অটোচালকদের উপর সরকার মর্মান্তিক চটিয়াছে। পরেশ পাল তাহাদের হাতে মারিয়াছিলেন, মদন মিত্র ভাতে মারিবার ব্যবস্থা করিতেছেন। তিনি মেট্রো স্টেশন হইতে স্বল্প দূরত্বে ছোট বাস চালাইবার পরিকল্পনা করিতেছেন, যাহাতে মানুষকে আর অটোচালকদের মুখাপেক্ষী থাকিতে না হয়। মুশকিল হইল, যে রাস্তা দিয়া এই বাস চলিবে, তাহা তো অটোচালকদের দখলে! বাস যদি চলিবার পথ না পায়? মহাকরণে বসিয়া পরিবহণমন্ত্রী যখন এই সব সাত-পাঁচ-পঁয়ত্রিশ ভাবিতেছিলেন, তখন বেঙ্গালুরুর এক বহুতলের ছাদে একটি হেলিকপ্টার নামিল। সম্পূর্ণ, আসল এবং উড়ান-সক্ষম হেলিকপ্টার। ইহা রূপকমাত্র, আসলে মহাকাশ হইতে মদন মিত্রের সমস্যার সমাধান নামিয়া আসিল। মেট্রো স্টেশন হইতে বাস ছাড়িবার কী প্রয়োজন, হেলিকপ্টার থাকিতে? ভাবিয়া দেখুন, বাঙুর হইতে বেলগাছিয়া, গড়িয়াহাট হইতে কালীঘাট অথবা বেহালা হইতে টালিগঞ্জ (থুড়ি, মহানায়ক উত্তমকুমার) হেলিকপ্টার উড়িবে। আকাশে ট্র্যাফিক সার্জেন্ট নাই, ফলে চালকের পার্শ্বে যথেচ্ছ যাত্রী বসানো চলিবে। কোনও অটোচালকের সাধ্য নাই, সেই হেলিকপ্টারের পথ রোধ করে। আর, প্রোমোটারের কল্যাণে কলিকাতায় বহুতল এবং তাহার ছাদের অভাব নাই। যত ছাদ, তত হেলিপ্যাড। আর বিলম্ব কেন? |