সাপ দেখতে ভিড়
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
একজোড়া কাল-কেউটে দেখে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সে। শনিবার রাজাভাতখাওয়ার পাম্পু বস্তির একটি ঝোরার কাছে সাপ দুটি বের হয়। খবর চাউর হতেই উৎসাহীরা এলাকায় ভিড় করেন। প্রায় ১২ ফুট লম্বা সাপ দুটিকে দেখে কয়েকজন পাথর ছুঁড়ে মারেন বলে অভিযোগ। রোভার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স ক্লাবের সম্পাদক সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, “উৎসাহী জনতা কাল-কেউটে দুটির ছবি তোলার সময় পাথর ছুঁড়ে মারেন। বিষয়টি বিট অফিসে জানিয়েছি।” |
হাজার দেড়েক কাছিম উদ্ধার |
জাতীয় সড়কে লরিতে তল্লাশির সময়ে উদ্ধার হল ১৪৮৬টি কাছিম। শনিবার পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ের মকরামপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে তল্লাশির সময়ে একটি লরি থেকে পুলিশ কাছিমগুলি উদ্ধার করে। মহাদেব দে এবং সত্যজিৎ দাস নামে চালক ও খালাসিকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিক জেরায় ধৃতেরা জানিয়েছেন, ওড়িশা থেকে লরি নিয়ে তাঁরা বারাসতে যাচ্ছিলেন। ধৃতদের আরও জেরা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া কাছিমগুলো বন দফতরের জিম্মায় দিয়েছে পুলিশ। |