টুকরো খবর |
অবশেষে অনশন তুললেন মহারাজ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নির্মীয়মাণ ভবন ভাঙার নোটিস দিয়েছিল রেল। তারই প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে অনশনে বসেছিলেন খড়্গপুর গোয়ালাপাড়ায় অবস্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ রীতানন্দজি। রেল ও প্রশাসনের আশ্বাসে শনিবার অবশ্য অনশন তুলে নেন তিনি। মহারাজের কথায়, “রেল, প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, আশ্রমের সমস্যাটি দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ করা হচ্ছে। তাঁদের আশ্বাসের ভিত্তিতেই আমি অনশন তুলে নিয়েছি।” খড়্গপুরে রেলের জমিতেই রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের একটি আশ্রম। যেখানে মন্দির, আশ্রমিকদের থাকার ভবন সবই রয়েছে। এ বার আশ্রমের কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন ভবন তোলার পরিকল্পনা নেন আশ্রম কর্তৃপক্ষ। ওই ভবনে দুঃস্থ ছাত্রছাত্রীদের রেখে পড়াশোনায় সাহায্য করা, দাতব্য চিকিৎসালয় তৈরি, অতিথিশালা নির্মাণ-সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আশ্রম বা নির্মীয়মাণ ভবনের জন্য রেলের কোনও অনুমতি ছিল না। আশ্রম কর্তৃপক্ষ অনুমতি চেয়ে বারবার চিঠি দিলেও রেল অনুমতি দেয়নি। গত বছর নভেম্বর মাসে এক বার নির্মীয়মাণ বাড়ি ভেঙে দিয়েছিল রেল। ফের ভবন নির্মাণ শুরু হওয়ায় তা ভেঙে দেওয়ার নোটিস জারি করে রেল। নোটিস পেয়েই মহারাজ অনশনের সিদ্ধান্ত নেন। শুক্রবার দুপুর থেকে অনশন শুরু করেছিলেন। তা জানতে পেরেই বিভিন্ন দফতর থেকে অনশন তোলার আবেদন জানানো হয়। শনিবার দুপুরে মহারাজ অনশন তোলার সিদ্ধান্ত নেন। |
চোরাই মূর্তি-সহ গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
মূল পাণ্ডা-সহ মূর্তি চুরি চক্রের ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে চন্দ্রকোনা থানার কেঠে নদী সংলগ্ন কাশকুলি থেকে ওই দুষ্কৃতীদের পাকড়াও করে পুলিশ। তাদের কাছ থেকে একটি রাধাকৃষ্ণের মূর্তি এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের ৩ জনেরই বাড়ি দাসপুরে। ধৃত মানিক দোলই, সঞ্জয় সর্দারের বাড়ি কল্যাণপুরে। আর নবকুমার গিরির বাড়ি দাসপুরের রামদাসপুরে। ধৃতদের রবিবার ঘাটাল এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ওই চোরাই চক্রে মোট ১২ জন রয়েছে। ধৃতদের জেরা করে এই তথ্য পাওয়ার পরে বাকিদের ধরতে তল্লাশি শুরু করেছে। উদ্ধার হওয়া মূর্তিটি ঘাটাল থানার একটি মন্দির থেকে চুরি হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশের দাবি, ধৃতেরা প্রায় ৪০টি চোরাই মূর্তি চড়া দামে বিক্রি করেছে। |
বিপ্লবীর জন্মদিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিপ্লবী বিমল দাশগুপ্তের ১০৩তম জন্মদিবস পালন হল মেদিনীপুরে। বিপ্লবী বিমল দাশগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রবিবার কলেজিয়েট স্কুলের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি জগবন্ধু অধিকারী, দীপক বসু, অমল মাইতি প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে সকলেই বিপ্লবীর জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে স্বদেশী আন্দোলনের গান ও আবৃত্তিও পরিবেশিত হয়। |
|