সুপার সিক্সে জয় পেল জাতীয় সঙ্ঘ |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটের সুপার সিক্স পর্যায়ে জাতীয় সঙ্ঘ ৭২ রানে হারিয়েছে সুব্রত স্মৃতি সঙ্ঘকে। জাতীয় সঙ্ঘ প্রথমে ৩০ ওভারে ৬ উইকেটে ২৩৬ রান করে। বিপক্ষ পাঁচ ওভার কম বল করায় জাতীয় সঙ্ঘ পেনাল্টি হিসেবে ৪৮ রান পায়। এ ছাড়া অভিষেক বসু ৪৮, রাকেশ কুণ্ডু ৫৭ করেন। সুব্রত স্মৃতি সঙ্ঘের দীপঙ্কর বারোই ও অমিত শর্র্মা দু’টি করে উইকেট পান। পরে সুব্রত সঙ্ঘ ৩২.২ ওভারে ১৬৪ রান করে। দীপঙ্গর বারোই করেন ৩৬ রান। জাতীয় সঙ্ঘের অর্ঘ্য দত্ত ৪১ রানে ৩টি ও রাজাব্রত চট্টোপাধ্যায় ২০ রানে ৩টি উইকেট পান। আগের দিনের ম্যাচে আদিত্য স্মৃতি সঙ্ঘ ৭ উইকেটে হারিয়েছে আরএইউসি-কে। আরএইউসি ৩৫ ওভারে ১৪১ রান করে। শুভ্রজিৎ দত্ত ৪২ ও বিজয়কুমার ঘোষ ৩২ করেন। আদিত্য স্মৃতি সঙ্ঘের স্নেহাশিষ চক্রবর্তী ১৫ রানে ৪টি, দেবপ্রিয় রায় ৮ রানে ৩টি ও মনমিত মিত্র ৩০ রানে ৩টি উইকেট পান। পরে আদিত্য ২০.২ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করে। সমীর চক্রবর্তী করেন ৭২।
|
বাম অ্যাপালো কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত আব্দুল রশিদ স্মৃতি টি-২০ ক্রিকেটের ফাইনালে উঠল জাতীয় সঙ্ঘ ও মিলনী ক্লাব। প্রথম দল ৮২ রানে হারায় তেওয়ারিবাগান সাথী সঙ্ঘকে। অন্য সেমিফাইনালে জাতীয় সঙ্ঘ ৭ উইকেটে আয়োজক বাম অ্যাপালোকে হারিয়েছে। প্রথমে অ্যাপালো সাত উইকেট খুইয়ে ১১৮ করে। সঞ্জীব মণ্ডল করেন ৩৪। জাতীয় সঙ্ঘের অশোক ওরাং ২৪ রানে ২ উইকেট পান। জাতীয় সঙ্ঘ তিন উইকেটে রান তুলে নেয়। কৃষ্ণ মোহান্তি ৫৬ রান করেন। |