বহু রাজ্য ভিত্তিক নয়া সমবায় সমিতি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চালু হল বহু রাজ্য ভিত্তিক একটি সমবায় সমিতি। ‘হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট অ্যান্ড থ্রিফ্ট কোঅপারেটিভ সোসাইটি’ শীর্ষক ওই সমবায় সংস্থাটি আপাতত পশ্চিমবঙ্গ, দিল্লি এবং ঝাড়খণ্ডে কাজ করবে।
সংস্থার প্রেসিডেন্ট চন্দ্রশেখর সাবাত বলেন, “অনেকটা শিল্প ও বাণিজ্যিক সংস্থার কর্মচারী সমবায় সমিতির ধাঁচেই আমাদের সংস্থাটি গড়ে তোলা হয়েছে। চাকরি করেন না, এমন সব মানুষের কাছেও সমবায় সমিতির সুবিধা পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য।”
|
আজ পৃথিবী দিবস উপলক্ষে বিশেষ পরিবেশ সচেতনতা উৎসবের আয়োজন করেছে হায়াত থ্রাইভ হোটেল গোষ্ঠী। এরই অঙ্গ হিসেবে বিশ্বের অন্যান্য হোটেলের সঙ্গে কলকাতায় হায়াত রিজেন্সি হোটেলটিকে বেছে নিয়েছে তারা। গোষ্ঠীর আন্তর্জাতিক সামাজিক দায়বদ্ধতা পূরণ বিভাগ ও তাদের অংশীদার নিউজ এ দিন কলকাতার জলাভূমি অঞ্চলের একটি স্কুলে পরিবেশ সচেতনতা গড়ার কর্মসূচি নিয়েছে। |
ব্যবসা বাড়াতে কলকাতায় পূর্ণাঙ্গ আঞ্চলিক দফতর খুলল জাভেদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেড। সংস্থার কর্ণধার জাভেদ হাবিব জানান, পূর্ব ভারত তথা কলকাতায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন তাঁরা। পশ্চিমবঙ্গে সংস্থার ২৫টি কেশ ও রূপচর্চা কেন্দ্র রয়েছে। এ ছাড়া কলকাতা ও শিলিগুড়িতে আছে দু’টি প্রশিক্ষণ কেন্দ্র। কলকাতায় দ্বিতীয় প্রশিক্ষণ কেন্দ্রটি খোলার পরিকল্পনা করছে সংস্থা। হলদিয়া, খড়্গপুর, মালদহ, বারাসত, ব্যারাকপুর, লিলুয়া ও বহরমপুরে কেশচর্চা কেন্দ্রও খুলছে সংস্থা। |
সুবোধ কুমার অগ্রবাল ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন।
|