হাসপাতালে নিরাপত্তার দাবি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রোগী-মৃত্যুর পর চিকিৎসক নিগ্রহের ঘটনায় হাসপাতালে নিরাপত্তার দাবি তুললেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার রাতে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে চিকিৎসক ভূদেব মণ্ডলকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে ভূদেববাবু পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। ঘটনার পর হাসপাতাল সুপার সুজয় বিষ্ণু ফোনে বিষয়টি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি ও মহকুমাশাসক অমলকান্তি রায়কে জানান। মহকুমাশাসক বলেন, “সুপার ঘটনাটি জানিয়েছেন। পুলিশকে সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেছি।” আলিপুরদুয়ার থানার আইসি মনোজ চক্রবর্তী বলেন, “এক রোগীর মৃত্যু ঘিরে এমনটা হয়েছে। চিকিৎসকের অভিযোগ মিলেছে। তদন্ত শুরু হয়েছে।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শহরের অবরিন্দনগরের বাসিন্দা দিলীপ রঞ্জন রাহা (৬৫)। ওই রাতে তাঁর মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল। দিলীপবাবুর ছেলে দেবাশিসবাবুর অভিযোগ, “বাইরের লোককে দিয়ে চিকিৎসা করানো হয়েছিল। চিকিৎসকের গাফিলতিতেই বাবা মারা যান।” তার জেরে হাসপাতালের চিকিৎসক ভূদেববাবুকে উত্তেজিত লোকজন নিগ্রহ করেন বলে অভিযোগ। |
হাসপাতালে সাউন্ড সিস্টেম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সাউন্ড সিস্টেম উদ্বোধনে রুদ্রনাথ ভট্টাচার্য। ছবি: বিশ্বরূপ বসাক। |
রোগীদের গান শোনানোর জন্য সাউন্ড সিস্টেম চালু হল শিলিগুড়ি জেলা হাসপাতালে। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ হাসপাতালে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিস্টেম চালু করেন শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ সহ বিভিন্ন জায়গায় ৫০টি বক্স লাগানো হয়েছে। সকালে ও বিকালে রোগীদের গান শোনানো হবে। এ ছাড়াও তা মাইকে বিভিন্ন ঘোষণা রোগীর আত্মীয়দের জানানো হবে। শিলিগুড়ি বিধায়ক কোটার ৩ লক্ষ টাকা দিয়ে ওই প্রকল্প চালু করা হল। এক বছরের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই সাউন্ড সিস্টেম চালু করা হল। রুদ্রবাবু বলেন, “ওই সিস্টেমে রোগী ও তাঁদের আত্মীয়রা উপকৃত হবেন।” |