পশ্চিম মেদিনীপুরের দাশপুর এবং বাঁকুড়া (পশ্চিম) বিধানসভা কেন্দ্রে আগামী জুন মাসে উপনির্বাচন হবে। শনিবার নির্বাচন কমিশন এ কথা জানিয়েছে। দাশপুরের বিধায়ক অজিত ভুইয়াঁ এবং বাঁকুড়া (পশ্চিম)-র বিধায়ক কাশীনাথ মিশ্র সম্প্রতি প্রয়াত হয়েছেন। সেই কারণেই ওই দু’টি আসনে ওই সময় উপনির্বাচন হবে। রাজ্যের মুখ্যনির্বাচনী অফিসার সুনীল গুপ্ত জানান, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ওই দুই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে অজিত ভুইয়াঁ ও কাশীনাথ মিশ্র নির্বাচিত হয়েছিলেন। তাঁদের মৃত্যুতে এখন দু’টি কেন্দ্র শূন্য রয়েছে। সেই তথ্য দিল্লিতে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও সুনীলবাবু জানান। নির্বাচন কমিন সূত্রের খবর, আগামী ২২ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তার পরে অগস্ট মাসে প্রথমার্ধে উপ-রাষ্ট্রপতি নির্বাচনও রয়েছে। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিধায়কদের ভোটদানের অধিকার রয়েছে। তাই জুলাই মাসের আগেই কমিশন ওই দুই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন করতে চায়। রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর, মে মাসের গোড়াতেই দাশপুর ও বাঁকুড়া (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে।
|
দলতন্ত্র মুক্ত করার ডাক দিয়ে তৃণমূল ক্ষমতায় এসে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলে অভিযোগ তুলল আরজেডি। দলের রাজ্য শাখার সভাপতি বিন্দাপ্রসাদ রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শুক্রবার রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে স্মারকলিপি জমা দেয়। শনিবার দলের রাজ্য সম্পাদক কীর্তিমান ঘোষ বলেন, “রাজ্যে মহিলাদের উপর অপরাধের সংখ্যা বাড়ছে। পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তার সঙ্গে সরকারি গ্রন্থাগারে সংবাদপত্র রাখা নিয়ে বিধিনিষেধ থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে গ্রেফতারের ঘটনায় স্পষ্ট রাজ্যে মতপ্রকাশের স্বাধীনতাও আক্রান্ত।” অতীতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হকার উচ্ছেদের বিরোধিতায় পথে নেমেছেন তা স্মরণ করিয়ে দিয়ে আরজেডি নেতারা বলেন, মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরে বারাসত, হাওড়ার মঙ্গলাহাট, শিয়ালদহ, রুবি ও এসএসকেএম হাসপাতালের সামনে বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০ হাজার হকারকে উচ্ছেদ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আরজেডির আবেদন, তিনি যেন হকারদের সমস্যা বোঝার চেষ্টা করেন এবং উচ্ছেদ না করেন। |