হামলার ছক ফাঁস,কাবুলে ধৃত ৫ জঙ্গি
সংবাদসংস্থা • কাবুল |
দশ হাজার কেজি বিস্ফোরক-সহ পাঁচ জঙ্গিকে ধরল আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের মুখপাত্র শাফিকুল্লাহ তাহিরি সাংবাদিকদের আজ এ কথা জানান। এক সংবাদসংস্থার দাবি, গত রবিবারের জঙ্গি হামলার দু’দিন আগে এক আলু বোঝাই ট্রাক থেকে বিস্ফোরক আটক করে নিরাপত্তা বাহিনী। তবে অন্য কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী রবিবারের হামলার কয়েক দিন পর এই বিস্ফোরক আটক করা হয়েছে। তাহিরি বলেন, ধৃত জঙ্গিরা কাবুলের ঘনবসতিপূর্ণ এলাকায় এক বড়সড় হামলার ছক কষেছিল। ধৃত পাঁচ জঙ্গির মধ্যে তিন জন পাকিস্তানের নাগরিক। বাকি দু’জন আফগানিস্তানের। ১০ হাজার কেজি বিস্ফোরক পাকিস্তান থেকে আনা হয়েছিল বলে জানান তাহিরি। |
অটিজমে দায়ী ৩৩টি জিন চিহ্নিত, দাবি
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
অটিজম ও এর মতো আরও কয়েকটি রোগের জন্য দায়ী প্রায় ৩৩টি জিন চিহ্নিত করা গিয়েছে বলে দাবি করলেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের এক দল বিজ্ঞানী।
সামাজিকতাবোধ এবং ভাবের আদানপ্রদান নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ, অটিজম-এর ক্ষেত্রে তার বিকাশ যথাযথ ভাবে হয় না। ফলে বয়স বাড়তে থাকলেও এই ক্ষমতাগুলি গড়ে ওঠে না। জন্মের প্রথম তিন বছরের মধ্যেই এই সমস্যা টের পাওয়া যায়। জিনের যে অংশের গোলমালের জন্য এই সমস্যা হয় তা চিহ্নিত করা গিয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক ওই বিজ্ঞানী দলের প্রধান জেমস গুসেল্লার কথায়, “অটিজম বা মস্তিষ্কের বিকাশের সমস্যাজনিত অন্য কোনও রোগ আছে এমন বেশ কয়েকটি শিশুর জিনের গঠন পরীক্ষা করে আমরা সেই অংশগুলি চিহ্নিত করতে পেরেছি যেখান থেকে সমস্যার সূত্রপাত হয়।” জেমসের দাবি, স্কিজোফ্রেনিয়ার মতো প্রাপ্তবয়স্কদের বেশ কয়েকটি সমস্যার ক্ষেত্রেও এই জিনগুলির মধ্যে বেশ কয়েকটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘সেল’ বিজ্ঞানপত্রিকায় গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। |
সিয়াচেনে সেনা থাকবে: জারদারি
সংবাদসংস্থা • লাহৌর |
সিয়াচেন থেকে একতরফা সেনা প্রত্যাহারের সম্ভাবনা উড়িয়ে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ভারত যদি সিয়াচেন থেকে সেনা সরায় তবেই একমাত্র পাকিস্তান সে রাস্তায় হাঁটতে পারে বলে জানিয়েছেন জারদারি। আজ পাকিস্তান পিপলস পার্টির এক অনুষ্ঠানে জারদারি বলেন, “সিয়াচেন বিশ্বের অন্যতম দুর্গম যুদ্ধক্ষেত্র। সেখানে দু’তরফের সেনার সমস্যা সম্পর্কেই আমরা অবহিত। কিন্তু সেনা সরিয়ে নেওয়া তখনই সম্ভব যখন দুই সরকার যৌথ ভাবে তা করতে রাজি হবে।” তবে, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তান আলোচনার টেবিলে বসতে সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন জারদারি। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুলতান থেকে নয়াদিল্লি পর্যন্ত রাস্তা তৈরির ব্যাপারে ভারত সরকারকে চিন্তাভাবনা করতেও আবেদন করেছেন তিনি। |
ন্যাটোর বিরুদ্ধে ময়দানে সইদ
সংবাদসংস্থা • লাহৌর |
পাকিস্তানে ফের ন্যাটোর রসদ সরবরাহ করার পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে দেশ জুড়ে সই সংগ্রহের কাজে নামলেন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ মহম্মদ সইদ। এই কাজের জন্য আরও ৪০টি কট্টরপন্থী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে তিনি গড়ে তুলেছেন দেফা-ই-পাকিস্তান কাউন্সিল। গত নভেম্বর মাসে ন্যাটো বাহিনীর হামলায় প্রাণ হারান ২৪ জন পাকিস্তানি সেনা। |