টুকরো খবর
পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৬
হরিপালে দুর্ঘটনার পরে। নিজস্ব চিত্র।
তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথে পথ-দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৬ জনের। দুর্ঘটনাটি ঘটেছে হুগলির হরিপালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কানগোইতে। দুর্ঘটনাস্থলেই মারা যান পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা গ্রামের বাসিন্দা, একটি সমবায় ব্যাঙ্কের ম্যানেজার শৈলেন বিষয়ী (৫৫), তাঁর স্ত্রী ঝর্ণা বিষয়ী (৪৪), জামাই অহীন্দ্র মাইতি (৩৬), নাতি সৌম্যদীপ মাইতি (৮) এবং এক মেয়ে অপর্ণা বিষয়ী (২২)। গুরুতর আহত অবস্থায় অহীন্দ্রবাবুর স্ত্রী শ্রীপর্ণা মাইতিকে (২৮) শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। অহীন্দ্র-শ্রীপর্ণার বছর দেড়েকের মেয়ে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়ি চালাচ্ছিলেন পরিবহণ ব্যবসায় যুক্ত অহীন্দ্রবাবুই। দ্রুত গতিতে আসা গাড়িটি রাস্তার পাশে খারাপ হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে।

এফডিআইয়ে আপত্তি নেই ইনটাকের
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে আপত্তি নেই শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র। হুগলির শেওড়াফুলির সত্যজিৎ রায় ভবনে সংগঠনের ১৪তম জেলা সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান আইএনটিইউসি-র সর্বভারতীয় সভাপতি জি সঞ্জীব রেড্ডি। তিনি বলেন, “বিদেশি বিনিয়োগ দেশের স্বার্থের পরিপন্থী নয়। তবে ব্যাঙ্কিং সেক্টরে বিদেশি বিনিয়োগকে আমরা সমর্থন করি না। কিন্তু খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ হলে ক্ষতি নেই। সাধারণ মানুষও লাভবান হবেন।” এআইসিসি-র সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, “৩৪ বছরে বামদের শাসনে ভুল নীতির ফলে এ রাজ্যে কার্যত শিল্প শেষ হয়ে গিয়েছে।” খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “এখানে সাফল্য বা ব্যর্থতা নেই। আমরা দেশের জন্য কাজ করছি।” সম্মেলনে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা আব্দুল মান্নান-সহ সংগঠনের নেতারা।

বিজ্ঞানী হেনস্থায় জামিন অভিযুক্তের
বারুইপুরে অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ও তাঁর মেয়ের উপর হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত গৌতম পালের জামিনের আবেদন শনিবার মঞ্জুর করেছে বারুইপুর আদালত। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এ দিন তাঁকে আদালতে হাজির করানো হয়েছিল। পুলিশ জানায়, ১৫ এপ্রিল গৌতমবাবু স্থানীয় একটি ক্লাবের ছেলেদের নিয়ে তাঁদের উপর হামলা চালিয়েছিলেন বলে অবসরপ্রাপ্ত আইনজীবী অপরেশ ভট্টাচার্য ও তাঁর মেয়ে বারুইপুর থানায় অভিযোগ করেছিলেন। ১৯ এপ্রিল গৌতমবাবুর আইনজীবীরা তাঁকে বারুইপুর থানায় হাজির করান। থানাতেই গৌতমবাবুকে গ্রেফতার করা হয়। ওই দিনই তাঁকে বারুইপুর আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁকে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন।

গঙ্গায় ঝাঁপ দিয়ে বৃদ্ধা ‘আত্মঘাতী’
গঙ্গা থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার করল পুলিশ। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ বাজে কদমতলা ঘাট থেকে ওই দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতার নাম শকুন্তলা দেবী (৮০)। বাড়ি হেস্টিংস থানা এলাকার এইচএমবি সাহা রোডে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ দিন সকালে উত্তর বন্দর থানায় খবর আসে, শাসমল ঘাটের কাছে লঞ্চ থেকে এক বৃদ্ধা গঙ্গায় পড়ে গিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে জানা যায়, শকুন্তলা দেবী নামে এক বৃদ্ধার নামে পুলিশে নিখোঁজ ডায়েরি হয়েছে। এর পরেই মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মঘাতী হয়েছেন।

‘ধর্ষণ’, যুবক ধৃত
বছর তেরোর এক বালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম হরিপদ বর্মন। বাড়ি বাসন্তীর উত্তর সোনাখালিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার নম্বর ভরতগড় এলাকার বাসিন্দা, ওই বালিকা হরিপদকে চিনত। শুক্রবার স্থানীয় একটি মেলায় বালিকার সঙ্গে হরিপদর দেখা হয়। ফেরার পথে হরিপদ তাকে নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে বালিকা সব কথা জানায়। এর পরেই বালিকার বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন হরিপদর বিরুদ্ধে। বালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়।

দম্পতির অপমৃত্যু
এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হল। শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার হায়দাদপুরের বাসিন্দা রাধেশ্যাম দাস (৬৫) বুকে ব্যথা অনুভব করেন। তা দেখে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী আরতিদেবীও (৫৫)। পড়শিরা তাঁদের গোবরডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় জখম প্রাক্তন মন্ত্রী
পথ দুর্ঘটনায় আহত হলেন রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী নিশীথরঞ্জন অধিকারী ও কলকাতা হাইকোর্টের আইনজীবী শোভনলাল হাজরা। শনিবার রাতে হুগলির গুড়াপ থানার মাজিনান সেতুর কাছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তাঁদের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্ধমান থেকে তাঁরা কলকাতায় ফিরছিলেন।

দুঘর্টনা, মৃত ২
বসিরহাটে তিনটি পৃথক দুঘর্টনায় দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুর্ঘটনাগুলি ঘটে বসিরহাটের গোপালপুর মোড় থেকে হরিশপুরের মধ্যে টাকি রাস্তায়। পুলিশ জানায়, মৃত সওকত আলী মণ্ডলের (২৩) বাড়ি উত্তর দেবীপুর গ্রামে এবং পেশায় কৃষক রাসেক মণ্ডলের বাড়ি কেশপুর গ্রামে। দুর্ঘটনার পর বাসিন্দারা প্রতিবাদ জানাতে টাকি রোড অবরোধ করে। তিনটি দুর্ঘটনায় পুলিশ ম্যাটাডোর, লরি এবং একটি মিনিডোর গাড়ি ও তার চালকদের আটক করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.