টুকরো খবর
দু’সপ্তাহের মধ্যে ট্রেনিং শুরু করবেন বলছেন যুবরাজ
আর এক-দু’সপ্তাহের মধ্যে ট্রেনিং শুরু করবেন যুবরাজ সিংহ। একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনই বলেছেন। “যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে চাই। আর এক-দু’সপ্তাহে ট্রেনিং শুরু করে দেব,” বলেছেন ক্যানসারকে জয় করা ভারতীয় ক্রিকেটার। তবে যুবরাজ তাঁর মাঠে ফেরার জন্য কোনও নির্দিষ্ট দিন জানাতে পারেননি। তাঁর কথায়, “যখন কোনও ক্রীড়াবিদের ফর্ম থাকে না, সে প্র্যাক্টিস করে ফিরে আসতে পারে। কিন্তু ক্যানসার হলে এটা জোর দিয়ে বলা যায় না মাঠে ফিরবই। তবে ক্যানসারকে হারাতে পারা আমার জীবনের সেরা সাফল্য।” পাশাপাশি যুবরাজ জানান, ভারতে ক্যানসার রোধের প্রচারে কাজ করার ইচ্ছা আছে তাঁর। “এখানে অনেকেই উপসর্গগুলো উপেক্ষা করে। রোগটা ঢেকে রাখার চেষ্টা করে। আমি তাদের কষ্ট বুঝতে পারি। আমি ক্যানসার আক্রান্ত সমাজের জন্য কিছু করতে চাই।” এ ব্যাপারে তাঁর অনুপ্রেরণা লান্স আর্মস্ট্রং। যুবরাজের বক্তব্য, “আর্মস্ট্রংয়ের ক্যানসার ফাউন্ডেশন লিভস্ট্রং তৈরি করতে ওর কয়েক বছর লেগে গিয়েছিল যথেষ্ট পরিমাণে টাকা তুলতে। এ সব আমার ভাবনার মধ্যে আছে।” আইপিএল ফাইভ নিয়ে গতবারের পুণে ওয়ারিয়র্স অধিনায়ক যুবরাজ জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো পোড়খাওয়া অধিনায়কের হাত ধরে এ বার পুণে সেমিফাইনালে ওঠার ক্ষমতা রাখে। বলছেন, “দলের সবাই ভাল খেলছে।”

মরসুমে প্রথম পোল ভেটেলের
বাহরিন গ্রাঁ প্রি-তে চলতি মরসুমে প্রথম পোল পজিশন থেকে রেস শুরু করবেন গত দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল। রেড বুল চালক এ দিন যোগ্যতা পর্বে ০.০০৯৮ সেকেন্ডের ব্যবধানে ম্যাকলারেনের হ্যামিল্টনকে পিছনে ফেলে মরসুমে নিজের প্রথম পোল ছিনিয়ে নিলেন। জমতে পারে রেড বুল বনাম ম্যাকলারেনও। কারণ দ্বিতীয় সারিতে তিন এবং চার নম্বর থেকে রেসে নামবেন মার্ক ওয়েবার এবং জেনসন বাটন। এ দিকে, সহারা ফোর্স ইন্ডিয়ার পল ডি’রেস্টা দশম স্থান এবং নিকো হুলকেনবার্গ তেরো নম্বর থেকে রেসে নামবেন কাল।

অন্য খেলায়
সাউথ পয়েন্ট স্কুল এবং আলেখিন চেস ক্লাব আয়োজিত আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শনিবার পুরস্কার তুলে দেন গ্র্যান্ডমাস্টার নিশা মোহতা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.