টুকরো খবর
র‌্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড ছাত্র
র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে সাসপেন্ড করা হল তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের এক তৃতীয় বর্ষের ছাত্রকে। কলেজের ফ্যাকাল্টি-ইন-চার্জ কমলকৃষ্ণ মৌলিক জানান, ওই ছাত্রের নাম পঙ্কজ চৌধুরী। বাড়ি রাজস্থানে। শনিবার তাঁকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। র্যাগিংয়ে আহত ছাত্রের অবস্থার উন্নতি হয়েছে বলে তাঁর পরিবার জানিয়েছে। গত বুধবার ওই কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। ওই ছাত্রের বাবা জানান, বুধবার ভোর চারটে নাগাদ তৃতীয় বর্ষের কয়েক জন ছাত্র তাঁর ছেলেকে জোর করে মদ খেতে বলে। পরে তাঁর উপরে শারীরিক নির্যাতন এবং মারধর করে। ঘটনাটি জানতে পেরে সে দিনই দিল্লি থেকে কলকাতায় এসে তিনি ছেলেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষকে মৌখিক ভাবে বিষয়টি জানালেও শুক্রবার তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। কলেজ সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতেই প্রথমে পঙ্কজ চিহ্নিত করা হয়। পরে ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ডের খবর পেয়ে আহত ছাত্রের বাবা বলেন, “ওই ছাত্রকে সাসপেন্ড করার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং-বিরোধী একটা বার্তা যাবে।”

পর্যটন ম্যাপে জোড়াসাঁকো
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাড়া দিয়ে পর্যটন মানচিত্রে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িকে তুলে ধরতে তৎপর হয়েছে রাজ্য। শীঘ্রই ফিরে আসছে ধ্বনি-আলোয় ঠাকুরবাড়ির ইতিহাসের আলেখ্য। ইউরোপের ঐতিহ্যশালী কেন্দ্রগুলোর আদলে একটি ‘মিউজিয়াম শপ’-ও ওই ভবন-প্রাঙ্গণে গড়ে উঠবে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বর্ষে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করেন উপাচার্য চিন্ময় গুহ।

উড়ান কমাচ্ছে তাই এয়ার
কলকাতা থেকে উড়ান সংখ্যা কমিয়ে দিচ্ছে তাইল্যান্ডের বিমানসংস্থা তাই এয়ারওয়েজ। এখন সপ্তাহে সাত দিনই কলকাতা-ব্যাঙ্কক রুটে উড়ান চালায় তারা। জুন মাস থেকে সেই সংখ্যা কমে ছ’টি হয়ে যাবে। সোমবার বন্ধ থাকবে উড়ান। তাই এয়ারওয়েজের কলকাতার জেনারেল ম্যানেজার বিচায়া সিংতোরোজ জানিয়েছেন, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে কলকাতা থেকে তুলনায় কম যাত্রী পেয়েছিলেন তাঁরা। তার পরেই ব্যাঙ্কক সদর দফতর থেকে উড়ান সংখ্যা কমানোর সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। বিচায়া বলেন, “তখন তাইল্যান্ডে বন্যা হয়। তাই যাত্রী কমে যায়। গড়ে ৬০ থেকে ৭০% যাত্রী পাচ্ছিলাম আমরা। কিন্তু, জানুয়ারি মাস থেকে আবার যাত্রী সংখ্যা বেড়েছে। এখন প্রায় প্রতিটি উড়ানে ৮০ শতাংশ করে যাত্রী যাচ্ছে।”

রাজারহাটে নিখোঁজ কিশোরী
রাজারহাটের এক কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর পরিজনেরা। দু’দিন ধরে খোঁজ নেই বছর পনেরোর নাহিদ ফরজানার। পুলিশ জানায়, রাজারহাটের হাতিয়ারা এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা ওই কিশোরীকে পরিচিত এক যুবক অপহরণ করেছে বলে সন্দেহ করছেন তাঁর পরিবারের লোকজন। এ বিষয়ে নিউটাউন থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা। পুলিশ সূত্রের খবর, ফরজানা এ বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কৈখালির বাসিন্দা শেখ রাজন নামে এক যুবকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। শেষ বার রাজনের সঙ্গেই ফরজানাকে দেখা গিয়েছিল বলে পুলিশের কাছে খবর।

সশ্রম কারাদণ্ড
চালককে খুন করে গাড়ি ছিনতাইয়ের অপরাধে শনিবার তিন জনকে ১০ বছর সশ্রম কারাবাসের নির্দেশ দিল আলিপুর আদালত। শুক্রবার তারা দোষী সাব্যস্ত হয়েছিল। পুলিশ জানায়, ওই তিন জনের নাম কর্ণ সরকার ওরফে ধীরেন্দ্র ঝা, অনুপ দাস এবং রানা রায়। ২০০৩-এর ১৮ মার্চ কর্ণ ও তার দুই সঙ্গী কাঁকসায় চলন্ত গাড়ি থেকে চালক সুরজিৎ সিংহকে ফেলে দিয়েছিল।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.