|
|
|
|
শ্লীলতাহানি, ফের অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বাম-সমর্থক মহিলার পর এ বার জোটশরিক কংগ্রেসের সমর্থক একটি পরিবারের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। এ বারও ঘটনাস্থল কাঁথি। কাঁথি-৩ ব্লকের দুরমুঠ পঞ্চায়েতের বেতালিয়া-ডিঙ্গলবেড়িয়া গ্রামে পাশাপাশি বাস অশোক মাইতি ও পরেশ মাইতির পরিবারের। তাঁরা সম্পর্কে ভাই। অশোকবাবুরা তৃণমূল সমর্থক, পরেশবাবুরা কংগ্রেসের। দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল। অভিযোগ, শুক্রবার সকালে অশোকবাবু, তাঁর দুই ছেলে ও আরও কয়েক জন পরেশবাবুর বাড়িতে চড়াও হন। পরেশবাবুকে মাটিতে ফেলে মারধর করা হয়। এমনকী কাটারি, লোহার রড উঁচিয়ে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। বাধা দিতে এলে তাঁর স্ত্রী, দুই পুত্রবধূ ও দুই ছেলেকে মারধর করা হয়, মহিলাদের গলার হার ছিনতাই হয় এবং তাঁদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ দায়ের হয়েছে মারিশদা থানায়। পরেশবাবু, তাঁর স্ত্রী, দুই পুত্রবধূ ও ছোট ছেলে এখন কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার পরে সালিশির জন্য অশোকবাবুরা পরেশবাবুকে টেনেহিঁচড়ে তৃণমূল গ্রামপ্রধান স্বপন মাইতির বাড়িতেও নিয়ে যান। সেখানে আলোচনায় রাজি না হওয়ায় ফের পরেশবাবুকে মারধর করা হয় বলে অভিযোগ। স্বপনবাবুর বক্তব্য, “জমিজমার বিবাদ মীমাংসায় গ্রাম পঞ্চায়েত থেকে আগেই নোটিস দেওয়া হয়েছিল। পরেশবাবুরা নোটিস নেননি। শুক্রবার সকালে অশোকবাবুরা পরেশবাবুকে আমার কাছে এনেছিলেন।” তবে মারধরের ব্যাপারে তাঁর কিছু জানা নেই বলে দাবি স্বপনবাবুর। দলীয় সমর্থকদের উপর আক্রমণ এবং মহিলাদের শ্লীলতাহানির প্রতিবাদে মারিশদা হানা এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে কংগ্রেস। মারিশদার ওসি সঞ্জয় শ্রীবাস্তব জানান, অভিযোগের তদন্ত হচ্ছে। |
দিঘা-কলকাতা সড়কে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জমিজমা নিয়ে দুই পরিবারের বিবাদে অবরোধ করা হল দিঘা-কলকাতা সড়ক। মুখ্যমন্ত্রী বার বার অবরোধ-বন্ধের বিরোধিতার কথা বললেও শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের গোবর্ধনপুর গ্রামের কাছে অবরোধ করলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরাই। সপ্তাহান্তে সৈকতশহর দিঘায় যাওয়ার পথে দীর্ঘক্ষণ রাস্তায় আটকে নাকাল হলেন পর্যটকেরা। ওই গ্রামে পাশাপাশি বাস এক তৃণমূল ও এক সিপিএম সমর্থক পরিবারের। জমি-জমার বিবাদ মীমাংসায় এ দিনই আমিন এসে জমির মাপজোক শুরু করেছিলেন। সে নিয়ে ফের বিবাদ বাধে। তৃণমূলের সমর্থক পরিবারের লোকজন ও তাদের সঙ্গীরা রাস্তা অবরোধ করেন। বিকেল ৫টা থেকে প্রায় সাড়ে ৬টা পর্যন্ত অবরোধ চলে। |
|
|
|
|
|