ফের গন্ডার হত্যা কাজিরাঙায়। ১৯ এপ্রিল রাতে বাগোরি রেঞ্জের বাঘমারি শিবিরের কাছে গুলির শব্দ শোনা যায়। গত কাল টহলদার বনরক্ষীরা মরা ডিফলু নদী থেকে কিছুটা এগিয়ে একটি গন্ডারের মৃতদেহ দেখতে পান। শিকারিরা তার খড়্গটি কেটে নিয়ে গিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে কাজে লাগিয়ে শিকারিদের সন্ধানে অভিযান চালাচ্ছেন বনরক্ষীরা। গত কুড়িদিনে এই নিয়ে তৃতীয়বার বাগোরি রেঞ্জে গন্ডার মারা পড়ল। ১১ এপ্রিল বড়নলনি ও চিতলমারির মধ্যবর্তী অংশে একটি গন্ডার মেরেছিল চোরাশিকারিরা।
|
মুম্বইয়ের একটি স্কুলে চিতাবাঘ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়াল আজ। মুলুন্দের একটি স্কুলে সকাল ৮টা নাগাদ চিতাবাঘটিকে লক্ষ করেন চৌকিদার। সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে খবর দেন তিনি। স্কুলের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বন দফতরকে। লোকজন দেখে চিতাবাঘটি স্কুলের বেসমেন্টে লুকিয়ে পড়ে। মনে করা হচ্ছে, নিকটবর্তী সঞ্জয় গাঁধী ন্যাশনাল পার্ক থেকে কোনও ভাবে বেরিয়ে স্কুলটিতে ঢুকে পড়ে চিতাবাঘটি। |