আত্মসমর্পণকারী মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতোর স্বামী প্রবীর গড়াইকে ব্লক সভাপতি করার প্রতিবাদ জানানোয় কোতুলপুরের প্রাক্তন ব্লক সভাপতি নিমাই ঘোষকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। শনিবার তৃণমূলের বাঁকুড়া জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, “দলবিরোধী কাযর্কলাপে যুক্ত থাকায় রাজ্য নেতৃত্বের নির্দেশে এ দিন নিমাই ঘোষকে বহিষ্কার করা হয়।” ‘মাওবাদী নেতা প্রবীর গড়াইকে ব্লক সভাপতি হিসেবে মানব না’ বলে স্লোগান তুলে শুক্রবার কোতুলপুরে মিছিল করেছিলেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি নিমাই ঘোষ ও তাঁর অনুগামীরা। বহিষ্কৃত হওয়ার পরেও নিমাইবাবু অবশ্য অবস্থান বদলাননি। এ দিনও তিনি বলেন, “মাওবাদী নেতা প্রবীরকে এলাকার কোনও মানুষই মেনে নেবেন না বলে আগেই দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাহতি চেয়েছিলাম। তাই এখন বহিষ্কার করায় আশ্চর্য হইনি।” তাঁর আক্ষেপ, “১৯৯৮ থেকে ‘সিপিএমের সন্ত্রাস কবলিত’ কোতুলপুরের মাটি কামড়ে রাজনীতি করে এই প্রতিদান পেলাম!”
|
ঠিকা শ্রমিকদের একাংশের অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল আদ্রার আনাড়ায় রেলের কামরা মেরামতির কারাখানা নির্মাণের কাজ। স্থানীয়দের কাজে নিয়োগ করা ও নায্য মজুরি দেওয়ার দাবিতে শুক্রবার থেকে তাঁরা কাজ বন্ধ করে দেন। বাকিদের কাজ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তাঁদের সঙ্গে আন্দোলনে সামিল স্থানীয় বাসিন্দারাও। রেলমন্ত্রী মুকুল রায় বলেন, “ওঁদের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলব আধিকারিকদের।” তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১০-এর সেপ্টেম্বরে আনাড়ায় এই কারখানার শিলান্যাস করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আনাড়া স্টেশন লাগোয়া রেলের জমিতে কাজ শুরু হয়। ঠিকাশ্রমিকদের অভিযোগ, “গাছ কাটা ও পাঁচিলের ভিত খোঁড়ার জন্য জনা পঁচিশেক লোক নেওয়া হয়েছে। বেশির ভাগই বাইরের শ্রমিক।” ঠিকাদার কৃষ্ণপ্রকাশ শর্মা বলেন, “মন্তব্য করব না।”
|
বন্ধ ঘরের দরজা ভেঙে এক বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুরের রানারপুকুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামাপদ সাহা (৬০)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর দেহের পাশে বছর ত্রিশের ছেলে মানসিক ভারসাম্যহীন অমৃত সাহা বসেছিলেন। পড়শিদের ডাকাডাকির পরেও তিনি দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্য দিকে, শুক্রবার সন্ধ্যায় মানবাজার থানার বাগডেগা গ্রামের তরুলতা মাহাতো (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর অচৈতন্য দেহ মেলে তার বাড়ির কাছে। |