টুকরো খবর |
ঝগড়া মেলায় যাওয়া নিয়ে, আত্মঘাতী
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
চড়কের মেলা দেখতে যাওয়া নিয়ে রাগারাগির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক দম্পতি। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ভগবন্তপুরে। মৃতদের নাম বিশ্বনাথ প্রামাণিক (৫০) ও পূর্ণিমা প্রামাণিক (৪৫)। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, শুক্রবার এলাকায় চড়কের মেলা বসেছিল। ওই মেলায় যাওয়া নিয়েই বিশ্বনাথবাবুর সঙ্গে রাগারাগি হয় পূর্ণিমাদেবীর। পূর্ণিমাদেবী আর মেলায় যেতে রাজি হননি। বিশ্বনাথবাবু একাই মেলায় চলে যান। বাড়িতে একা থাকাকালীনই পূর্ণিমাদেবী কীটনাশক খান বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পরে বাড়ি ফিরে মুখে গাঁজলা ওঠা স্ত্রী-র নিথর দেহ দেখে বিশ্বনাথবাবুও কীটনাশক খেয়ে নেন। একটু পরে বাড়ি ফিরে প্রামাণিক দম্পতির ছেলে বাবা-মাকে ওই অবস্থায় দেখে চিৎকার জুড়ে দেয়। পড়শিরা এসে ওই দম্পতিকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসার আর সুযোগ মেলেনি। দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। |
জামিন পেলেন কমিটি নেতা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জামিন পেলেন জনগণের কমিটির জেলবন্দি নেতা অসিত মাহাতো। রাষ্ট্রদ্রোহ, খুন, হামলা, অপহরণ, নাশকতা-র ২৮টি মামলায় অভিযুক্ত হয়ে গত নভেম্বর থেকে জেলে ছিলেন এক সময়ে কমিটির প্রধান মুখপাত্র অসিত। একে এক সব মামলাতেই জামিন পেয়ে শুক্রবার তিনি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন। লালগড়ের ধরমপুরের কৃষ্ণনগর গ্রামেও ফিরে এসেছেন। জ্ঞানেশ্বরী-কাণ্ডে এক সময়ে নাম জড়ালেও চার্জশিটে তাঁকে অভিযুক্ত করেনি সিবিআই। তবে, ২০০৯-এর জুলাইয়ে লালগড়ের বৃন্দাবনপুর থেকে দুই পুলিশকর্মী সাবির মোল্লা-কাঞ্চন গরাইয়ের নিখোঁজ হওয়ার ঘটনাতে তিনি অভিযুক্ত ছিলেন। |
কেশপুরের পাঠাগার থেকে মিলল পিস্তল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেশপুরে এ বার পাঠাগারের মধ্যেই পাওয়া গেল পিস্তল! শনিবার, নববর্ষের সকালে কেশপুরের আনন্দপুর সাধারণ পাঠাগারের সিঁড়ির নীচ থেকে একটি .৯এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। ওই পাঠাগারের নৈশপ্রহরী সিঁড়ির নীচে কিছু নির্মাণসামগ্রীর মধ্যে পিস্তলটি দেখতে পেয়ে খবর দেন থানায়। কখন, কী ভাবে পাঠাগারে পিস্তল পৌঁছল, সে নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাঠাগারের পরিচালন-কর্তৃপক্ষও এই ঘটনায় বিড়ম্বনায়। তাঁদের বক্তব্য, পাঠক সেজে ঢুকে কখনও কেউ পিস্তল রেখে গিয়ে থাকতে পারে। নজরদারির যে অভাব ঘটেছে, তা-ও মানছেন পাঠাগারের কর্তৃপক্ষ। |
দুর্ঘটনায় মৃত্যু |
লরির ধাক্কায় খাটরঙ্গি গ্রামের কালীপদ সোরেন (২৫) নামে সাইকেল আরোহীর মৃত্যুর পরে খড়্গপুর লোকাল থানা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে দেহ রেখে অবরোধ করেন এলাকাবাসী। |
|