|
|
|
|
|
|
তিনি বলেন
|
যত দিন পারফরম্যান্স থাকবে,
তত দিন এ জিনিস হবে। |
সৌরভ গঙ্গোপাধ্যায় |
প্রসঙ্গ টিকিটের জন্য হাহাকার |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ৩, ৪, ৬ ও ৯।
শুভ দিন: সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র।
শুভ রং: গাঢ় নীল, ময়ূরকণ্ঠী নীল, আকাশি নীল, সোনালি ও হাল্কা সবুজ।
শুভ রত্ন: হিরে, পান্না, মুক্তো ও শ্বেত জারকন।
স্বাস্থ্য ভাল থাকবে। কর্মক্ষেত্রে বাধা-বিঘ্ন উদ্বেগ বাড়াতে পারে। রাজনীতির শিকার হতে পারেন। অদূর ভবিষ্যতে উপার্জনের একাধিক সুযোগ পাবেন, সদ্ব্যবহার প্রয়োজন। নানা কারণে ব্যয় বাড়বে। ব্যবসায় মোটামুটি ভাল করবেন। প্রিয়জনের প্রতিভার বিকাশ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। পাওনা টাকা পেতে দেরি হবে। গুরুজনের সঙ্গে মতানৈক্য ও সাময়িক বিচ্ছেদ হতে পারে। প্রেম-প্রীতিতে সতর্ক না-হলে ঠকতে পারেন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
অগ্নিমূল্য বাজার
গত কয়েকদিন শহরে সর্বত্রই নিত্য প্রয়োজনীয় জিনিষের ঊর্ধ্বমুখী দর জনসাধারণের জীবন দুর্বিষহ করিয়াছে। শনিবার শহরের মাণিকতলা, শ্যামবাজার থেকে দমদম, সোদপুর, ব্যারাকপুর প্রভৃতি বাজারে ঘুরিয়া ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা গিয়াছে। ঐ সকল বাজারের দোকানদার জানান যে, খোলা বাজারে চাউল সরবরাহ খুবই কম থাকায় দাম বাড়িয়াছে।
— আনন্দবাজার পত্রিকা, ৩০ এপ্রিল ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|