|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট পাবলিক সিস্টেমস ম্যানেজমেন্ট-এ দু’বছরের পূর্ণ সময়ের মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। এই কোর্সে স্পেশালাইজেশন করার সুযোগ রয়েছে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট অথবা হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট। যোগ্যতা: যে কোনও বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট অথবা ইঞ্জিনিয়ারিং/ মেডিক্যাল সায়েন্সে ইত্যাদিতে গ্রাজুয়েট। ম্যাট বা ক্যাট স্কোর-এর সঙ্গে জিডি/পিআই-এর ভিত্তিতে ভর্তি হওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুন। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.iiswbm.edu
বারাসাতের কিংস্টন ল কলেজে আইন-এর বিভিন্ন কোর্সে ভর্তির জন্য ফর্ম দিচ্ছে। স্নাতক স্তরে এখানে রয়েছে দু’টি কোর্স:
১) বি এ এলএল বি (অনার্স)
২) বি বি এ এলএল বি।
দু’টি কোর্সের মেয়াদ পাঁচ বছর। যোগ্যতা: ৪৫ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে। এ ছাড়া এখানে দু’বছরের এলএলবি কোর্স পড়ানো হয়। এ ক্ষেত্রে যোগ্যতা: ৪৫ শতাংশ নম্বর সহ এলএলবি বা সমতুল ডিগ্রি থাকতে হবে। ফোন: ৯২৩১৫৩২৭২৩।
ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনলজি, কেরল ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনলজির সঙ্গে যুগ্মভাবে দুটি কোর্স পরিচালনা করছে। কোর্সগুলি: ফ্যাশন ডিজাইন-এ তিন বছরের ডিপ্লোমা (যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ) এবং গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং-এ দু’বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা (যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক)। ওয়েবসাইট: www.iftk.ac.in
নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশন আশ্রমের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-এ বিভিন্ন কোর্সে ভর্তি ও পরীক্ষার সময়ে বদল হয়েছে। যে সব কোর্সে ভর্তি হওয়া যাবে সেগুলি হল: ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্ট-এ এম এ/ এম এসসি আর এগ্রিকাচারাল বায়োটেকনলজিতে এম এসসি। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১জুন। পরীক্ষা হবে ১৬ জুন। বিশেদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.rkmvu.ac.in |
|
|
|
|
|