দু’টি ঘটনায় বাইসনের গুঁতোয় জখম হয়েছেন এক বনকর্মী-সহ তিনজন। শনিবার ঘটনা দু’টি ঘটে কুমারগ্রামের উত্তর হলদিবাড়ি এবং আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার হাট এলাকায়। জখমদের একজনকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দু’জনের চিকিৎসা চলছে কামাখ্যাগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে তিনটি বাইসন উত্তর হলদিবাড়ি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। ওই দলের একটি বুনো কুমারগ্রামের ভল্কা রেঞ্জের বনকর্মী রূপকুমার গঙ্গোপাধ্যায়কে সামনে পেয়ে গুঁতো দিয়ে ফেলে পালিয়ে যায়। আতঙ্কে পালাতে গিয়ে পুনু দাস নামে এক মহিলা অন্য একটি বাইসনের সামনে পড়ে যান। বুনোটি তাঁকে গুঁতো দিয়ে ছিটকে ফেলে দেয়। স্থানীয় বাসিন্দারা ওই দু’জনকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অন্য দিকে, সাতসকালে জলদাপাড়া জঙ্গল থেকে একটি বাইসন বের হয়ে শালকুমার হাটের কানাই গ্রামে ঢুকে পড়ে। ঊর্মিলা দাস নামে এক বৃদ্ধাকে গুঁতো দিয়ে বুনোটি দাপিয়ে বেড়ায়। পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।
বন দফতরের কুমারগ্রামের রেঞ্জার জয়ন্ত মণ্ডল এবং শালকুমারের বিট অফিসার খগেশ্বর কার্জি জানান, জখম দুই মহিলার চিকিৎসার ব্যবস্থা বন দফতর থেকে করা হবে। এ দিন এক ঘন্টার চেষ্টায় শালকুমার হাট থেকে তাড়া করে একটি বাইসনকে জঙ্গলে ফেরানো সম্ভব হলেও হলদিবাড়ি গ্রামে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে একটি বাইসনকে বাগে আনতে হয়েছে। অন্য দু’টিকে অনেক চেষ্টার পরে জঙ্গলে ফেরানো সম্ভব হয়। |