গণ্ডগোল এড়াতে সভা বাতিল মঞ্চের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিরোধী শিবির প্রতিরোধের হুমকি দেওয়ায় ‘গোলমাল এড়াতে’ গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বাধীন যৌথ মঞ্চকে শিলিগুড়ির বাগডোগরায় মিছিল-সভা করার অনুমতি দিল না পুলিশ-প্রশাসন। প্রশাসনিক সূত্রের খবর, শনিবার দুপুরে বাগডোগরা লাগোয়া হাঁসখোয়া চা বাগানে মোর্চার যৌথ মঞ্চের তরফে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা জন বার্লার নেতৃত্বে মিছিল ও সভা করার অনুমতি চাওয়া হয়। কিন্তু, আদিবাসী বিকাশ পরিষদের নেতৃত্বাধীন তরাই-ডুয়ার্স অ্যাকশন কমিটির পক্ষ থেকে বাগডোগরা এলাকায় ‘সভার নামে উত্তেজনা’ ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধের হুমকি দেওয়া হয়। এর পরেই সভার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়। শিলিগুড়ির এসডিও বৈভব শ্রীবাস্তব বলেন, “বাগডোগরার ওই এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশের রিপোর্টে সেটা জানতে পেরেছি। তাই গোলমাল এড়াতেই সভার অনুমতি দেওয়া হয়নি।” প্রশাসনের সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে যৌথ মঞ্চ। যৌথ মঞ্চের তরফে জন বার্লার অনুগামী সুখদেব ভকতের অভিযোগ, “প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমাদের অ্যাকশন কমিটিকে সভা ও মিছিল করলে বাধা দেওয়া হচ্ছে না। অথচ আমরা শান্তিপূর্ণ সভা করতে চাইলে অনুমতি দিচ্ছে না। সেই সঙ্গে আজ, রবিবার দাগাপুর থেকে শিলিগুড়ির দিকে মিছিল করার চেষ্টা করবে যৌথ মঞ্চ। ওই ঘোষণা শোনার পরে তরাই-ডুয়ার্স অ্যাকশন কমিটি শিলিগুড়ি থেকে দাগাপুরের দিকে পাল্টা মিছিল নিয়ে যাওয়া হবে বলে হুমকি দিয়েছে। |
ধরা পড়েনি ছাত্র
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
কালিয়াগঞ্জের ফতেপুরে এক ছাত্রীর কাকাকে খুনের ঘটনার ২৪ ঘন্টা পরেও অভিযুক্ত কিশোর অভিজিৎ রায়ের খোঁজ পায়নি পুলিশ। তদন্তের পর কালিয়াগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। ওই কিশোর দক্ষিণ দিনাজপুর জেলায় গা ঢাকা দিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। অষ্টম শ্রেণির ছাত্র অভিজিৎ গত একবছর ধরে প্রতিবেশী এক ছাত্রীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে অভিজিৎ ওই কিশোরীর ঘরের টিনের চালের ফাঁকা দিয়ে আপত্তিকর ছবি-সহ চিঠি ছু্ড়ে দেয়। কিশোরীর বাবা যামিনী সরকার এর প্রতিবাদ জানালে অভিজিৎ হাঁসুয়া দিয়ে যামিনীবাবুকে কোপায় বলে অভিযোগ। যামিনীবাবুকে বাঁচাতে গিয়ে খুন হন ভাই নিখিল সরকার। |
নববর্ষে নতুন বাস
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
নববর্ষের সকালে জলপাইগুড়ি শহরে চালু হল নতুন একটি সিটি বাস। গত বছরের সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) কর্তৃপক্ষ জলপাইগুড়িতে সিটিবাস পরিষেবা শুরু করেছে। শনিবার আরও একটি সিটিবাস চালু হয়েছে। শহরের ৭৩ মোড় থেকে শহর লাগোয়া রোডস্টেশন পর্যন্ত বাসটি চলবে। বাসটির উদ্বোধন করেন জলপাইগুড়ির ডিপোর চেয়ারম্যান সাগরিকা সেন। ডিপো আধিকারিক অসীম বিশ্বাস জানান, আগের বাসটি লাভের মুখ দেখায় একটি নতুন সিটি বাস শহরে চালানোর সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ। |
যান চলাচলে বিঘ্ন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার পড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হল। শনিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ির কাছারি রোডে। ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পুলিশ গিয়ে বৈদ্যুতিক বিভাগের কর্মীদের ডেকে তার সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। |
প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়াল ‘এই প্রজন্ম’। শনিবার সংস্থার পক্ষ থেকে শিলিগুড়ির তরুণতীর্থ ক্লাবে প্রতিবন্ধী শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার হয়। তাঁদের গেঞ্জি, খাতা, কলম দেওয়া হয়। বছরের প্রথমদিন মিষ্টি মুখ করানো হয় শিশুদের। |