মাওবাদী নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত নিবারণ রাজোয়াড়ের বাড়ি বলরামপুরের তিলাই গ্রামে। শুক্রবার রাতে তাঁকে ধরা হয়। শনিবার পুরুলিয়া আদালতে তোলা হলে ধৃতের চার দিনের পুলিশ হেফাজত হয়। পুলিশ সুপার সি সুধাকর বলেন, “মাওবাদী স্কোয়াড সদস্য নিবারণের বিরুদ্ধে কিছু নাশকতায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে জেরা করলে আশাকরি আরও তথ্য পাওয়া যাবে।” |
ধৃত নিবারণ রাজোয়াড়। নিজস্ব চিত্র। |
পুলিশের দাবি, আদিবাসী মূলবাসী জনগণের কমিটির এক সময়কার সদস্য নিবারণ পরে মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডে যোগ দেন। স্কোয়াডে তিনি ‘কাকা’ নামে পরিচিত ছিলেন। ২০১০ সালের ৯ অক্টোবর তিলাই গ্রামে সিপিএম সমর্থক কালীপদ চক্রবর্তী ও তাঁর ভাই সুকুমার চক্রবর্তীকে মাওবাদীরা খুন করে। সেই ঘটনায় নিবারণ যুক্ত বলে পুলিশের দাবি। এ ছাড়া ওই বছরের ১৬ ডিসেম্বর ঝালদার বাগবিন্ধ্যা গ্রামের গণহত্যা ও পরের বছর ১১ নভেম্বর বামনিঝোরায় যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময়েও তিনি যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি। স্কোয়াডে তাঁকে রান্নার কাজ করতে হত।
|
‘ডাইন’ অপবাদ দেওয়ায় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
‘ডাইন’ অপবাদে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম যুধিষ্ঠির সিংহ সর্দার। পুরুলিয়া মফস্সল থানার কাঁটাবেড়া গ্রামে তার বাড়ি। সন্তান না হওয়ার জন্য সে শুক্রবার তার সম্পর্কিত দাদা কমল সিংহ সর্দারকে ‘ডাইন’ অপবাদ দিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেয়। অভিযোগ পেয়ে শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে পুরুলিয়া আদালতে তোলে। বিচারক তাকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। |