১১ মাসের শিশুকে ছুড়ে ফেললেন মা
সংবাদসংস্থা • গাজিয়াবাদ |
শাশুড়ির সঙ্গে ঝগড়া করে নিজের ১১ মাসের সন্তানকে দোতলার বারান্দা থেকে ছুড়ে ফেললেন এক মহিলা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে শাহিবাবাদ এলাকায়। শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম পূজা শর্মা। স্বামী রাহুল শর্মা, শাশুড়ি চন্দ্রকলা শর্মা ও ১১ মাসের সন্তানের সঙ্গে ওই বাড়িতে থাকতেন তিনি। পেশায় গাড়িচালক রাহুল এই ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না। শনিবার সকালে পূজাকে গ্রেফতার করা হয়। গত ১১ এপ্রিল বেঙ্গালুরুর একটি হাসপাতালে মারা যায় তিন মাসের শিশু আফরিন। তাঁর মা অভিযোগ জানান, মেয়ে চাননি আফরিনের বাবা। তাই অত্যাচার চালাতেন মেয়ের উপর। অভিযোগের ভিত্তিতে আফরিনের বাবা ওমর ফারুককে গ্রেফতার করা হয়। আজ বেঙ্গালুরুর একটি আদালত তাঁকে ৫ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। |
সড়ক দুর্ঘটনায় মৃত ৬, জখম ৭
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ছ’জনের। পুলিশ জানায়, মৃতদের মধ্যে তিন মহিলা-সহ পাঁচজন একই পরিবারের। অন্য জন গাড়ির চালক। গাড়ির বাকি সাত যাত্রীও জখম হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গত কাল রাতে, ঝাড়খণ্ডের গোড্ডা জেলার পাথারগামা এলাকায়। পুলিশ জানিয়েছে, তাঁরা গামারিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পাথারগামার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। হাসপাতালে মারা যান চারজন। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন: রেশমা খাতুন (১৮), নাজিমা খাতুন (১৯), শেখ জমির (৬০) মদিনা বিবি (৪৫), সোয়েল (১৮) ও গাড়ির চালক শ্রবণ যাদব (৩১)। |
সিডি বিতর্কে সরব হলেন সিঙ্ঘভি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিতর্কিত সিডি কাণ্ডে তাঁকে নিয়ে অযথা হইচই করার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে দুষলেন কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি। আজ তিনি বলেন, “যে কারও সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু এই ধরনের অরাজকতা চলতে থাকলে সবাইকেই ভুগতে হবে।” তিনি বলেন, দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই এই সিডি-টির প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। যিনি এই সিডি প্রকাশ্যে এনেছিলেন, তিনি আদালতে হলফনামা দিয়ে স্বীকার করেছেন সিডিটি জাল। তার পরেও যা হচ্ছে তা কিছু গোষ্ঠীর উদ্দেশ্যপূর্ণ। |
নালন্দায় অস্ত্র কারখানার হদিস
নিজস্ব সংবাদদাতা • পটনা |
নালন্দা জেলায় একটি বাড়িতে অস্ত্র-কারখানার হদিস পেল পুলিশ। শনিবার রোহই থানার মির্জাপুর গ্রামে এই কারখানার হদিশ পাওয়া যায়। জেলার পুলিশ সুপার নিশান্ত তিওয়ারি বলেন, “এখানে বেআইনি অস্ত্র তৈরির কারখানা গড়ে উঠেছিল। খবর পেয়ে সেখানে পুলিশ হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বেশ কিছু অস্ত্র ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।” রামদাস মিস্ত্রী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। |
ভাঁওয়ারি মামলায় তৃতীয় চার্জশিট পেশ
সংবাদসংস্থা • জোধপুর |
ভাঁওয়ারি দেবী মামলায় আজ আদালতে তৃতীয় চার্জশিট পেশ করল সিবিআই। এই মামলায় মোট ১৭ জন অভিযুক্তের মধ্যে ১৬ জন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেস বিধায়ক মহীপাল মাদেরনা এবং মালকান বিষ্ণোই। |
ফিরলেন ‘মৃত’ বৃদ্ধ
সংবাদসংস্থা • তিরুঅনন্তপুরম |
বাড়ি ফিরে এলেন এক ‘মৃত’ বৃদ্ধ। ঘটনাটি কেরলের কান্নুর জেলার এক গ্রামের। খবরের কাগজে ওই বৃদ্ধের সঙ্গে সাদৃশ্য রয়েছে এ রকম এক মৃত ব্যক্তির ছবি বেরোয়। একটি দোকানের সামনে পড়ে ছিল সেই মৃত ব্যক্তির দেহ। ওই ছবি দেখে বৃদ্ধের আত্মীয়রা মনে করেন বৃদ্ধ মারা গিয়েছেন। |