ফের হাতির দলের হামলা বাঁকুড়ায় |
পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণ বনবিভাগ পার হয়ে বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর বনবিভাগের জঙ্গলে ঢুকে পড়ল দলমার ১০টি হাতির একটি দল। ওই দলের চার দাঁতাল দুন্দুড় গ্রামে ভেঙে ফেলেছে একটি মাটির বাড়ি, ক্ষতি হয়েছে প্রচুর ধান জমি ও সব্জি মাচার। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দা লক্ষী সোরেন দুই বাচ্চাকে নিয়ে কোনও মতে প্রাণে বেঁচেছেন। গ্রামবাসী লক্ষণ মাণ্ডি বলেন, “রাত ১১টা নাগাদ দলের চারটি হাতি গ্রামের ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। বনকর্মীদের দেখা মেলেনি।” ডিএফও (বিষ্ণুপুর) বিদ্যুৎ সরকার বলেন, “এমনিতে ওই এলাকায় ৪টি রেসিডেন্ট দাঁতাল রয়েছে তার ওপর আরও ১০টি হাতির নতুন দলও ঢুকেছে। গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।” বনকর্মীদের হাতিগুলির দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
|
তৃষ্ণার শান্তি। হায়দরাবাদের
চিড়িয়াখানায় শুক্রবার। ছবি: পিটিআই |
|
গত কাল থেকেই কাজিরাঙার পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসকরা হাতিটির চিকিৎসা চালাচ্ছেন। তার বয়স বছর ২৫। চিকিৎসক অভিজিৎ ভাওয়াল বলেন, “হাতির পায়ের ক্ষতটি বিষাক্ত হয়ে গিয়েছে। মনে হচ্ছে হাতিটির বাঁ পায়ে গুলি করা হয়েছিল। হাতির দলের অন্য একটি ‘মস্তি’-তে থাকা হাতিও স্ত্রী হাতিটিকে মেরেছে। চিকিৎসা করার সময় পুরুষ হাতিটি তাঁদেরও তাড়া করে। তবে হাতিটি চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছে না। তার বাঁচার আশা কম।”
|