জায়গাটা তিনি চিহ্নিত করেছেন বলে দাবি ওয়ারেনের। জুনেই যাত্রা শুরু করতে চান তিনি। |
সরকার ও বিরোধী বাহিনীর সংঘর্ষে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে সিরিয়া। আজ আলেপ্পো শহরে এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। দামাস্কাস শহরেও এ দিন দু’টি বিস্ফোরণ হয়। তবে এই দুই বিস্ফোরণে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ মারা যাননি। গত কাল বিক্ষোভ দেখানোর সময় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন তিরিশ জন নাগরিক। |
ফিলিপিন্সে বিস্ফোরণ, হত ২ |
শহরের জনবহুল এলাকায় বিস্ফোরণে নিহত হলেন অন্তত ২ জন। আহত ১৯। ঘটনাটি আজ দক্ষিণ ফিলিপিন্সের পর্যটন কেন্দ্র ইলিগানে ঘটেছে। পুলিশ সূত্রে খবর, হামলার লক্ষ্য ছিল ইলিগান শহরের জনপ্রিয় এল সেন্ট্রা অঞ্চল। পুলিশ জানিয়েছে, গাড়িতে করে এসে এক দুষ্কৃতী বিস্ফোরক ছুড়ে পালায়। বিস্ফোরণের কারণ জানতে পারেনি পুলিশ। |