|
|
|
|
পুলিশ হেফাজতে |
মুখ্যমন্ত্রীর ভাই পরিচয়ে ‘প্রতারণা’ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
লালবাতি লাগানো গাড়ি ব্যবহার এবং মুখ্যমন্ত্রীর ‘ভাই’ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ধৃত অঞ্জন ভট্টাচার্যকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলেন কাঁথির এসিজেএম কুমকুম চট্টোপাধ্যায়। শনিবার ধৃতকে কাঁথি আদালতে হাজির করে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। ধৃত অঞ্জন ভট্টাচার্য বাম জমানায় আবাসনমন্ত্রী গৌতম দেবের সময়ে ‘হিডকো’য় চুক্তির ভিত্তিতে
জনসংযোগ অফিসারের কাজ করতেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁর কাছ থেকে আবার একটি সংবাদ চ্যানেলের ‘প্রেসকার্ড’ও পেয়েছে পুলিশ। কী উদ্দেশ্যে ভুয়ো পরিচয় দিয়ে ওই ব্যক্তি কাঁথিতে এসেছিলেন, তা জানতেই ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। সে জন্যই পুলিশি হেফাজতেরও আবেদন জানানো হয় আদালতে।
কাঁথি থানার তদন্তকারী অফিসার অমিত দেব জানান, শুক্রবার বিকেলে লালবাতি লাগানো একটি গাড়িতে চড়ে অভিযুক্ত অঞ্জন ভট্টাচার্য কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্তের অফিসে আসেন। নিজেকে ‘মুখ্যমন্ত্রীর ভাই’ পরিচয় দিয়ে মহকুমাশাসককে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিতে বলেন। এমনকী তাঁর সঙ্গের গাড়িটি খারাপ হয়ে গিয়েছে বলে একটি গাড়ির ব্যবস্থাও করে দিতে বলেন। মহকুমাশাসক তাঁকে কাঁথি দেশপ্রাণ ব্লকের অতিথিশালায় থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেন। অঞ্জন বার বার মহকুমাশাসককে বলেন, এই ব্যবস্থাপনার খবর যেন গোপন থাকে। সন্দেহ বাড়ে মহকুমাশাসকের। তিনি এসডিপিও ইন্দ্রজিৎ বসুকে পুরো বিষয়টি জানান।
পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, মুখ্যমন্ত্রীর কোনও ভাই-ই কলকাতার বাইরে যাননি। এর পর পুলিশ অঞ্জনকে থানায় ডাকে। পুলিশের জেরায় অঞ্জন জানান, তাঁর বাড়ি উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ায়। তাঁর গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে গাড়ির চালক এই ডামাডোলের মধ্যেই পালিয়েছেন। গাড়ির ভিতর থেকে লালবাতি, হুটার এবং নগদ ৪৭ হাজার টাকাও পেয়েছে পুলিশ। |
নিজস্ব চিত্র। |
|
|
|
|
|